বাবা ভাঙ্গা এমন একজন ভবিষ্যৎদ্রষ্টা, যাঁকে নিয়ে ক্রমাগত চলে আলোচনা। এই বুলগেরিয়ান মহিলা এমন অনেক কিছুই হেঁয়ালির কায়দায় বলে গিয়েছেন, যা ভবিষ্যতে মিলে গিয়েছে হুবহু। সে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলাই হোক বা সুনামি, অনেক কিছুই মিলে গিয়েছে। এখনও তাঁর ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা হয়। বাবা ভাঙ্গা মারা গিয়েছিলেন ১৯৯৬ সালে। কিন্তু তিনি মৃত্যুর আগেই বেশ কয়েকটি বিষয় নিয়ে ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। অনেকের দাবি,  তাঁর বেশিরভাগ ভবিষ্যদ্বাণীই সত্য প্রমাণিত হয়েছে। চেরনোবিল বিপর্যয় থেকে শুরু করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পর্যন্ত, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীগুলি বিশ্বজুড়ে  তার বিষয়ে  আগ্রহের জন্ম  দিয়েছে। বাবা ভাঙ্গা নাকি, ২০২৫ সাল সম্পর্কে ভয়ঙ্কর কিছু কথা বলে গিয়েছেন।  বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী যদি সত্যি হয়, তবে এই বছরটা নিঃসন্দেহে আতঙ্কের। তাঁর ভবিষ্যৎবাণী বলছে, এই বছরেই  ভূমিকম্প এবং সুনামি আসবে। মায়ানমারের ভয়ঙ্কর ভূমিকম্প তো ঘটেই গিয়েছে। এখন আতঙ্ক বাড়ছে সুনামি নিয়ে। বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুসারে, এই বছরে বিশ্বযুদ্ধ পর্যন্ত হতে পারে।

বাবা ভাঙ্গা নাকি ২০২৫ সালকে ট্র্যাজেডির বছর হিসেবে ঘোষণা করেছিলেন । রিপোর্ট বলছে, বাবা ভাঙ্গা ২০২৫ সালের জন্য ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, এই বছর জলবায়ু পরিবর্তন ইউরোপের সবচেয়ে বেশি মানুষকে প্রভাবিত করবে। এছাড়াও নাকি বাবা ভাঙ্গা বলে গিয়েছিলেন, ২০২৫ সাল থেকে হিন্দু ধর্মের উত্থান হতে পারে।  বাবা ভাঙ্গার মতে, দক্ষিণ ভারতের একজন নেতা বিশ্বমঞ্চে হঠাৎ জয়প্রিয় হয়ে উঠবেন। এছাড়াও,বাবা ভাঙ্গার মতে,রাশিয়ার মতো একটি শক্তিশালী দেশে হিন্দু ধর্ম শক্তিশালী হবে। হবে হ্যাঁ, তিনি কোনও দেশের নাম বলেননি, তাঁর ভবিষ্যদ্বাণী সম্ভবত সমগ্র বিশ্বের জন্য ছিল।                              

বাবা  ভাঙ্গার কথা  সত্য প্রমাণিত হয়েছে একাধিকবার। বাবা ভাঙ্গার মতে, বিশ্বকে এই বছর একটি কঠিন বছরের মুখোমুখি হবে। হতে পারে তা  একটি অর্থনৈতিক পতন। ২০২৫ সালে একটি বড় অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। এটা যুদ্ধের পরিণতি হতে পারে।          ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।