কলকাতা: কলকাতা দেবী দুর্গার ১০৮ রূপের মধ্যে দেবী বিপত্তারিণীর রূপের মাহাত্ম্য রয়েছে। সনাতন ধর্ম অনুযায়ী বিশ্বাস, সব রকমের বিপদ থেকে ভক্তদের দূরে রাখেন দেবী বিপত্তারিণী। বাংলায় ১২ মাসে ১৩ পার্বণ। সেই পার্বণেই আষাঢ় মাসে বিভিন্ন পুজোর মধ্যে বিপত্তারিণী ব্রত পালনের গুরুত্ব রয়েছে। দেবী বিপত্তারিণীকে লাল সুতোও উৎসর্গ করা হয়। মনে করা হয় এই সুতো বেঁধে রাখলেই সমস্ত বিপদ থেকে রক্ষা করেন দেবী। 


কোন সময়ে দেবীর এই রূপের পুজো করা হয়? 


আষাঢ় মাসের সোজা রথ ও উল্টো রথের মাঝের যে শনি এবং মঙ্গলবার পড়ে সেই দিনই পালন করা হয়ে থাকে বিপত্তারিণী পুজো। বাংলার প্রায় প্রতিটি ঘরেই এই পুজো পালনের রীতি রয়েছে। 


এ বছর কোন দিনে পড়েছে এই পুজো? 


২০২৪ সালে অর্থাৎ এ বছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ হল ৯ জুলাই। বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি হল ২৪ আষাঢ়, ১৪৩১। বিপত্তারিণী ব্রত পালনের দ্বিতীয় দিনটি হল ১৩ জুলাই, শনিবার। বাংলা  ক্যালেন্ডার অনুসারে দিনটি হল ২৮ আষাঢ়, শনিবার। 


আরও পড়ুন, কপালে 'কোটিপতি যোগ', এই ৩ রাশিকে গৌরব ও খ্যাতি দেবে শনি


এই পুজোর কিছু বিশেষ নিয়ম? 


বিপত্তারিণী পুজোয় ১৩ রকমের ফল, ১৩ রকমের ফুল এবং ১৩ রকমের মিষ্টি সহকারে পুজো দেওয়া হয়। এমনকী নিয়ম অনুসারে যারা উপবাস করেন তাঁদেরও ১৩টি খাবার বা ফল খেয়ে উপোস ভঙ্গ করতে হয়। 


এই পুজোয় মেনে চলা আবশ্যক? 


এই ব্রত পালনে লাল সুতো দেওয়ার নিয়ম রয়েছে। ১৩টি গিঁট দেওয়া সুতো দেবীকে অর্পণ করা হয়। সেই সুতোয় ১৪টি দুর্বাও বাঁধা হয়। 


ব্রত পালনের দিনে চালের কোনও খাবার খাওয়া যায় না। যেমন ভাত, মুড়ি, চিঁড়ে খাওয়া যায় না।


এই দিনে মহিলাদের আলতা, সিঁদুর পরে পুজো দেওয়ার রীতি রয়েছে হিন্দু ধর্মে।                            



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে