চন্দ্র গোচর ২০২৫: আজ ৯ এপ্রিল, বুধবার।  চন্দ্র সিংহ রাশিতে প্রবেশ করবে। ৯ এপ্রিল ০৭:৫৫ মিনিটে চন্দ্রমা সিংহ রাশিতে প্রবেশ করার কথা।   ১০ এপ্রিল সন্ধ্যা ৭.০৫ মিনিট পর্যন্ত থাকবে এখানেই থাকবে চাঁদ। পণ্ডিত সুরেশ শ্রীমালী জীর মতে বুধবার সকাল ০৯:৫৭-এরপর পূর্বাফাল্গুণী নক্ষত্র থাকবে। এদিন চন্দ্রের এই গোচরে তৃষ্ট হচ্ছে একাধিক যোগ। যেমন , বাসি যোগ, আনন্দাদি যোগ, সুনফা যোগ, বুধাদিত্য যোগ, গণ্ড যোগ। যদি আপনার রাশি মিথুন, কন্যা, ধনু, মীন রাশি হয় তাহলে মালব্য যোগের লাভও পাবেন। 

মেষ রাশি (Aries)-                         আজ মেষ রাশির জাতক-জাতিকাদের অর্থ লাভ হতে পারে। আজ কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন। প্রেম জীবনে প্রিয়জনের মনজয় করার জন্য অনেক পরিশ্রম করতে হতে পারে। ব্যবসা সম্প্রসারণের কথা ভাবতে পারেন। 

মিথুন রাশি (Gemini)-মিথুন রাশির জাতক-জাতিকারা আজ আনন্দে থাকবেন। ব্যবসায়ীরা নতুন গ্রাহকদের কাছে পৌঁছাতে সফল হবেন। সঙ্গে সঙ্গে সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে টাইম-ম্যানেজমেন্ট করা আজ ভীষণ জরুরি। 

কর্কট রাশি (Cancer)-কর্কট রাশির জাতক-জাতিকারা আজ আর্থিকভাবে শক্তিশালী হবেন। চাকরি করেন যাঁরা, তাঁরা কর্মক্ষেত্রে নিজের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করুন। নিজের কাঁধ শক্ত করুন।  ঘরের ছোট ছোট কাজের দায়িত্বও আপনার উপর আসতে পারে। ক্রমাগত সাফল্যের ফলে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা  তৈরি হতে পারে। যতটা সম্ভব নিজেকে প্রতিযোগিতার মানসিকতা থেকে দূরে রাখুন।   

বৃশ্চিক রাশি (Scorpio)-বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা আজ বাজেট ব্যবস্থাপনা করে চলুন। ব্যবসায় আপনি সাফল্যের দিকে এগিয়ে যাবেন। কর্মক্ষেত্রে আপনার উন্নত কার্যশৈলী দেখে আপনাকে কোনও নতুন প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে।

কুম্ভ রাশি (Aquarius)-কুম্ভ রাশির জাতক-জাতিকারা আজ লাভ পাবেন। গণ্ড যোগের সৃষ্টি হওয়ায় আগে নতুন চাকরির জন্য আবেদন করেছিলেন, সেখানে আপনার নির্বাচিত হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আর্থিক দিক থেকে দিনটি ভালো।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।