কলকাতা:  আজ ২৬ জুন, বুধবার। কেমন যেতে পারে আজকের দিন ? (Daily Horoscope) চলুন দিন শুরু করার আগে, বাইরে বেরোনোর আগে  কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।

মেষ-কর্মস্থান বদলাতে পারে। চিকিৎসায় খরচ বৃদ্ধির আশঙ্কা। পেটের কষ্ট বাড়তে পারে। বিপদে বন্ধুর সাহায্য পাবেন।মতবিরোধ কেটে যাবে। সুসংবাদ আসতে পারে। কথা বুঝে বলুন। নইলে অসুবিধায় পড়তে পারেন। 

বৃষ- আঘাতের আশঙ্কা রয়েছে।শরীরের দিকে নজর রাখুন। কর্মক্ষেত্রে আজ শুভ দিন। তেমন কোনও সাহায্য পাওয়ার আশা রাখবেন না। খরচ কমানোর চিন্তাভাবনা করতে পারেন। 

মিথুন-ধার করতে হতে পারে।সন্তানের বিবাহযোগ রয়েছে। পিতার শরীরের যত্ন নিন।  আইনি কাজে খরচ বাড়বে। কারও প্রতি দুর্বলতা বাড়তে পারে। ব্যবসা নিয়ে সতর্ক থাকুন, ক্ষতির মুখোমুখি হতে পারেন।  

কর্কট- সুখবর পেতে পারেন। বাড়িতে রাগ নিয়ন্ত্রণে রাখুন।কাজে সাফল্য আসবে।প্রেমের সম্পর্কে অশান্তি।সঠিক পথ খুঁজে পাবেন পড়ুন।কর্মস্থলে মাথা ঠান্ডা রাখুন। লটারি থেকে আয়ের সম্ভাবনা। 

সিংহ-  সঞ্চয় ভাল হবে না। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে।  শত্রুর দ্বারা অনিষ্টের আশঙ্কা নেই।কাজে বাধা থাকবে না। আর্থিক চাপ বাড়তে পারে।  বাড়িতে অতিথি আসতে পারে। শরীর নিয়ে সতর্ক থাকুন।  

কন্যা- উচ্চশিক্ষার সুযোগ পাবেন।পিতা-মাতার যত্ন নিন।মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চায় সাফল্য মিলবে।ঝামেলা থেকে দূরে থাকুন। ব্যবসায় লাভের সম্ভাবনা।  

তুলা - নতুন করে প্রেমে পড়বেন।আর্থিক বিনিয়োগে দ্রুত সিদ্ধান্ত নিন। কর্মস্থানে সমস্যা মিটবে। নতুন কোনও কাজ শুরুর সম্ভাবনা।নতুন প্রেমে পড়তে পারেন।  পরিবারের ভালবাসা পাবেন।ভ্রমণের সম্ভাবনা রয়েছে।শিল্পীদের জন্য ভাল দিন।কাজে উন্নতি আসবে।  

বৃশ্চিক- তর্ক থেকে দূরে থাকুন।চাকরিতে পদোন্নতি হবে।স্বাস্থ্য ভাল যাবে না।নতুন সম্পর্ক তৈরির আগে সাবধান।ভাল খবর আসতে পারে। হারানো জিনিস ফিরে পাবেন।চিকিৎসায় খরচ বাড়তে পারে। 

ধনু- শরীর নিয়ে সতর্ক থাকুন।বিচ্ছেদের আশঙ্কা নেই। রাজনৈতিক চাপ বাড়তে পারে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বাড়িতে অতিথি আসতে পারে। বিনিয়োগে ভাল ফল মিলবে।  

মকর-ধনপ্রাপ্তি হতে পারে।কঠোর পরিশ্রমের ফল পাবেন।চাকরিজীবনে সাফল্য ফিরবে। রাগ নিয়ন্ত্রণে রাখুন। শরীর নিয়ে সতর্ক থাকুন। সমাজে প্রতিষ্ঠিত হবেন। 

কুম্ভ- বিয়ের সম্ভাবনা রয়েছে।ব্যবসায়ীদের উপার্জন ভাল হবে। আইনি ক্ষেত্রে জয় আসবে। ব্যয় বাড়তে পারে। কাজের জায়গায় উন্নতি। প্রতারিত হওয়ার আশঙ্কা। পরিবারকে সময় দিন। 

মীন- ব্যবসায় সাফল্য লাভ।দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসুন। আবেগ ধরে রাখুন, সাফল্য আসবেই।ঋণ নিতে হতে পারে। কর্মক্ষেত্রে কথা বুঝে বলুন।ব্যবসায় জটিলতা কেটে যাবে।