প্রকাশ সিনহা, কলকাতা  : নারকো অ্যানালিসিস। অতি ঘোরেল অভিযুক্তের পেট থেকেও কথা বের করে আনতে পারে এই টেস্ট। কোনও রকম শারীরিক যন্ত্রণা ছাড়াই। মুম্বই জঙ্গি হানা থেকে বড়-বড় অপরাধের ঘটনায় তদন্তকারীদের হাতিয়ার হয়  নারকো অ্যানালিসিস টেস্ট। এবার কি আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের পেট থেকে কথা বের করতে ব্রহ্মাস্ত্র হবে নারকো অ্যানালিসিস টেস্ট ? 


আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে সোমবার ফের শিয়ালদা আদালতে তোলা হবে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নারকো অ্যানালিসিস ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট করানোর আবেদন আগেই জানিয়েছে সিবিআই। এবার সেই সংক্রান্ত বিষয়ই উঠে আসতে চলেছে শুনানিতে। 


দু’জনের সম্মতি রয়েছে কি না, তা নিয়ে আদালতে শুনানি হবে। গত কয়েকদিনে তদন্তে আর কী তথ্য সামনে এসেছে, তা আদালতে পেশ করবে সিবিআই। এর আগের শুনানিতে সিবিআই দাবি করে, চিকিৎসককে ধর্ষণ-খুনে তথ্য লোপাটের ছক কষা হয় টালা থানায় বসেই। অন্যদিকে, আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় মেডিক্যাল সরঞ্জাম সাপ্লায়ার বিপ্লব সিংহর জামিন আবেদনের শুনানি হবে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিপ্লব হাসপাতালের দুর্নীতি চক্রে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন বলে সিবিআইয়ের দাবি। 


প্রাক্তন এক কেন্দ্রীয় গোয়েন্দা কর্তা সূত্রে খবর, মানুষের মনে দুটি স্তর থাক। একটি, সচেতন মন, অপরটি অবচেতন মন। যখন মানুষ সচেতন মনে থাকে, তখন সে চাইলে অনেক কিছুই লুকিয়ে যেতে পারে। কিন্তু সেটা অবচেতন মনে থেকে যায়। নারকো-অ্যানালিসিস টেস্ট করালে সেটা গোপন রাখা যায় না। এক্ষেত্রে বেশ কয়েকটি ওষুধ ইনজেক্ট করা হয়, যার ফলে সচেতন মন কাজ করে না, বরং অবচেতন মনে যা আছে বেরিয়ে আসে।  সেই অবস্থায় তাকে প্রশ্ন করা হয় ও উত্তর রেকর্ড করা হয়।  


অন্যদিকে সোমবারই শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি হবে । প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে দিনের দ্বিতীয়ার্ধে সুপ্রিম কোর্টে আর জি কর কাণ্ডের মামলার শুনানি হবে। এর আগের শুনানি হয়েছে গত ১৭ সেপ্টেম্বর। সেই শুনানিতে,আর জি কর মামলায় সুপ্রিম কোর্টের কাছেও বারবার নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। 


আরও পড়ুন: Rupa Bhattacharya: লাগাতার ধর্ষণের হুমকি, এবিপি আনন্দের খবরের জেরে অবশেষে রূপা ভট্টাচার্যের FIR নিল পুলিশ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।