কলকাতা : সিংহ রাশিতে মঙ্গলের গমন অনেক রাশির জন্য অশুভ হতে চলেছে। এমনই বলছে জ্যোতিষশাস্ত্র। এই সময়ে, এই রাশিগুলি বিরূপভাবে প্রভাবিত হতে পারে। জেনে নিন জুলাই মাসে মঙ্গল গমনের কারণে কোন রাশির জাতকরা বিপদে পড়তে পারেন।


মেষ- মঙ্গলের গমন মেষ রাশির জাতকদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। তাই এই সময়ে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন, অন্যথা দুর্ঘটনা ঘটতে পারে। মঙ্গল গ্রহের প্রভাবে আপনার ব্যক্তিগত জীবনেও বিপদ নেমে আসতে পারে।


কর্কট- এই রাশির জন্য মঙ্গল গ্রহের যাত্রা শুভ বলা যাবে না। এই সময়ে, নিজের কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন এবং বিতর্ক থেকে দূরে থাকুন। যে কোনও ধরনের বিতর্কে জড়ানো আপনার পক্ষে সমস্যাবহুল হয়ে উঠতে পারে।


কন্যা- এই রাশির জাতকদের উপরও মঙ্গল গমনের বিরূপ প্রভাব পড়বে। এই সময়ে আপনার আর্থিক অবস্থার কিছুটা অবনতি হতে পারে। তাই খুব ভেবেচিন্তে টাকা খরচ করুন। তবে খরচও বাড়বে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও হতে পারে। মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন।


মকর- মঙ্গল গ্রহের ট্রানজিটের প্রভাব মকর রাশির জন্যও মানসিক চাপ বৃদ্ধি করবে। এই সময়ে ব্যয় বৃদ্ধি পাবে এবং শারীরিক কষ্টেরও সম্মুখীন হতে হবে।


মীন- মঙ্গল গমন মীন রাশির জাতকদের জন্য অশুভ প্রমাণিত হবে। তবে সমন্বয় করে চললে খুব একটা ঝামেলা হবে না। যে কোনও কাজে সাফল্য পেতে হলে এই সময়ে আপনাকে আরও পরিশ্রম করতে হবে।


প্রসঙ্গত, জুলাই মাসের প্রথম ট্রানজিট হবে ১ জুলাই। এই দিনে মঙ্গল গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে। এর পরে ৭ জুলাই, শুক্র গ্রহও সিংহ রাশিতে প্রবেশ করবে এবং ৮ জুলাই বুধ চন্দ্রের রাশিতে প্রবেশ করবে। এই ধরনের গ্রহের ট্রানজিট সমস্ত রাশিকে প্রভাবিত করে। ৫টি রাশির জাতক জাতিকারা এর জেরে ভাল ফল পাবেন। যার ফলে জুলাই মাস তাঁদের জন্য বিশেষ হবে। এই তালিকায় রয়েছে- মেষ রাশি, বৃষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি ও কুম্ভ রাশি।


ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial