মুম্বই: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (Test Championship Final) অসহায় আত্মসমর্পণ। সমালোচনার ঝড়় উঠেছে ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team) নিয়ে। একাদশ বাছাই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। ২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই যে সফর শুরু হতে চলেছে। সূত্রের খবর, সেই সফরে সাদা পোশাকে দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর যাত্রা শুরু করছে ভারতীয় দল। তাই নতুন মুখকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার কথা ভাবছে বিসিসিআই। সেক্ষেত্রে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার পথেও হাঁটতে পারে তারা। হার্দিকের টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। আর তাঁর বয়সও তিরিশের কোটায়। ফলে বঢোদরার অলরাউন্ডারকে ফেরানোর ভাবনা রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। 


২০১৮ সালে ইংল্যান্ড সফরে শেষবার টেস্ট খেলেছিলেন হার্দিক। এরপর থেকে চোট আঘাত সমস্যায় ভুগে ক্রিকেটের দীর্ঘ ফর্ম্যাটের থেকে হারিয়ে গিয়েছিলেন। কিন্তু সম্প্রতি ব্যাট-বলে সীমিত ওভারে ক্রিকেটে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন হার্দিক জাতীয় দলের। এমনকী অধিনায়ক হিসেবেও সাফল্য পেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, ''হার্দিককে নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা রয়েছে। কিন্তু দিনের শেষে হার্দিককেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে টেস্টে ফেরার বিষয়ে। ও আদৌ ক্রিকেটের তিন ফর্ম্যাটে খেলতে পারবে কি না। সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হার্দিক।''


আগামী সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হতে পারে। শিবসুন্দর দাসের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি দল বেছে নেবে। তবে চেতেশ্বর পূজারার ফর্ম কিছুটা চিন্তার বিষয় রয়েছে। টিম ম্যানেজমেন্টও ভাবনা চিন্তা করছে পূজারাকে বিশ্রাম নেওয়ার ব্যাপারে। ৩৫ বছর বয়স পূজারার। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অজিদের বিরুদ্ধেও ব্যর্থ হয়েছেন। এই পরিস্থিতিতে আদৌ আর কতদিন পূজারাকে নিয়ে ভাবা হবে, তা আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেও সরফরাজ খান জাতীয় দলে সুযোগ পাননি এখনও। সূত্রের খবর, ক্যারিবিয়ান সফরেই সরফরাজকে সুযোগ দেওয়া হতে পারে। গত ১২ মাসে একটি সেঞ্চুরি ও ৩টি অর্ধশতরান হাঁকিয়েছেন ১৪ ইনিংসে। গড় ৪০.১৬।