কলকাতা: পয়লা বৈশাখের (Poila Boisakh) আগে চৈত্র সংক্রান্তির দিন ঘরদোর সাফসুতরো করার রীতি রয়েছে অনেক বাড়িতে। ঘরদোর সাফ করার সময় কয়েকটি বিষয়ের দিকে খেয়াল রাখুন। তাহলে ঘরের ভোল বদলে ফেলা যায়। এমনকি ঘরের চেহারাও অন্যরকম করে ফেলা যেতে পারে। পয়লা বৈশাখের (Poila Boisakh 2024) দিন ঘরের চেহারা পুরো অন্যরকম লাগবে তাহলে। চৈত্র সংক্রান্তির আগের দিন অনেকে নীলপুজো করেন। চড়ক পুজোর আগে তাই ঘরদোর সাফ না করলেই নয়। 


পয়লা বৈশাখের আগে ঘরদোর সাফ করবেন কীভাবে ?


প্রথমেই পরিকল্পনা -  কীভাবে ঘরদোর সাফ করবেন, তা আগে থেকে ভাবা থাকলে কাজ হয় দ্রুত। খুব বেশি নয়, এই পরিকল্পনা করতে মোটে ১০-১৫ মিনিট সময় লাগে। কিন্তু এটিই সবচেয়ে বেশি জরুরি। কোন ঘরের কী সাফ করবেন, কী সরাবেন, কবে কোন ঘরের কাজ সেরে ফেলবেন — এই তিনটে পরিকল্পনা সেরে ফেলুন। এর পর শুরু করুন ঘরদোর সাফ করার কাজ।


পরিষ্কারের পাশাপাশি ডিসইনফেক্ট্য়ান্ট -  ঘরদোর পরিষ্কার করার (Home Cleaning Tips) পাশাপাশি ডিসইনফেক্ট্য়ান্ট ব্যবহার করুন। ঘরে পোকামাকড়, আরশোলা, ইঁদুরের উৎপাত ? এখনও মোক্ষম সময়। ঘরের কোনায় কোনায় রাসায়নিক ছড়িয়ে দিতে পারেন। এছাড়া, ওদের ডেরাতেও রাসায়নিক দিতে পারেন।


ছিঁড়ে যাওয়া অব্য়বহৃত জিনিস - ছিঁড়ে যাওয়া বা অব্যবহৃত জিনিস আমাদের প্রত্যেকের বাড়িতেই কমবেশি থাকে। এই জিনিসগুলিকে চৈত্র মাসেই (Chaitra Sankranti 2024) বিদায় করা জরুরি। চৈত্র মাসে যা কিছু অপ্রয়োজনীয় তাকে বিদায় জানাতে হয়। অন্যদিকে ছিঁড়ে যাওয়া এমন জিনিসও ঘরে রাখা মঙ্গলজনক নয়। তাই সেই সব জিনিসকেও একে একে বিদায় জানানো জরুরি বলে জানাচ্ছে আমাদের হিন্দুশাস্ত্র।


ধুলোবালি পরিষ্কার - বাড়ি ঘরদোর সাফ করার সময় ধুলোবালির দিকে খেয়াল রাখা জরুরি। শুধু মেঝের ধুলো নয়, বাড়ির দেওয়ালসহ নানা প্রান্তে নানা ধুলো জমে। পাশাপাশি জমে মাকড়সার জাল। এই সবই সাফ করা জরুরি। সেই ধুলোও সাফ করতে হবে। কারণ চৈত্র মাস (Chaitra Sankranti) ঘরদোর ময়লা থাকা শোভনীয় নয়। শাস্ত্রমতে, অনুচিতও বটে।


ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগের আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আরও পড়ুন - Poila Boisakh 2024: পয়লা বৈশাখের প্রারম্ভক্ষণ ১৪ না ১৫ এপ্রিল ? কবে শুরু নববর্ষ ১৪৩১ ?