কলকাতা: জানুয়ারি শেষের পথে, আজ ২৮ জানুয়ারি, শনিবার। ভাল কিছু হওয়ার অপেক্ষায় সবাই। তবে আপনার রাশি এবং আপনার কাজ দুই মিলে আপনাকে ফল দেবে। তাই চিন্তা করবেন না, ভাল কিছু খবর থাকলে আবেগে ভাসবেন না। উল্টোটা হলে সতর্ক থাকুন।  সপ্তাহের এই দিনটি কেমন যাবে? (Daily Horoscope) কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক। তবে জেনে নেওয়ার আগে মনে রাখবেন, দিন-রাতের মতোই আলো-অন্ধকার রয়েছে আমাদের ভাগ্যচক্রেও। 


মেষ- প্রেমে নতুন চমক আসছে। কাজের জায়গায় সহকর্মীদের থেকে সাহায্য পাবেন। বৈদ্যতিক সামগ্রী থেকে সতর্ক থাকুন। সকলের সঙ্গে ঠান্ডা মাথায়, খুব বুঝে কথা বলুন।


বৃষ- ভ্রমণের প্ল্যান ভেস্তে যেতে পারে।নিজের প্রতিভা দেখানোর সুযোগ আসছে। আগুন থেকে সতর্ক থাকুন। সাহায্ করতে গিয়ে সতর্ক থাকুন, নইলে উল্টে অপবাদ জুটতে পারে।


মিথুন- প্রেমের বিষয়ে বুঝে এগোন। মিথ্যে বলা থেকে বিরত থাকুন, না হলে ফাঁসতে পারেন। শরীর নিয়ে সতর্ক থাকুন, কোমরের নিচে যন্ত্রনা বাড়বে।


কর্কট- অন্যকে সাহাষ্য করতে গিয়ে অসুবিধায় পড়তে পারেন, বুঝে এগোন। কথা বলুন বুঝে, সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন, নয়তো আপনার অজান্তেই আপনার থেকে কেউ কষ্ট পেতে পারে।


সিংহ- বাড়িতে অতিথি আসতে পারে। রাস্তাঘাটে সতর্ক হয়ে চলা ফেরা করুন। প্রিয় মানুষের ভালবাসা পাবেন। লোভনীয় সুযোগের দিকে না এগোনোই ভাল। 


কন্যা- ভ্রমণের সুযোগ আসছে। হতাশায় শরীর খারাপ হতে পারে। কারও কাছ থেকে আপনি বড়সড় সাহায্য পাবেন, উপকার পেলে ভুলে যাবেন না।


তুলা- বাড়ির থেকে দূরে কর্ম সংস্থান, মনখারাপ হতে পারে। বাড়তি খরচ থেকে সাবধান, অসুবিধায় পড়তে পারেন। কারও কথায় উত্তেজিত হবে না।


আরও পড়ুন, পারদের ওঠানামা অব্যহত দক্ষিণ ২৪ পরগনায়, কী বলছে হাওয়া অফিস ?


বৃশ্চিক- বাড়ির নিরাপত্তায় আরও সক্রিয় ভূমিকা নিন, চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রেমের বিষয়ে সতর্ক থাকুন, প্রতারিত হতে পারেন।


ধনু- নতুন কাজের সন্ধান আসছে। পরিবার এবং মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। অতিরিক্ত রাগ এড়িয়ে যাবেন, না হলে ক্ষতির সম্ভাবনা। 


মকর- বাইরে বেরিয়ে রাস্তাঘাটে সতর্ক থাকুন। ব্যবসায় সাফল্য মিললেও পরের দিকে সমস্যা তৈরি হতে পারে, সতর্ক থাকুন।  সুগারের সমস্যা বাড়তে পারে, টানা চেকআপে থাকুন। 


কুম্ভ- প্রেমে সুসময়, সমস্যা কাটতে চলেছে আজ। ঘুরতে যাওয়ার বাধার মুখে পড়তে পারেন। কোনও বিশেষ  শারীরিক সমস্যায় যদি বহুদিন ধরে ভোগেন, তাহলে মুক্তি পেতে পারেন।


মীন- প্রেমে নয়া মোড়। বাড়িতে অতিথি আসতে পারে আজ।  পরিবারের সকলের সঙ্গে ভাল ব্যবহার করুন, বুঝে চলুন, নয়তো বিবাদে জড়াতে পারেন।