বুধ গোচর ২০২৫:  মীন রাশিতে প্রবেশ করেছে বুধ। পঞ্চাঙ্গ অনুসারে, গত ফেব্রুয়ারির শেষে গুরুগ্রহের রাশি মীনে বুধ গ্রহের গোচর হয়েছে। এর ফলে প্রভাবিত হচ্ছে বেশি কয়েকটি রাশি।   ২৭ ফেব্রুয়ারি থেকে এই প্রভাব শুরু হয়েছে। সমস্যায় জর্জরিত হলে জানবেন, এসব বুধেরই কারিকুরি।  জ্যোতিষী রুচি শর্মা জানাচ্ছেন বিস্তারিত। 


বুধ গোচরের ফল


মেষ রাশি- এই রাশির জাতকদের জন্য বুধের গোচর কিছু বিষয়ে নেতিবাচক ফলাফল নিয়ে আসতে পারে। মীন রাশি বুধের নীচ রাশি।  বুধ মেষ রাশির জাতকদের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি।  বুধের গোচর ধন সম্পত্তির ক্ষেত্রে শুভ হচ্ছে না এই রাশির জন্য।  ব্যবসার জন্যও ভালো ফলাফল বয়ে আনবে না এই রাশি। অন্যদিকে বিদেশ থেকেও এই রাশির জাতকদের কিছু সমস্যা হতে পারে। ৭ মে ২০২৫ পর্যন্ত এই রাশির লোকজনদের বিশেষ সাবধানে থাকতে হবে। বুধের গোচর কর্মজীবনেও কিছু বাধা-বিঘ্ন নিয়ে আসতে পারে। তাই অফিস বা কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। 


তুলা রাশি- বুধের গোচর এই রাশির জাতকদের  শত্রু বাড়াতে পারে।  ঋণের বোঝা চাপতে পারে।  স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে। বুধকে গ্রহদের মধ্যে রাজকুমার বলা হয়। বুধের এই গোচরের প্রভাবে মে মাসের আগে ত্বক সংক্রান্ত কিছু সমস্যা দিতে পারে। ধর্মীয় যাত্রা করতে পারেন, ধর্মকর্মে আগ্রহ বৃদ্ধি পাবে। শত্রু যদি ঝামেলায় ফেলে তাহলে মে  মাস পর্যন্ত বুদ্ধি দিয়ে সমস্যা সামলান।  শত্রুরাও শান্ত থাকবে। 


মীন রাশি- বুধ গোচর  মীন রাশির উপর বেশি প্রভাব ফেলছে।  জ্যোতিষ অনুসারে মীন রাশি বুধের নীচ রাশি। তবুও কিছু বিষয়ে বুধ শুভ ফল দিতে পারে। বুধ বুদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান, ব্রোকারের কাজ, পরিবহন, লেখালেখি, গান ইত্যাদির কারক বুধ।  তাই এই সব ক্ষেত্রে যদি বুদ্ধি দিয়ে কাজ করেন তাহলে ভালো ফলাফল দেখা যেতে পারে। যদি ভেবেচিন্তে কাজ না করেন তাহলে এখানে বুধ ক্ষতি করতে দেরি করবে না।


বুধ উপায়- বুধের অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য গণেশের পুজো করুন। বুধবার সবুজ বস্তুর দান করুন। বুধ গ্রহের মন্ত্র জপ করুন।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।