কলকাতা : শীঘ্রই হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ (Solar Eclipse 2024)। ৮ এপ্রিল সোমবার সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ সর্বদা অমাবস্যার দিনে হয়। এবছর প্রথম গ্রহণ ঘটবে চৈত্র অমাবস্যায়। ৮ এপ্রিল গ্রহণের সময় রাত ৯টা ১২মিনিট থেকে মধ্য রাত ১টা ২৫ মিনিট পর্যন্ত। মোট ৪.২৫ মিনিট ধরে চলবে এই গ্রহণ।


২০২৪ সালে সূর্যগ্রহণ মীন রাশিতে (Pisces Horoscope) ঘটবে। তবে বছরের প্রথম সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। কিন্তু এই সূর্যগ্রহণ ১২টি রাশিকেই প্রভাবিত করবে। জেনে নিন কোন কোন রাশিতে গ্রহণ শুভ প্রভাব ফেলতে চলেছে।


সূর্যগ্রহণের শুভ প্রভাব কোন কোন রাশি ?


মিথুন রাশি (Gemini Horoscope): এই রাশি জাতক জাতিকারা সূর্যগ্রহণের কারণে অনেক উপকৃত হতে চলেছেন। এই সময়ে মিথুন রাশির জাতকরা বিনিয়োগ করতে পারেন, এই বিনিয়োগের ফলাফল হবে শুভ। আপনার কেরিয়ার ও ব্যবসা উভয় ক্ষেত্রেই সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।


ধনু রাশি (Sagittarius Horoscope) : এই রাশির জাতকদের জন্য সূর্যগ্রহণ বিশেষ হবে। এই সময়কালে, আপনি কর্মজীবন এবং ব্যবসায় অনেক লাভবান হতে চলেছেন। এই সময়টা আপনার জন্য খুবই শুভ। আপনি যদি অবিবাহিত থাকেন তবে বিয়ের সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপে কাজ করলেই লাভ হবে।


মকর রাশি (Capricorn Horoscope) : এই রাশির জাতক জাতিকাদের জন্য আসন্ন সময়টি খুবই শুভ হতে চলেছে। এই সময়ের মধ্যে, আপনার আটকে থাকা টাকা ফিরে আসতে পারে। দাম্পত্য জীবনে সম্পর্কের উন্নতি হবে। আপনারা একে অপরকে আরও ভালভাবে বুঝতে সক্ষম হবেন। আপনার রাগ নিয়ন্ত্রণ করা আপনার জন্য গুরুত্বপূর্ণ।


মীন রাশি (Pisces Horoscope): বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে মীন রাশিতে। এই দিনটি আপনার জন্য শুভ হবে। এই সময়ের মধ্যে আপনার সম্পর্কের উন্নতি হবে। ভুল বোঝাবুঝি দূর হবে। চাকরিতে পরিবর্তন হতে পারে।


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে