সম্প্রতি মায়ানমারের বড় অংশ তছনছ করেছে ভূমিকম্প। ভয়াবহ পরিণাম দেখেছে ব্যাংককও। ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৭। সোশ্য়াল মিডিয়ায় দাবি , এই ভয়াবহ ভূমিকম্পের পূর্বাভাস করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা। বুলগেরিয়ার ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী যথেষ্ট আলোচিত একটি বিষয় । কিন্তু জানেন কী, বুলগেরিয়ার বাবা ভাঙ্গা এই ২০২৫ সাল নিয়ে এমন আরও কতগুলি ভবিশ্যদ্বাণী করে গিয়েছেন, যা আরও ভয়ঙ্কর হতে পারে।
বাবা ভাঙ্গা একজন মহিলা। তিনি দৃষ্টিহীন ছিলেন। দাবি করা হয়, তিনি ভবিষ্যৎ দেখতে পেতেন হুবহু। তাঁর রহস্যময় ভবিষ্যদ্বাণী অনেকগুলিই নাকি সত্য প্রমাণিত হয়েছে। কিন্তু বাবা ভাঙ্গা ২০২৫ সাল সম্পর্কে এমন কী বলেছেন, যা একটি মহাদেশকে চিন্তায় ফেলতে পারে!
ভয়ঙ্কর পূর্বাভাস
যাঁরা এই সব ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস করেন, তাঁদের অনেকেই ইউরোপের বাসিন্দা। তাঁরা এখন খুবই চিন্তায়। ভবিষ্যদ্বাণী অনুসারে, একটি প্রাচীন মহাদেশ অদৃশ্য হয়ে যাবে। পৃথিবীর শেষ শুরু হবে ২০২৫ সালে। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুসারে, ৫০৭৯ সালে এমন একটি প্রাকৃতিক দুর্যোগ আসবে যা বিশ্বকে ধ্বংস করে দেবে। কিন্তু ২০২৫ সাল হবে পৃথিবীর ধ্বংসের সূচনাকারী বছর। এই বছর ইউরোপে এক ভয়াবহ সংঘাত শুরু হবে, যার ফলে মহাদেশের জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পাবে। ইউরোপ সহ সমগ্র বিশ্ব এই ভবিষ্যদ্বাণীতে ভীত।
২০২৫ সালে একটি পুরনো মহাদেশ অদৃশ্য হয়ে যাবে! এমনটাই নাকি বাবা ভাঙ্গা বলে গিয়েছিলেন। সত্যাসত্য জানা যায় না। তবে তাঁর এই সব পূর্বাভাস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আসলে, ইউরোপকে সবচেয়ে প্রাচীন মহাদেশ বলা হয়। কারণ গ্রীক এবং রোমান সভ্যতার মতো অনেক প্রাচীন সভ্যতা এখানেই গড়ে উঠেছিল। তাহলে কি বাবা ভাঙ্গার সতর্কবার্তা ইউরোপের জন্যই ? তাঁর ভবিষ্যদ্বাণী অনুসারে, পৃথিবীর সবচেয়ে প্রাচীন মহাদেশে একটি ভয়াবহ সংঘাত দেখা দেবে। এর পরে মহাদেশের জনসংখ্যা হ্রাস পাবে। বাবা ভাঙ্গার মতে, ২০২৫ সালে ইউরোপের সংঘাত পৃথিবীর জনসংখ্যার উপর যথেষ্ট প্রভাব ফেলবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।