কলকাতা: কেমন যাবে ৬ নভেম্বর? কী বলছে আপনার রাশি? 


মেষ- আজকের দিনটি ভালই যাবে। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে, বিশেষ করে পেটের খেয়াল রাখতে হবে। সামান্য সমস্যা হলেও ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। ঘনিষ্ঠ কারও সঙ্গে মতবিরোধ দেখা যেতে পারে। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। 


বৃষ- ভাগ্য পূর্ণ সমর্থন করবে এদিন। যা করতে চান ভালভাবেই করতে পারবেন। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পুরনো বন্ধুর সঙ্গে দেখা করা যায়। সমাজে সুনাম বৃদ্ধি পেতে পারে।


মিথুন- চাকরিতে পদোন্নতি পেতে পারেন। তবে আয় নিয়ে চিন্তা হতে পারে। আর্থিক লেনদেন নিয়ে সতর্ক থাকতে হবে, ভুল জায়গায় ধার দিলে টাকা আটকে যেতে পারে। বাড়ির কিছু কাজের জন্য দৌড়তে হতে পারে।


কর্কট- গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন, অন্যথায় দুর্ঘটনা হতে পারে। এদিন প্রত্যাশিত সাফল্য আসবে। কর্মজীবীদের চাকরিতে আয় বাড়তে পারে। আটকে থাকা টাকা হাতে আসতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান।


সিংহ- প্রতিকূলতা আসতে পারে। যাঁরা ব্যবসা করতে ইচ্ছুক তাঁরা সেটা করতে পারেন। লাভ পাবেন। অংশীদারি রয়েছে এমন কোনও কাজেও  লাভের মুখ দেখবেন। আপনার কাজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হবে।


কন্যা- আলস্য ত্যাগ করুন। নয়তো কাজে আরও দেরি হবে। স্বাস্থ্য ভাল থাকবে। জমি বা সম্পত্ বিক্রির চেষ্টা থাকলে তা ভাল দামে বিক্রি হতে পারে। প্রিয়জনের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন।


তুলা- দিনটি ভালো যাবে। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান করুন। নিজের সম্পত্তি যে কোনও ধরনের সৃজনশীল কাজের জন্য ব্যবহার করতে পারেন। পরিবারের থেকে ভাল কোনও খবর শুনতে পারেন।


বৃশ্চিক- দিনটি স্বাভাবিক হবে। শিক্ষার্থীদের জন্য ভাল দিন। পড়াশোনায় মন থাকবে। বাড়িতে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাগ নিয়ন্ত্রণ করা উচিত, নয়তো কোনও কাজ নষ্ট হয়ে যেতে পারে।


ধনু- কোনও কারণে জীবনে অশান্তি আসতে পারে। ব্যবসা ভাল হবে এবং আপনি এতে প্রচুর লাভ পেতে পারেন। সহকর্মীরা পূর্ণ সমর্থন দেবে এবং ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। অকারণে ব্যয় এড়ানো উচিত। 


মকর- দিনটি শুভ হবে। সমাজের কল্যাণে কাজ করলে গুরুত্ব পাবেন। নতুন পরিচিতি তৈরি হবে যা কাজে লাগবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য মিলতে পারে।


কুম্ভ- কাজের পদ্ধতিতে বদল আনতে পারেন। কোনও বিশেষ কাজের ব্যাপারে বড় সিদ্ধান্ত নিতে হবে পারে। খাবারের দিকে যত্ন নেওয়া উচিত। কর্মক্ষেত্রে জটিল কাজ সমাধান করতে পারেন।


মীন- দিনটি ভালো যাবে। নতুন কিছু করার কথা ভাবতে পারেন। কোনও কারণে মানসিক চাপ অনুভব করতে পারেন। নতুন কোনও কাজ করে অভিজ্ঞতা পেতে পারেন। বাড়িতে কেউ আসতে পারে।


আরও পড়ুন: দীপাবলির আগে জীবনে আসবে অর্থবৃষ্টি, আজই বাস্তু মেনে সাজিয়ে ফেলুন ঘর