কলকাতা: সান বাংলার (Sun Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'মঙ্গলময়ী মা শীতলা'য় (Mongolmoyee Maa Sheetala) এবার নতুন চরিত্রের আগমন। নেতিবাচক দুরুক্তির চরিত্রে এবার দেখা যাবে অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়কে (Sudipta Banerjee)। কী দেখা যাবে এবার ধারাবাহিকের গল্পে?


'মঙ্গলময়ী মা শীতলা' ধারাবাহিকে এবার দুরুক্তির আগমন


দুরুক্তি হচ্ছে শিকারী। সে শিকার করতে গিয়ে বাধা পায় শীতলার থেকে, এবং সেই প্রতিশোধ নিতে দুরুক্তি এবার হাত মেলায় জরাসুরের সঙ্গে। দোলের বিশেষ পর্বে ধারাবাহিকে আগমন ঘটবে 'দুরুক্তি' রূপে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের।


শীতলা তার পরিবার সমেত সামনের গ্রামে যায় বসন্ত উৎসব পালন করতে। অন্যদিকে জরাসুরের সঙ্গে হাত মিলিয়ে শীতলাকে শেষ করার পরিকল্পনা করে দুরুক্তি। জলে বিষ মিশিয়ে দেয় তারা, এবং সেই বিষ পান করে শীতলা। হঠাৎই শীতলা সমেত সকলের গায়ে ফোস্কার মতো হয়ে ওঠে। সেই জ্বালা সহ্য করতে না পেরে শীতলা ও গ্রামবাসীরা সামনের একটি জলাশয়ে ঝাঁপ দেয়। আর সেই জলাশয়েই লুকিয়ে থাকে দুরুক্তির রেখে দেওয়া তীর। শীতলা জলে পড়ে গিয়ে সেই তীরে আঘাত পায়। ধীরে ধীরে জলে তলিয়ে যেতে থাকে সে। শীতলা কি এবার বেঁচে উঠতে পারবে না কি জরাসুর ও দুরুক্তি প্রতিশোধ নিতে গিয়ে জয়ী হবে। সেই উত্তর পেতে অবশ্যই চোখ রাখতে হবে সান বাংলায় সন্ধ্যা সাড়ে ৬টায় 'মঙ্গলময়ী মা শীতলা' ধারাবাহিকে।


ধারাবাহিকের গল্প একঝলকে


যখন মহাদেবের ঘামের ফোঁটা থেকে জরাসুর জন্ম নেয় এবং অদম্য হয়ে ওঠে, মহাবিশ্বের সমগ্র ভারসাম্য ধ্বংস হতে থাকে। স্বর্গের দেবতা থেকে শুরু পৃথিবীর সাধারণ মানুষ, সকলেই প্রভাবিত হন। তখনই ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর আদিশক্তি মহামায়ার কাছে তাঁদের নিরাময়ের বর দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। মহামায়া, তাঁদের মহাযজ্ঞ করতে বলেন, শীতলার অবতার তৈরির জন্য। ত্রিদেবের সহায়তায় পবিত্র মহাযজ্ঞ থেকে শীতলার জন্ম হয়। মহাযজ্ঞ শীতল হওয়ার পর তাঁর জন্ম হওয়ায় তাঁর নাম রাখা হয় শীতলা।


আরও পড়ুন: Folk Music: 'বাবা তোমার দরবারে...', গোলাম ফকিরের কণ্ঠে জনপ্রিয় লোকগীতি এবার মিউজিক ভিডিওর মোড়কে


এক নিছকই শিশুরূপে জন্ম নেওয়ার পর, মহামায়া ত্রিদেবকে বলেন, শীতলাকে মর্ত্যের এমন এক পরিবারে পাঠাতে যাঁরা তাঁকে নিজের সন্তানের মতো গ্রহণ করে বড় করে তোলা হবে। এরপর যখন শীতলা বড় হয়ে যাবে এবং সঠিক সময় এসে উপস্থিত হবে তখন সে জরাসুরকে আক্রমণ করবে ও কাবু করবে। মহাদেব সিদ্ধান্ত নেন শীতলাকে তাঁর ভক্তদ্বয় পুষ্পদন্ত ও পদ্মাবতীর কাছে পাঠাবে। তারপর?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।