বছর শেষ হতে বাকি আর মাত্র কয়েকটা দিনই। ২০২৬-কে স্বাগত জানাতে মুখিয়ে আছেন প্রত্যেকেই। আসলে নতুন বছর নিয়ে সব সময়ই নানা প্রত্যাশা থাকে। আর প্রতি বছরই এমন সময়ে আলোচনায় উঠে আসে ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার বক্তব্য, যা একেবারেই মুখে মুখে চর্চিত। এর কোনও নথি নেই। তবে তার অনুগামীদের মতে, বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীগুলি নাকি অব্যর্থ। জানেন কি, তিনি ঠিক কী বলে গিয়েছিলেন ২০২৬ ও সমকালীন সময় নিয়ে? আবারও তা উঠে এসেছে চর্চায়।
বুলগেরিয়ার বিখ্যাত ভবিষ্যৎবক্তা বাবা ভাঙ্গার (Baba Vanga) ভবিষ্যদ্বাণীগুলি নিয়ে প্রতি বছরই বেশ চর্চায় থাকে। বলা হয়, তাঁর অনেক ভবিষ্যদ্বাণীই সত্যি প্রমাণিত হয়েছে। ২০২৬ সাল নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী শুনে মানুষের মনে ভয় সঞ্চার হবেই। কী বলেছেন তিনি। ২০২৬ সাল জুড়ে চলবে প্রাকৃতিক দুর্যোগ। বিশ্বব্যাপী সংঘাতে ব্যতিব্যস্ত হবে মানুষ। অর্থনৈতিক সংকট গ্রাস করতে পারে বিশ্বকে। ভবিষ্যদ্বাণী অনুসারে, ২০২৬ সালে বিশ্বে এমন সংকট আসতে পারে যার ফলে চরম অভাবে পড়তে পারে মানুষ।
২০২৬ সালে কি অর্থনৈতিক বিপর্যয় আসবে?
ল্যাডবাইবেল-এর প্রতিবেদন অনুসারে, বাবা ভাঙ্গা ২০২৬-এ বিশ্বব্যাপী সংকটের ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর মতে ২০২৬ সালে ডিজিটাল (ভার্চুয়াল) এবং ফিজিক্যাল (হার্ড) উভয় প্রকার কারেন্সিই ভেঙে পড়তে পারে। একে ক্যাশ ক্র্যাশ বা অর্থনৈতিক মন্দার নামও দেওয়া হচ্ছে। যদি এই ভবিষ্যদ্বাণী সত্যি হয়, তবে বিশেষজ্ঞরা মনে করছেন ২০২৬ সালে বিশ্বব্যাপী মন্দা (Global Recession) দেখা দিতে পারে। এর ফলে ব্যাংকিং ক্ষেত্রে সঙ্কট দেখা যাবে। এছাড়া আরও অনেক সংকটের শুরু হবে। মুদ্রাস্ফীতি, উচ্চ সুদের হার এবং প্রযুক্তি শিল্পে অস্থিরতাও দেখা দিতে পারে। পাশাপাশি সোনার দামও আকাশছোঁয়া হতে পারে।
Disclaimer: এখানে দেওয়া তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে তৈরি। এখানে এটা উল্লেখ করা জরুরি যে ABPLive.com কোনো ধরনের বিশ্বাস বা তথ্যের নিশ্চয়তা দেয় না। কোনো তথ্য বা বিশ্বাসকে কাজে লাগানোর আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।