পটনা: নির্বাচনী প্রচারে বেরিয়ে আহত ভোটকুশলী তথা ‘জন সুরজ পার্টি’র প্রধান প্রশান্ত কিশোর। পথসভা চলাকালীন একটি গাড়ি সটান ধাক্কা মারে তাঁকে। তাতেই গুরুতর আহত হয়েছেন প্রশান্ত। তাঁর পাঁজরে চোট লেগেছে বলে জানা যাচ্ছে। গাড়ি ধাক্কা মারার পরই যন্ত্রণায় ককিয়ে ওঠেন প্রশান্ত। সঙ্গ সঙ্গে মঞ্চের একদিকে তুলে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকে চিকিৎসার জন্য পটনা নিয়ে যাওয়া হয়। (Prashant Kishor)
শুক্রবার বিহারের আরায় 'বদলাভ সভা' (পরিবর্তনের ডাক দিয়ে সভা) করছিলেন প্রশান্ত। ওই সভার পাশাপাশি পথসভাও করেন তিনি। ভিড়ের মধ্যে দিয়ে ধাক্কাধাক্কি শুরু হলেও তিনি হেঁটে এগিয়ে যান, সকলের সঙ্গে আলাপচারিতা সারেন। প্রশান্ত যখন হেঁটে যাচ্ছিলেন, সেই সময় একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। যন্ত্রণায় ককিয়ে ওঠেন তিনি। দলের নেতা-কর্মীরা কোনও রকমে তাঁকে ধরে মঞ্চে নিয়ে গিয়ে বসান। সেখানে বুকে ব্যথা হচ্ছে বলে জানান প্রশান্ত। (Bihar Assembly Election 2025)
এর পরই প্রশান্তকে নিয়ে পটনা রওনা দেয় একটি গাড়ি। গাড়িতে একেবারে বিধ্বস্ত অবস্থায় দেখা যায় তাঁকে। এর পর হাসপাতাল থেকে যে ছবি ও ভিডিও সামনে আসে, তাতে দেখা যায়, ঠিক মতো হাঁটতেও পারছেন না তিনি। দুই দিক থেকে লোকজন ধরে রয়েছেন তাঁকে। প্রশান্ত এখন কেমন আছেন, তা নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানায়নি তাঁর দল। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে অনুরাগীরা। তবে মেডিভার্সাল হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে গাড়ির দরজা সটান পাঁজরে আঘাত করে। প্রশান্ত পাঁজরের সফ্ট টিস্যুতে আঘাত পেয়েছেন। হাড়ে চোট লাগেনি। ওঁর বিশ্রাম দরকার।
ভোটকুশলীর ভূমিকা ছেড়ে রাজনীতির মঞ্চে অবতীর্ণ হয়েছেন প্রশান্ত। নিজের রাজ্য বিহারকেই পাখির চোখ করে এগোচ্ছেন তিনি। বিহারকে দারিদ্রমুক্ত করার পণ নিয়েছেন তিনি। সেই লক্ষ্যে গোটা রাজ্য পায়ে হেঁটে ঘুরেওছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে ২৪৩টি আসনেই প্রার্থী দাঁড় করানোর ঘোষণাও করেছেন ইতিমধ্যে। বিভিন্ন ক্ষেত্রের গুণী ও শিক্ষিত লোকজন তাঁর দলে নাম লেখাতে শুরু করেছেন। সভা-মিছিল থেকে বেশ ভাল সাড়াও পেতে শুরু করেছে তাঁর দল। ফলে বিহারের আগামী নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে বলে মত বিশেষজ্ঞদের, যার একদিকে সংযুক্ত জনতা দল ও বিজেপি-র জোট, অন্য দিকে, রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস ও বামেদের জোট, আর তৃতীয় পক্ষ হিসেবে উঠে আসছে প্রশান্তর জন সুরাজ দল।