দুবাই: গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে খেলতে দেখা যাবে হরভজন সিংহ, গ্রিস গেল ও শাহিদ আফ্রিদিকে। মার্কি প্লেয়ার হিসেবে এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন তিন তারকা। সূত্রের খবর, চলতি বছরে কানাডার এই ক্রিকেট লিগের আসর শুরু হবে আগামী ২০ জুলাই। এবং চলবে ৬ অগাস্ট পর্যন্ত। মোট ছটি দল এবারের গ্লোবাল ক্রিকেটে অংশগ্রহণ করবে। প্রত্যেক দলে ১৬জন করে খেলোয়াড় থাকবেন। এবং প্রতিটি দলে দুজন করে আইকন ক্রিকেটার থাকবে। করোনার পরে এই টুর্নামেন্ট তিন বছরের জন্য বন্ধ ছিল। এবছর থেকে ফের শুরু হতে চলেছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। 


ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিংহকে দেখা যাবে ব্রাম্পটন ওলভসের জার্সিতে। সেই দলে ভাজ্জির সঙ্গে দেখা যাবে নিউজিল্য়ান্ডের অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকে। টরন্টো ন্যাশনালস দলে খেলতে দেখা যাবে প্রাক্তন পাক অধিনায়ক ও প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদিকে। তাঁর সঙ্গে সেই দলে খেলবেন কিউয়ি বিগ হিটার কলিন মুনরোকে। নতুন দল মিসিসাউগা প্যান্থার্সের হয়ে খেলবেন ক্রিস গেল ও প্রাক্তন পাক অলরাউন্ডার শোয়েব মালিক। 


এই তিন তারকা ছাড়াও বিশ্ব ক্রিকেটের অনেক তারকা ক্রিকেটার অংশ নিতে চলেছেন এই টুর্নামেন্টে। তাঁদের মধ্যে রয়েছেন শাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, মহম্মদ রিজওয়ান, ব্রিটিশ ওপেনার অ্যালেক্স হেলসরা।


আট বছর পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরি রুটের


ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটার কে? যে পাঁচজনের নাম নিয়ে আলোচনা হয়, জো রুট (Joe Root) তাঁদের অন্যতম। বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন ও বাবর আজমের সঙ্গে। কেন তাঁকে সেরাদের তালিকায় রাখা হয়, রুট তা প্রমাণ করে দিলেন শুক্রবার। এজবাস্টনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ঝকঝকে সেঞ্চুরি করলেন। তাও এমন একটা বোলিং আক্রমণের বিরুদ্ধে, যাঁদের বিরুদ্ধে মাত্র এক সপ্তাহ আগে আত্মসমর্পণ করেছিলেন কোহলি-রোহিত শর্মারা। টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বোলিংকে সাধারণ স্তরে নামিয়ে আনলেন রুট। টেস্ট কেরিয়ারে নিজের ৩০তম সেঞ্চুরি করলেন ইংরেজ তারকা।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ বছর পর সেঞ্চুরি করলেন রুট। ২০১৫ সালে তিনি শেষ সেঞ্চুরি করেছিলেন অজিদের বিরুদ্ধে। তারপর করলেন ২০২৩ সালে।


তবে সকলের নজর কেড়ে নিয়েছে রুটের একটি শট। ধ্রুপদী ব্যাটার হিসাবেই পরিচিত রুট। টেকিনিকের দিক থেকে দুরন্ত রুট সাধারণত টি-টোয়েন্টি সুলভ শট খেলেন না। তবে তিনিও যে ঝুঁকি নিয়ে বল ওড়াতে পারেন, দেখিয়ে দিলেন রুট।