কলকাতা : প্রত্যেকের নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাশিচক্র থেকে এটিও জানা যায় যে, কোনও ব্যক্তি কোন ক্ষেত্রে উন্নতি করবে। একজন ব্যক্তির রাশিচক্র বলে যে তিনি পরে চাকরিতে নাম অর্জন করবেন, নাকি ব্যবসায় উন্নতি করবেন। এই ৪ রাশির জাতক জাতিকারা চাকরির চেয়ে ব্যবসায় বেশি নাম অর্জন করেন।


কারা রয়েছেন তালিকায় ?


মেষ - এই রাশির জাতকদের চাকরির চেয়ে ব্যবসা করার ইচ্ছা বেশি থাকে। এরা যা-ই করুক না কেন, কেবল ব্যবসায় সাফল্য পায়। এদের স্বভাব একটু উগ্র হয়। এই কারণে ব্যবসায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে দ্বিধা করেন না। মেষ রাশির জাতকরা তাদের স্বভাবের কারণে অনেক বড় সিদ্ধান্ত নিতে পারে এবং সাফল্যের সিঁড়ি আরোহণ করে।


সিংহ- রাশির জাতক জাতিকারা সূর্যের মত উজ্জ্বল। এই রাশির জাতক জাতিকাদের খুব সফল ব্যবসায়ী বলে মনে করা হয়। সিংহ রাশির মানুষ খুব অল্প বয়সেই সাফল্যের স্বাদ পায়। সব কাজই মন দিয়ে করে। এরা যৌবনে তাদের লক্ষ্য নির্ধারণ করে এবং পরে সফল ব্যবসায়ী হয়ে ওঠে। এই রাশির জাতক জাতিকারা চাকরিতে সাফল্য কম পেলেও, ব্যবসায় এরা অনেক নাম কামায়।


বৃশ্চিক- এই রাশিকেও উগ্র রাশিচক্র হিসাবে ধরা হয়। এই রাশির জাতকদের নেতৃত্ব দেওয়ার আশ্চর্য ক্ষমতা থাকে। এরা নিজেদের কথায় সামনের ব্যক্তিকে মুগ্ধ করে। এদের লাভ-লোকসান মূল্যায়ন করার ক্ষমতা থাকে। এ কারণেই সফল ব্যবসায়ী হয়ে ওঠে।


মকর- এই রাশির জাতকরা খুব পরিশ্রমী এবং লড়াকু হয়। এরা কোনও কাজ হাতে নিলে তা শেষ করেই ছাড়ে। মকর রাশির জাতকরা বেশিদিন কারও অধীনে কাজ করতে পারে না। এরা নিজেদের কাজ করতে সবচেয়ে পছন্দ করে এবং এরা এতে সর্বাধিক সাফল্যও পায়।


প্রসঙ্গত, যখন একটি গ্রহ সূর্যের খুব কাছাকাছি পৌঁছে যায়, তখন সেটি অস্তমিত হয়ে যায়। অস্তের সময়, গ্রহটি তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে। বুধ যুক্তি ও বুদ্ধির কারক। বুধের অবস্থান শক্তিশালী হলে প্রতিটি কাজেই সাফল্য পাওয়া যায়। অন্যদিকে বুধ 'অস্ত' যাওয়ার কারণে রাশির জাতক জাতিকাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। আগামী ১৯ জুন সকাল ৭টা ১৬ মিনিটে বৃষ রাশিতে অস্তমিত যাবে বুধ। বুধ অস্ত যাওয়ার কারণে ৪টি রাশির অসুবিধা বাড়তে চলেছে।


বিস্তারিত পড়ুন ; কর্মজীবনে চ্যালেঞ্জ, আর্থিক জীবনেও ভোগান্তি; ১৯ জুন থেকে সমস্যা শুরু এদের !


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)