বুধের তুলা রাশিতে গোচর ২০২৫: বুদ্ধি, যোগাযোগ এবং ব্যবসার কারক বুধ গ্রহের গোচর আজ ৩ অক্টোবর তুলা রাশিতে রয়েছে। জ্যোতিষশাস্ত্রে বুধের এই গোচর অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। কারণ মঙ্গল তুলা রাশিতে আগে থেকেই অবস্থান করছে। এমন পরিস্থিতিতে তুলা রাশিতে মঙ্গল ও বুধের মিলন ঘটেছে।
বুধ রাশি পরিবর্তন (Budh Rashi Parivartan 2025)
জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহদের রাজকুমার বুধ শুক্রবার, ৩ অক্টোবর ভোর ৩টে ৩৬ মিনিটে নিজের রাশি কন্যা ত্যাগ করে শুক্রের রাশি তুলাতে প্রবেশ করেছেন। এই রাশিতে বুধ ২৪ অক্টোবর পর্যন্ত থাকবেন। তারপর বৃশ্চিকে প্রবেশ করবেন। শুক্রের রাশিতে অবস্থান করে বুধ অনেক রাশির জন্য শুভ ফল বয়ে আনবে। এই রাশিগুলির কর্মজীবন ও ব্যবসায় বিশেষভাবে লাভ হবে। কিছু রাশির জাতক এই সময়ে নতুন চুক্তি পেতে পারেন, আবার কেউ কেউ নতুন কাজও শুরু করতে পারেন। আসুন জেনে নিই বুধের গোচরের পর কোন রাশির জাতক-জাতিকাদের সোনালী সময় শুরু হবে।
বুধের গোচর কোন রাশির জন্য শুভ (Mercury Transit Rashifal 2025)
কন্যা রাশি (Virgo): বুধ আপনার রাশির অধিপতি। তুলা রাশিতে এসে বুধ আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবে, যা আপনার আর্থিক দিকটা শক্তিশালী করবে। কাজে গতি আসবে এবং আপনি তা সময় মতো সম্পন্ন করতে পারবেন। এই সময়ে নতুন কাজও পেতে পারেন। এই সময়ে ধন লাভের ভালো যোগও তৈরি হচ্ছে।
তুলা রাশি (Libra): বুধ গোচর করে আপনার রাশিতেই থাকতে চলেছে। এর ফলে এই সময়ে আপনার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। আটকে থাকা কাজগুলি গতি পাবে। ব্যবসায়ীরা প্রচুর লাভবান হবেন। কর্মক্ষেত্রে বেতন বা পদ বৃদ্ধি হতে পারে, যা সকলকে অবাক করে দেবে। বৈবাহিক জীবনের জন্যও এই সময় শুভ। নতুন ব্যবসা শুরু করার কথা ভাবলে, সময়টা ভালো।
ধনু রাশি (Sagittarius): বুধের গোচর আপনার রাশি থেকে একাদশ ঘরে হয়েছে, যা লাভ ঘর নামে পরিচিত। এই ঘরে অবস্থান করে বুধ আপনাকে বিভিন্ন উৎস থেকে লাভ এনে দেবে। আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। পারিবারিক সম্পর্ক মজবুত ও মধুর হবে এবং সকলের সহযোগিতা পাবেন। চাকরি বা ব্যবসার জন্য সময় শুভ।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।