কলকাতা: বিশ্বজুড়ে অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেই ফের আলোচনায় উঠে এলেন রহস্যময় ভবিষ্যৎবক্তা বাবা ভাঙ্গা। তাঁর এক পুরনো ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ সালে আসতে পারে এক ভয়াবহ আর্থিক বিপর্যয়, যা গোটা বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলবে।                                            

Continues below advertisement

এক অন্ধ বুলগেরিয়ান ভবিষ্যৎবক্তা বাবা ভাঙ্গা যিনি জীবদ্দশায় অসংখ্য আশ্চর্য ভবিষ্যদ্বাণী করে খ্যাতি পেয়েছিলেন। তাঁর কথায়, “এক সময় আসবে, যখন অর্থের কোনও মূল্য থাকবে না, মুদ্রা হারাবে মানুষের আস্থা এবং পুরনো অর্থব্যবস্থার পতন ঘটবে।” বাবা ভাঙ্গার ‘ক্যাশ ক্রাশ’ ভবিষ্যদ্বাণী হয়তো শুধুই রহস্যময় ভবিষ্যৎবাণী নয়, বরং এটি হতে পারে এক অর্থনৈতিক সতর্কবার্তা, যা বিশ্বের তাবড় অর্থনৈতিক ব্যক্তিত্বদের এখন থেকেই ভাবিয়ে তুলছে।

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীকে আজকের বিশ্লেষকরা বলছেন 'ক্যাশ ক্রাশ' অর্থাৎ অর্থব্যবস্থার সম্পূর্ণ ভেঙে পড়া। তাঁদের মতে, এই কথাগুলি হয়তো আজকের ডিজিটাল কারেন্সি, ক্রিপ্টো মার্কেট, বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি ও যুদ্ধের মতো বিষয়গুলির সঙ্গেই যুক্ত।                                       

Continues below advertisement

বর্তমানে আন্তর্জাতিক অর্থনীতি নানা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। রাশিয়া-ইউক্রেন সংঘাত, ইজরায়েল-প্যালেস্টাইন উত্তেজনা, জ্বালানি সংকট, এবং খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি বিশ্ব অর্থনীতিকে ইতিমধ্যেই বিপদে ফেলেছে। এর মধ্যে যদি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী সত্যি হয়, তাহলে ২০২৬ সাল হতে পারে মানব ইতিহাসের এক ভয়াবহ আর্থিক অধ্যায়।                                     

বিশ্ব অর্থনীতিবিদরা যদিও এমন ভবিষ্যদ্বাণীকে কুসংস্কার হিসেবে উড়িয়ে দিচ্ছেন তবুও অনেকে মনে করছেন, এতে হয়তো কিছুটা ইঙ্গিত লুকিয়ে আছে। কারণ এর আগে বাবা ভাঙ্গা ৯/১১ হামলা, চেরনোবিল দুর্ঘটনা, এমনকি ব্রেক্সিটের ফলাফল সম্পর্কেও সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়। আসলে বাস্তব দুনিয়ায় এখনকার চিত্রও উদ্বেগজনক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাঙ্ক ইতিমধ্যেই সতর্ক করেছ যে অতিরিক্ত ঋণ, মুদ্রাস্ফীতি, এবং বাজারের অস্থিরতা যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে আগামী বছরগুলোতে এক নতুন বৈশ্বিক মন্দা দেখা দিতে পারে।

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীগুলো বিতর্কিত হলেও তা বিশ্বজুড়ে মানুষের মনে আজও কৌতূহল জাগিয়ে তোলে।