Budh Rahu Yuti:  জ্যোতিষশাস্ত্রে বুধকে অত্যন্ত শুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। বুধ গ্রহ বুদ্ধি,অর্থ,ব্যবসা, যোগাযোগের কারক। বুধ সহায় হলে জাতকের বাগ্মিতা নজর কাড়ে। কর্মজীবনে বিশেষ উত্থান হয়। একই সঙ্গে রাহু তুষ্ট থাকলে বৈষয়িক সুবিধা ও সাংসারিক সুখ লাভ হতে পারে। রাহু শুভ হলে সেই জাতক জনপ্রিয় হয়ে ওঠেন। অনেকের মাঝে নজর কাড়েন।  রাহু বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে।


৯ এপ্রিল অর্থাৎ আজ রাত ১০:০৬ টায়, বুধ মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। রাহু ইতিমধ্যেই সেখানে উপস্থিত। এইভাবে মীন রাশিতে বুধ ও রাহুর মিলন ঘটতে চলেছে। বুধ ও রাহুর সহাবস্থানের জন্য কয়েকটি রাশি সুখ ও সমৃদ্ধি পেতে চলেছে। 


কর্কট রাশি 
কর্কট রাশির জাতক জাতিকারা বুধ এবং রাহুর সহাবস্থানে বেশ উপকৃত হতে পারেন। এই সংযোগে, এই রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। পরিবারের সদস্যদের  সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। এই রাশির জাতক জাতিকারা যে কোনও ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে অংশ নিতে পারেন। কর্কট রাশির জাতক জাতিকাদের বিদেশ ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও থাকবে। এই রাশির জাতকরা ভাগ্যবান হবেন। কর্মজীবনে অনেক উন্নতি করবেন। কর্কট রাশির জাতক জাতিকারা কোথাও থেকে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন।


ধনু রাশি 
রাহু ও বুধের সংযোগে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য শুভ দিন শুরু হবে। রাহু-বুধের সংযোগ ঘটবে এই রাশির জাতকের চতুর্থ ঘরে। রাহুর কৃপায় জাতকের জীবনে সব রকম বৈষয়িক সুখ আসবে। জীবনে সব ধরনের আরাম ও সুযোগ-সুবিধা পাবেন তাঁরা। চাকরিজীবী  হলে এই রাশির জাতকদের জন্য এই সংযোগটি উপকারী হতে চলেছে। এই রাশির জাতকরা তাদের পরিশ্রমের ফল পাবেন।  পদোন্নতি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।  বেতন বৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হবেন।


কুম্ভ রাশি
রাহু ও বুধের মিলন ঘটবে কুম্ভ রাশির সম্পদের ঘরে। এই সংযোগটি আপনার জন্য খুব শুভ হতে চলেছে। এই রাশির জাতকদের অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে। এই সংযোগ ব্যবসায়ীদের জন্যও সৌভাগ্যের হতে চলেছে। পেশাগত ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবেন।  কম টাকায় নতুন গাড়ি বা নতুন সম্পত্তি কিনতে সক্ষম হতে পারেন। এই রাশির জাতকরা , তাঁদের ব্যক্তিত্ব দিয়ে মানুষকে প্রভাবিত করতে সক্ষম হবেন। সমস্ত মুলতুবি কাজ শীঘ্রই সম্পন্ন হতে চলেছে। কুম্ভ রাশির জাতকরা সমাজে সম্মান পাবেন। 


ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।


আরও পড়ুন - Poila Boisakh 2024: পয়লা বৈশাখের আগে চৈত্রেই ঘর সাফ করা জরুরি, কী কী না করলেই নয় ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।