সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই লাাগাতার অশান্তি। এবার ভোট প্রক্রিয়া বন্ধের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। রাজ্যে জরুরি অবস্থা জারির জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি। অন্যদিকে, রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরও এক আইনজীবী।                                             



পঞ্চায়েত ভোট হতে এখনও ২ সপ্তাহ বাকি। এরইমধ্যে, রাজ্যে গত ১৬ দিনে, রাজনৈতিক সন্ত্রাসের বলি হয়েছে ১০-১০টা প্রাণ। ভাঙড় থেকে ভেটাগুড়ি, ক্যানিং থেকে রানিনগর, রাজ্যের বিভিন্ন প্রান্তে মুড়ি-মুড়কির মতো বোমাবাজি হচ্ছে। প্রতিদিনই উদ্ধার হচ্ছে শয়ে শয়ে তাজা বোমা। সেই সঙ্গে গুলি লাঠি-রড হাতে দুষ্কৃতীদের অবাধ দাপাদাপি... হামলা...রক্তারক্তি...খুনোখুনি... আগুন।                                                           


এই পরিস্থিতিতে, নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করার দাবিতে, সোমবার হাইকোর্টের দ্বারস্থ হলেন, শ্রীধরচন্দ্র বাগাড়িয়া নামে এক আইনজীবী। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণের পাশাপাশি, রাজ্যে জরুরি অবস্থা জারির জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। 


আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী শুক্রবার শুনানির সম্ভাবনা। অন্যদিকে, এদিনই রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চেয়েছেন নবেন্দু বন্দ্যোপাধ্যায় নামে এক আইনজীবী। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি।                                                                                 


সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই কমিশনারের নিয়োগ-চ্যালেঞ্জ সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা। 


আরও পড়ুন, পতাকা লাগানো নিয়ে বচসা, মেরে বিজেপি কর্মীর চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন