শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : একজন আছেন, কিন্তু 'নেই'। আরেকজন জীবিত নেই, কিন্তু ভোটার তালিকায় দিব্যি আছেন। কোচবিহারের নাটাবাড়িতে খসড়া ভোটার তালিকায় আজব কাণ্ড! এই ঘটনায় কোনও মন্তব্য করতে চাননি BLO। কিন্তু থেমে নেই রাজনৈতিক তরজা। সশরীরে এলাকায় রয়েছেন, অথচ তালিকায় নিখোঁজ! কোথাও আবার জলজ্যান্ত ভোটারই মৃত! খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই এমন নানা গরমিল সামনে আসছে! এবার কোচবিহারের নাটাবাড়িতেও ভোটার তালিকায় আজব কাণ্ড! সেখানে মৃতের নাম জ্বলজ্বল করছে খসড়া ভোটার তালিকায়, আর জীবিত ভোটার রাতারাতি 'ভূত' হয়ে গিয়েছেন।
আরও পড়ুন, SIR আবহে উদ্বেগ বাড়ছে মতুয়াদের, অনেকেরই নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায় ! 'গলার কাঁটা হয়ে আছি..'
খসড়া ভোটার তালিকায় 'মৃত', আলিমন বেওয়া : নোটিসে কী গন্ডগোল হয়েছে। প্রশ্ন: কে মারা গেছেন?খসড়া ভোটার তালিকায় 'মৃত', আলিমন বেওয়া : মারা গেছে আমার বোন। ওর নাম আলিজন বেওয়া। প্রশ্ন: আপনার নাম?খসড়া ভোটার তালিকায় 'মৃত', আলিমন বেওয়া : আলিমন বেওয়া। নাটাবাড়ির ২০৪ নম্বর বুথ এলাকার বাসিন্দা আলিমন বেওয়া। সম্প্রতি তাঁর বোন আলিজন বেওয়ার মৃত্যু হয়েছে। কিন্তু খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে মৃত আলিজনের। আর জলজ্যান্ত আলিমন বেওয়াকে মৃত বলে দেখানো হয়েছে। খসড়া তালিকায় 'মৃত'-র আত্মীয় কুদ্দুস মিয়া বলেন, 'কোনওভাবে নামটা কাটা গেছে। ইনি হলেন মৃত। আর যে মারা গেছে তার নামটা আছে। অনেক চিন্তায় আছি। এখন ওঁর ভোটটা যাতে হয় তার জন্য সরকারের কাছে আবেদন করি।' নাটাবাড়ির এই জীবিত ও মৃত-কাণ্ড নিয়ে,কোনও মন্তব্য করতে চাননি BLO। এদিকে, খসড়া ভোটার তালিকায় গরমিলের অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোচবিহার ১ ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতির আবদুল কাদের হক বলেন, নির্বাচন কমিশন হঠাৎ করে SIR ঘোষণা করে মানুষকে আতঙ্কের মধ্যে রেখে, অল্প সময়ের মধ্যে তারা যে কাণ্ড-কারখানা করে, আগামী দিনে বিধানসভায় বিজেপির সঙ্গে আঁতাঁত করে, তারা জয়লাভ করার মরিয়া চেষ্টা চালাচ্ছে, এটা আমরা ধিক্কার জানাই।' কোচবিহার বিজেপি জেলা সহ-সভাপতি বিরাজ বসু বলেন, যে ঘটনাটা ঘটেছে, সেটা যেহেতু নাম দুটো একই প্রায়, দুই বোন, আলিমন আর আলিজন, স্বাভাবিক ভাবে BLO যে আছেন তার কোনও টেকনিকাল ভুল হয়েছে। এটা নিয়ে আতঙ্কের কিছ নেই। তৃণমূল এগুলো নিয়ে মিথ্যা রাজনীতি করছে। বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে। কোচবিহার দক্ষিণ বিধানসভাতেও ভোটার তালিকায় এমনই অসঙ্গতি সামনে এসেছিল। ফুলিমারি এলাকার বাসিন্দা অশ্বিনী অধিকারী এবং শিবানী অধিকারীকে 'মৃত' বলে উল্লেখ করা হয়েছে খসড়া তালিকায়। ঘটনায় সংশ্লিষ্ট AERO ও BLO-কে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক।