কলকাতা:  আজ ৬ জানুয়ারি, শুক্রবার। কেমন কাটবে আজকের দিন ? কী বলছে আপনার রাশিফল (Todays Horoscope)?


মেষ- আজ নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারেন। নতুন কিছু ট্রাই করতে পারেন। এখনই কিছু বিষয়ে নজর দিতে হবে আপনাকে। সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন।  


বৃষ-  পুরনো কোনও ঘটনার স্মৃতি আজ ফের আপনার মনে পড়বে। কর্মক্ষেত্রে কিছু কিছু দিকে আপনাকে নজর রাখতে হবে। কোনও মামলার নিষ্পত্তি হতে পারে। 


মিথুন- কোনওকিছু হতে সময় লাগতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তা হবে না। চেষ্টা করে যান, ধৈর্য রাখুন। কাজের জায়গায় সমালোচনা হতে পারে। কোথাও ঘোরার পরিকল্পনা থাকলে তা দেরি হতে পারে। 


কর্কট- দায়িত্ব ঠিকমতো মেটাতে গেলে সময়ের খেয়াল রাখতে হবে। কাজের গতি বাড়াতে হবে। পেশাগত ক্ষেত্রে নতুন কোনও সুযোগ আসতে পারে। ব্যস্ততা থাকলেও নিজের জন্য একটু সময় বের করুন। 


সিংহ- যা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, এবার তা ছেড়ে দিন। কোনও কিছু নিয়ে রাগ হলেও তা প্রকাশ করা নিয়ে সংযত থাকুন। নাহলে নিজের মানসিক শান্তি বিঘ্নিত হবে। 


কন্যা- দীর্ঘদিনের কোনও চেষ্টার ফল মিলতে পারে। তার জন্য উদযাপনও হবে এ দিন। যা পরিকল্পনা করে রেখেছেন তা ফলবে। ইতিমধ্যেই যা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তা নিয়ে আরও একবার ভেবে দেখতে পারেন। 


তুলা- যদি কোনওকিছু আপনার মনোযোগ বিঘ্নিত করে, তাহলে বুঝবেন আপনি নিজেই সেটা করতে দিচ্ছেন। আয়ের নতুন কোনও সুযোগ আসতে পারে। 


বৃশ্চিক- আজ নিজেকে ভাগ্যবান মনে হতে পারে। যা যা কাজ আজ করবেন বলে ভেবেছেন তা মোটামুটি শেষ করতে পারবেন। শেয়ার বাজারে বিনিয়োগ থাকলে সেখান থেকে লাভবান হবেন। এখন কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে কথাবার্তা সেরে রাখতে পারেন।


ধনু- কোনও বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন, কিন্তু আপনি তা এড়িয়ে যাচ্ছেন, এমনটা যদি হয়। তাহলে শীঘ্রই সেই আলোচনায় আপনাকে বসতেই হবে। কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করার জন্য সাহসের অভাববোধ করতে পারেন আপনি। 


মকর- নানা বিষয়ে চমক আসতে পারে আজ। কিছু আপনার পছন্দ হবে, কিছু হয়তো পছন্দ হবে না। নিজের রাগ সংযত রাখুন, নয়তো কেউ আপনার ব্যবহারে কষ্ট পাবেন। চুরি থেকে সতর্ক থাকুন। 


কুম্ভ- পরীক্ষার ফল সন্তোষজনক হবে না। সামান্য বুদ্ধির ব্যবহার করলেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। আজ পরিশ্রম হবে, কিন্তু দিনের শেষে কাজ নিয়ে তুষ্ট হবেন। গুরুত্বপূর্ণ কোনও তথ্য কাউকে বলার আগে সতর্ক হোন।    


মীন- আশপাশের কারও থেকে মনোবল মিলতে পারে। আজ চুপচাপ থেকে কোনও লাভ নেই। কর্মক্ষেত্রে কেউ আপনাকে অকারণে দোষ দিতে পারে। মাথা ঠান্ডা রাখুন। 


আরও পড়ুন: মাঘ মাসের এই প্রতিকারে সব ঝামেলা থেকে মিলবে মুক্তি, বাড়িতে আসবে সমৃদ্ধি