কলকাতা : সকল দেবতার মধ্যে শ্রী গণেশকে (Ganesh) সর্বপ্রথম পুজো (Puja) করা হয়। তাঁর ধ্যান করলেই জীবনের সকল সমস্যা দূর হয়। এই কারণেই যে কোনও শুভ কাজ শুরু করার আগে গণেশের বিশেষ পুজো করা হয়। বুধবার গণেশকে উৎসর্গ করা হয়। এই দিনে, ভক্তরা ভগবান গণেশের আশীর্বাদ পেতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। এটি বিশ্বাস করা হয় যে, বুধবার গৃহীত ব্যবস্থায় গণেশ শীঘ্রই প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত বাধা দূর করেন। যদি কারও জন্মকুণ্ডলীতে বুধের অবস্থান অশুভ হয়, তবে তার প্রতিকারের জন্য বুধবার শুভ দিন। আসুন জেনে নেওয়া যাক বুধবার কোন ব্যবস্থা গ্রহণ করলে ভাগ্য উজ্জ্বল হতে শুরু করে।


আরও পড়ুন ; কোন ৩ রাশির জাতক-জাতিকার শনি ক্ষতি করে না ?


এই পদক্ষেপগুলি গ্রহণ করুন-



  • বুধবার ভগবান গণেশের অথর্বশীর্ষ পাঠ করা খুবই শুভ। এই দিনে গণপতিকে মোদক নিবেদন করতে ভুলবেন না। বুধবার দেবী লক্ষ্মীকেও নিয়ম করে পুজো করতে হবে। দেবী লক্ষ্মীকে গোলাপের মালা অর্পণ করুন এবং ক্ষীর নিবেদন করুন। প্রতি বুধবার এটি করলে কুণ্ডলীতে বুধের অবস্থান শক্তিশালী হয়।

  • আপনি যদি কোনও ধরনের আর্থিক সমস্যায় অস্থির থাকেন তবে বুধবার ভগবান গণেশকে ২১ বা ৪২টি জৈত্রী অর্পণ করুন। এতে আর্থিক সঙ্কট থেকে মুক্তি মিলবে। বুধবার আস্ত মুগ সিদ্ধ করে তাতে ঘি ও চিনি মিশিয়ে গরুকে খাওয়ালে দ্রুত ঋণ থেকে মুক্তি পাওয়া যায়।

  • বুধবার মন্দিরে গিয়ে গণেশকে দূর্বা ও লাড্ডু নিবেদন করলে তাঁকে খুশি করা যায় এবং তাতে তিনি সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ করেন। বুধবার সূর্যোদয়ের আগে, ২ মুঠো মুগ নিয়ে প্রবাহিত জলে আপনার ইচ্ছার কথা বলুন। এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।

  • বুধবার গণপতির পুজোর পর বৃহন্নলাকে কিছু টাকা দান করুন এবং তাদের কাছ থেকে কিছু টাকা আশীর্বাদ হিসেবে নিন। এবার পূজার স্থানে এই টাকা রেখে ধূপ-দীপ দেখান। কিছু দিনের মধ্যেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে।


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)