কলকাতা: কেমন যাবে বুধবার ? ৬ নভেম্বর অনুযায়ী কী বলছে আপনার রাশি ? দিগন্ত জুড়ে সাফল্য নাকি আচমকাই ছন্দপতন ? গ্রহ- নক্ষত্ররা কেমন প্রভাব ফেলবে ? সপ্তাহের এই দিনটি কেমন যাবে ? (Daily Horoscope) কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।  


মেষ- লক্ষ্য স্থির রাখলে খুব ভাল হয়। ভ্রমণের সুযোগ আসতে পারে। পুরনো সম্পত্তি থেকে বড় অঙ্ক আসতে পারে। বিয়ের আলোচনা হতে পারে।  পিতার শরীর নিয়ে সতর্ক থাকুন। নতুন কাজের খবর পেতে পারেন।বাইরের সকলের সঙ্গে ভাল ব্যবহার করুন। চেনা রুটিনের বাইরে বেরোতে পারেন। 


বৃষ- পরিবারকে সময় দিলে ভাল হয়। কর্মব্যস্ততায় কাটতে পারে দিন। শরীর নিয়ে সতর্ক হলে ভাল হয়। আর্থিক উন্নতির যোগ রয়েছে। ডায়েট নিয়ন্ত্রণে রাখলে ভাল হয়। ব্যবসায় মন্দা যেতে পারে।চাকরি স্থানে সুনাম বৃদ্ধি হতে পারে। শরীরের দিকে নজর রাখুন।  


মিথুন-বিনিয়গে সাফল্যের সম্ভাবনা। প্রেমের সম্পর্কে গভীরতা আসবে। কর্মস্থানে বড় সুযোগের সম্ভাবনা। সম্পত্তি কেনাবেচায় সফল হবেন। প্রেমে সম্পর্কে যত্ন নিলে ভাল হবে। নতুন কাজের খবর আসতে পারে।  


কর্কট-সম্পত্তি নিয়ে উৎসাহ বাড়তে পারে। নের্তৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে ভোগান্তি হতে পারে।বিনিয়োগে সাফল্য আসতে পারে। আর্থিক স্বাচ্ছন্দ্য ফিরতে চলেছে। ঘুরতে গেলে খুব ভাল সময় কাটবে। কর্মক্ষেত্রে শত্রু থেকে সাবধান। 


সিংহ- আজ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সম্পত্তি ক্রয়ের সুযোগের সম্ভাবনা। কঠোর পরিশ্রমে পদোন্নতির সম্ভাবনা। মেডিটেশনে উপকার পাবেন। শত্রুরা ক্ষতি করতে পারবে না।বুঝে বিনিয়োগ করলে ভাল হয়। বাড়ি নিয়ে খরচা বাড়তে পারে।পেটের সমস্যা বাড়তে পারে।  অংশীদারি ব্যবসায় না এগোলে ভাল হয়।  


কন্যা-  ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে।পরিবারের সঙ্গে সময় কাটালে ভাল হয়। বিনিয়োগ না করলে ভাল হয়।কাজের সূত্রে ভ্রমণে যেতে পারেন। কাজে সাফল্য আসতে চলেছে। নতুন কাজের যোগাযোগের সম্ভাবনা। পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে।  


তুলা-বন্ধুরা সাহায্যের হাত এগিয়ে দিতে পারে। সম্পত্তি ক্রয়ের সুযোগ হারাতে পারেন।নতুন কিছু শিখলে ভাল হয়।  প্রিয়জনের থেকে আঘাত পেতে পারেন। বুঝে কথা বললে ভাল হয়।  শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে।  


বৃশ্চিক- সাফল্যের বড়সড় সম্ভাবনা রয়েছে। অসুস্থতা দ্রুত কেটে যাবে।ভ্রমণের সুযোগ আসতে পারে। ব্যবসা নিয়ে সতর্ক থাকলে ভাল হয়। শত্রু থেকে সতর্ক থাকলে ভাল হয়। কর্মক্ষেত্রে সাফল্য আসবে।  ব্যবসায় অর্থ বিনিয়োগ হতে পারে। 


ধনু-আর্থিক পরিস্থিতি ভাল হতে পারে।বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।  সম্পত্তি ক্রয়ের সুযোগ আসছে। ঋণ নিয়ে আলোচনা হতে পারে। ভ্রমণে গিয়ে সমস্যায় পড়তে পারেন।বিনিয়োগে ভাল ফল মিলবে। সম্পত্তি নিয়ে পরিবারে অশান্তি বয়ে আসতে পারে।  


মকর-  খুব ভেবেচিন্তে বিনিয়োগে এগোন।অতিথি আসার প্রবল সম্ভাবনা রয়েছে।প্রেমের সম্পর্কে আজ শুভদিন।আর্থিক উন্নতি আসতে চলেছে। পরিবারে বিবাদের আশঙ্কা। শরীর নিয়ে ভোগান্তির আশঙ্কা। প্রেমের ইস্যুতে বিবাদ তৈরি হতে পারে।   


কুম্ভ- চুক্তিপত্র নিয়ে সতর্ক থাকলে ভাল হয়।ভেবেচিন্তে বিনিয়োগ করলে ভাল হয়। আলোচনা করে এগোলে ভাল হয়।পরিবারের পুরো সমর্থন পাবেন।ঋণ নিতে হতে পারে। আর্থিক লেনদেন নিয়ে বিবাদের আশঙ্কা। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কম।  


মীন-সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকটা ভাবুন। ভ্রমণের পরিকল্পনা আসতে পারে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। কাজ গুছিয়ে রাখলে উপকৃত হতে পারেন।অশান্তির জন্য মনঃকষ্ট পেতে পারেন।প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। সেবামূলক কাজে শান্তি পেতে পারেন।