কলকাতা: আজ ২৭ নভেম্বর। একঝলকে দেখে নিন আপনার রাশিফল। কী বলছে আপনার আজকের রাশিতে (Todays Horoscope)।
মেষ- পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে না পারায় সমস্যা বৃদ্ধি। কর্মক্ষেত্রে একাধিক দায়িত্ব বৃদ্ধি। মনোমালিন্যের কারণে কোনও আত্মীয়র সঙ্গে সম্পর্কে শীতলতা। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা
বৃষ- সম্পত্তি নিয়ে বিবাদের জেরে সন্তানের সঙ্গে সম্পর্কহানি। আর্থিক সমস্যা দেখা দিতে পারে। উপকারের প্রতিদান আশা করায় হতাশা বৃদ্ধি। পড়ুয়াদের জন্য দিনটি শুভ।
মিথুন- বিতর্ক, সমালোচনার মতো পরিস্থিতিতে আত্মসম্মান বজায় রাখা জরুরি। আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। আপাতত কিছুদিন ব্যবসায় বড় বিনিয়োগ না করাই শ্রেয়। পুরনো প্রেম জীবনে ফিরতে পারে।
কর্কট- নতুন কাজ শুরু হওয়ার সম্ভাবনা। বাড়ি কিংবা গাড়ি কেনার শুভ যোগ রয়েছে। বন্ধুদের কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন। নমনীয় মনোভাবের জন্য কর্মস্থলে জনপ্রিয় হয়ে উঠতে পারেন।
সিংহ- ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে। শিল্পীসত্ত্বার কারণে বিভিন্ন মহলে প্রশংসিত হতে পারেন। অফিসে একাধিক কাজের আইডিয়া দিতে হতে পারে। আজ সঙ্গীকে মনের কথা বলতে পারেন। পুরনো প্রেমের সঙ্গে দেখা হয়ে যেতে পারে।
আরও পড়ুন - Daily Astrology: আজ পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এই রাশির জাতকরা
কন্যা- অতীতের সাফল্যের কারণে বর্তমান ও ভবিষ্যতে অনেক বেশি লাভবান হতে পারেন।নতুন মানুষদের সঙ্গে পরিচয় হতে পারে। সাফল্যের দরজা খুলে যেতে পারে। স্বামী - স্ত্রীর মধ্যে সম্পর্কে জটিলতা। পুরনো প্রেম জীবনে ফিরতে পারে।
তুলা- কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন। কোনও একজন ব্যক্তিকে ঘিরে সন্দেহ দানা বাঁধতে পারে মনে। যাঁরা চাকরি করেন, তাঁদের জন্য দিনটি অত্যন্ত শুভ। পুরনো প্রেম জীবনে ফিরতে পারে
বৃশ্চিক- সন্ধের পর সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক সময় কাটতে পারে। চলাফেরায় অত্যধিক সাবধানতা জরুরি। পড়ে গিয়ে চোট লাগার সম্ভাবনা। পুরনো কোনও কাজের জন্য পস্তাতে হতে পারে। কোনও মূল্যবান দ্রব্য হারিয়ে ফেলতে পারেন।
ধনু- সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায়ে আরও কঠোর হওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মুগ্ধ করে দেবে। কাজের কারণে ক্ষতিকর প্রভাব পড়তে পারে ব্যক্তিগত জীবনে। ভুল মন্তব্যের জেরে প্রিয়জনের মনে দুঃখ দিয়ে ফেলতে পারেন।
মকর- যেকোনও কাজই মন - প্রাণ দিয়ে করা প্রয়োজন। এই চারিত্রিক বৈশিষ্ঠ্যই সাফল্য এনে দিতে পারে। একার কাঁধে অনেক দায়িত্ব নিতে হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ।
কুম্ভ- অফিসে বসের সঙ্গে বিতর্ক বিবাদে বিপত্তির আশঙ্কা। কথা বলার সময়ে সাবধান থাকা প্রয়োজন। সহকর্মীদের সমর্থন পেতে পারেন। গুরুজনের চিকিতসা বিভ্রাটে হয়রানির শিকার হতে পারেন। নতুন সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে।
মীন- ব্যক্তিগত জীবনের পুরনো অভিজ্ঞতা থেকে জটিল পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন। যেকোনও কাজে সঙ্গীকে পাশে পাবেন। ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে।