গ্রহণ নিয়ে নানা মানুষের নানা সংস্কার। অনেক জ্যোতিষীর মতে, সূর্যগ্রহণের নানা খারাপ প্রভাব ভোগ করে মানুষ। তবে এর প্রভাব কার উপর কেমন, তা অনেকটাই নির্ভর করে ওই ব্যক্তির গ্রহ নক্ষত্রের উপর। অনেকেরই ধারণা, গ্রহণ দিয়ে পিতৃপক্ষের শেষ হওয়াটা শুভ নয়। মহালয়া তিথিতেই বছরের শেষ সূর্যগ্রহণ ।  ২ অক্টোবর ভারতীয় সময় রাত ৯.১৩ থেকে রাত ৩ টে ১৭ পর্যন্ত সূর্যগ্রহণ চলবে। যেহেতু রাতেই সূর্যগ্রহণ, তাই ভারত থেকে তা নজরে আসবে না। তবে রাশিচক্রের উপর প্রভাব পড়বেই।  


মিথুন রাশির জাতকদের উপর সূর্যগ্রহণের অশুভ প্রভাব দেখা যেতে পারে কয়েকটি ক্ষেত্রে। তবে সব প্রভাবই খারাপ এমন তো হয় না। স্বাস্থ্য সম্পর্কে অসতর্ক হবেন না। গ্রহণের পরপরই  স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। এই সময়ে ভুল করেও বিনিয়োগ করবেন না। আর্থিক ক্ষতির হয়ে যেতে পারে ভুল সিদ্ধান্ত নিলে। সম্পর্কের মধ্যে অশান্তি হতে পারে। আপনার কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখুন।


সূর্যগ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে উত্তেজনা দেখা দিতে পারে, । প্রতারণার ঘটনা ঘটতে পারে এই রাশির জাতকদের সঙ্গে। শুধু আর্থিকভাবে নয়, মানসিকভাবেও গভীর প্রভাব ফেলতে পারে । তাই কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। একটু বুঝেশুনে কথা বলুন। সবাইকে খুশি করে চলার দায় আপনার নয় !    


এছাড়া  মীন রাশির মানুষদের উপরই সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব পড়তে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পরিবেশ থাকবে। ধৈর্য ধরুন যাতে বিবাদ বাড়তে না পারে। এসময় বিনিময় বা বড় পরিমাণে টাকা বিনিময় করবেন না। ঋণ বাড়তে পারে। ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে।             


বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ এটি। কোনও কোনও ক্ষেত্রে এই গ্রহম মেষ রাশির জাতকদের জন্য শুভ ফল বয়ে আনলেও, অশুভ প্রমাণিত হতে পারে কয়েকটি ক্ষেত্রে।   চাকরি করছেন যাঁরা, তাঁদের মানসিক চাপ বাড়তে পারে। রাগ নিয়ন্ত্রণ করা উচিত, অন্যথায় চাকরি যেতে পারে। সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। আপনার দায়িত্ব তা বাড়তে না দেওয়া। পরিবারে অসুস্থতার আশঙ্কা দেখা দেবে। স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন।             


সমস্ত রাশি-চিহ্ন যাদের জন্য বছরের দ্বিতীয় গ্রহণ সমস্যা নিয়ে আসতে পারে, তাদের গ্রহণের সময় ভগবান শিবের মন্ত্র জপ করা উচিত। আপনার চিন্তাভাবনা ইতিবাচক রাখুন এবং সূর্য দেবতার পুজোও করুন। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। 
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।