১১অগাস্ট পর্যন্ত বক্রী বুধ। এই সময়ে অনেক রাশির উপরই বুধের প্রতিকূল প্রভাবে মানসিক ভুল বোঝাবুঝি বাড়বে! ১৮ জুলাই, ২০২৫ সকাল ১০:৩৩ থেকে ১১ আগস্ট দুপুর ১২:৫৯ পর্যন্ত, বুধ কর্কট রাশিতে প্রতিগামী রয়েছে। এর অর্থ হল , কোনও কোনও রাশির ক্ষেত্রেযোগাযোগ, চিন্তাভাবনা, সিদ্ধান্ত এবং সম্পর্কের ক্ষেত্রে আরও বিভ্রান্তি দেখা দেবে। সমাধান হিসেবে, গণেশ পুজা করা, সবুজ পোশাক পরা এবং যোগাযোগের ক্ষেত্রে ধৈর্য অবলম্বন করা প্রয়োজন।
কর্কট রাশিতে বুধের বিপরীতমুখী হওয়ার ফলে কোনও কোনও রাশির ক্ষেত্রে অতীতের সম্পর্ক খারাপ ভাবে ফিরতে পারে। কাজ অসমাপ্ত থাকতে পারে। ভুল বোঝাবুঝি ভোগাতে পারে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হ্রাস পাবে।
মেষ রাশিমানুষ আপনার কথা বিকৃত করতে পারে। তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখাবেন না।
বৃষ রাশিচাপা আবেগ প্রকাশ পেতে পারে। আপনার হৃদয়ের অনুভূতি শেয়ার করুন, সেগুলো ভেতরে চেপে রাখবেন না।
মিথুন রাশিবন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। পুরনো বন্ধুদের সাথে দেখা করতে পারেন। পুরনো ভুলে ক্ষমা চাইতে পারেন।
কর্কট রাশি নিজের উপর আস্থা হারাবেন। আর্থিক অসুবিধা হতে পারে। এ সময় বিনিয়োগ, ঋণ এড়িয়ে চলুন।
সিংহ রাশি পুরনো ধারণাগুলি ভুল প্রমাণ হতে পারে। নতুন কিছু শিখুন। একটি নতুন পদ্ধতি গ্রহণ করুন। অসম্পূর্ণ সম্পর্কগুলি আবার মাথাচাড়া দিতে পারে। কথা বলার সময় ধৈর্য ধরুন
তুলা রাশিসম্পর্কের মধ্যে দ্বন্দ্ব আসতেই পারে। কথাবার্তায় ভুল হতে পারে। কোনও কিছুর প্রতিক্রিয়া দেখাতে গিয়ে হঠকারিতা করবেন না। হনুমান চালিসা পাঠ করুন।
বৃশ্চিক রাশিস্বাস্থ্যের অবনতি হতে পারে। অলসতার জন্য সময় নষ্ট হবে।
ধনু রাশি আবেগের বশে কিছু করবেন না। কোনও ছোট মেয়েকে একটি কলম এবং কাগজ দান করুন।
মকর রাশিপারিবারিক বিষয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। তর্ক এড়িয়ে চলুন। ঝগড়া থামাতে মধ্যস্থতা করুন।
কুম্ভ রাশিসম্পর্কের ক্ষেত্রে পুরনো সমস্যাগুলি আবার দেখা দেবে। রাগের মাথায় কিছু বলে ফেলবেন না।
মীন রাশিখরচ হঠাৎ বেড়ে যেতে পারে। আপনার বাজেট নিয়ন্ত্রণ করুন। অহেতুক খরচ করবেন না।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।