বুলগেরিয়ান অন্ধ ভবিষ্যৎ দ্রষ্টা বাবা ভাঙ্গার অনেক  পূর্বাভাস নিয়ে চর্চা চলে চরমে। ইদানিং রিও নামে এক জাপানি ভবিষ্যৎ দ্রষ্টার কথা যথেষ্ট আলোচনায়। হালে সোশ্যাল মিডিয়ায় রিও তাতসুকিকে নিয়ে চর্চা তুঙ্গে। তাঁকে জাপানি বাবা ভাঙ্গাও বলা হচ্ছে। এই ব্যক্তি ৫ জুলাই জাপানে ভূমিকম্প এবং সুনামির ভবিষ্যদ্বাণী করেছিলেন। তাকে এতটাই বিশ্বাস করেন মানুষ, সেই সময় লোকজন আতঙ্কে ফ্লাইট টিকিটও বাতিল করে দেয়। তখন ভূমিকম্প হলেও সুনামি আসেনি। তবে কি ৫ জুলাইয়ের পূর্বাভাস ৩০ জুলাই সত্যি হল? 

৩০ জুলাই, বুধবার, রাশিয়ায় একটি ভয়ঙ্কর ভূমিকম্প হয়।  ৮.৮ মাত্রার একটি ভূমিকম্পের পর শুরু হয় সুনামি। কেবল রাশিয়াতেই নয়, সুনামি আছড়ে পড়ে জাপান উপকূলেও। আর কিছুক্ষণ পর আরও বড় বিপর্যয় আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার ভূমিকম্পের পর সারা বিশ্বে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলের কাছে ৮.৭ - ৮.৮ মাত্রার  ভূমিকম্প আঘাত হেনেছে । ১৯৫২ সালের পর থেকে এই অঞ্চলে আর এমন তীব্র ভূমিকম্প ঘটেনি। জাপানে সুনামি শঙ্কায়, ৯ লক্ষেরও বেশি মানুষকে উপকূলের কাছাকাছি এলাকা থেকে সরানো হয়েছে। ইতিমধ্যেই রাক্ষুসে গতিতে ঢেউ আসা শুরু হয়েছে। 

রিও তাতসুকি তার কমিকস ' দ্য ফিউচার অফ আই স'- এ জাপান ও ফিলিপিনসের মধ্যে সমুদ্রতলের ফাটল এবং একটি বিশাল সুনামির পূর্বাভাস করেছিলেন। রাশিয়ার ভূমিকম্পের পর রিও-র সেই পূর্বাভাস ফের চর্চায় ।  আবারও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে। আগেও রিও-র ভবিষ্যদ্বাণী শুনে , ভয় পেয়ে,বিমানের টিকিট বাতিল করে দেয়। পর্যটকের সংখ্যা ৮৩% কমে গিয়েছিল জাপানে। এখন মানুষ বিশ্বাস করতে শুরু করেছে,  তাতসুকির সতর্কবাণী এবার হয়ত মিলে যাবে।  

রিওর সবচেয়ে বিখ্যাত ভবিষ্যদ্বাণীগুলির মধ্যে একটি ছিল ২০১১ সালের  ১১ মার্চ তোহোকু ভূমিকম্প এবং সুনামির ঘটনা। তাতে ২০,০০০ এরও বেশি মানুষ মারা যায় । ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া রিও প্রিন্সেস ডায়ানার মৃত্যুরও পূর্বাভাস করেছিলেন বলে দাবি অনুরাগীদের।  ২০২০ সালে বিশ্বজুড়ে কোভিডের দাপট নিয়েও তার ভবিষ্যদ্বাণী ছিল। তাই এবার ২০২৫ সালের জুলাই মাসে রাশিয়ার ভূমিকম্পের পর আবার ভয় পেতে শুরু কয়েছে মানুষ।   

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।