কলকাতা: আজ ২৭ অক্টোবর, বৃহস্পতিবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে? (Daily Horoscope) কী বলছে আপনার রাশি? চলুন জেনে নেওয়া যাক। তবে জেনে নেওয়ার আগে মনে রাখবেন, দিন-রাতের মতোই আলো-অন্ধকার রয়েছে আমাদের ভাগ্যচক্রেও।


মেষ-  অত্যধিক পরিশ্রমে শারীরিক ও মানসিক ক্লান্তি দেখা দিতে পারে। সন্তানের আচরণের জন্য অপমানিত হওয়ার আশঙ্কা। পুরনো কাজ এখনই সেরে ফেলা দরকার। চিকিৎসা এবং সমাজের নানা কাজের সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিদের জন্য দিনটি শুভ।


বৃষ- বাড়িতে একাধিক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকতে হতে পারে। অত্যধিক বিশ্বাস করা ব্যক্তির কাছ থেকে ঠকতে হতে পারে। স্বাস্থ্য ভোগাবে না। প্রিয়জনদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ।


মিথুন- আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পারলে বিপত্তির আশঙ্কা। দিনের অনেকটা সময় ব্যস্ততার মধ্যে কাটবে। প্রিয়জনের সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা। দিনের শেষে কোনও সমস্যা মেজাজ খারাপ করে দিতে পারে। টেনশন কাটানোর জন্য বিরতি নেওয়া প্রয়োজন।


কর্কট- একাকিত্ব অনুভব করতে পারেন। কাজের ক্ষেত্রে আজকের দিন খুব একটা সফল না হলেও বিশেষ কোনও ক্ষতিও হওয়ার সম্ভাবনা নেই। সন্তান সঙ্গে থাকার পরও খালি খালি মনে হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। বড় বিনিয়োগে লাভের মুখ দেখতে পারেন।


সিংহ- ব্যবসায়ীদের আজ বড় কোনও বিনিয়োগ না করাই শ্রেয়। বিজনেস টাইকুন হওয়ার স্বপ্ন ভেঙে যেতে পারে। অন্য রোজগারের রাস্তা খুলে যেতে পারে। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা।


কন্যা- আর্থিক পরিস্থিতি চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। অত্যধিক খরচে সঞ্চয়ে ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা। ব্যবসায়ীরা আজ বড় কোনও ডিল করলে লাভের মুখ দেখতে পারেন। সন্ধ্যের পর কোনও পুরনো আশা পূরণ হতে পারে।


তুলা- পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি বিশেষভাবে কাটতে পারে। ভ্রমণের পরিকল্পনা হতে পারে। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে পিকনিক বা পার্টির আয়োজনে বাড়িতে আনন্দ। কোনও আধ্যাত্মিক জায়গায় ভ্রমণে মানসিক শান্তি বৃদ্ধি।


বৃশ্চিক- স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সৌভাগ্যক্রমে খাবার থেকে হওয়া সমস্যা কেটে যেতে পারে। কেরিয়ারে নানা ওঠা পড়া আসার সম্ভাবনা। আয়ের নতুন রাস্তা খুলে যেতে পারে।


ধনু- স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা। মাতৃস্থানীয় কারও কাছ থেকে সম্পত্তি লাভ হতে পারে। শিল্পীদের জন্য দিনটি শুভ। কেরিয়ারে নতুন মোড় আসতে পারে।


মকর- কোনও বিশেষ প্রজেক্টে কাজের সুবাদে বিদেশ ভ্রমণের যোগ। সিদ্ধান্তহীনতায় না ভুগে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। জীবনে কী চাইছেন, তা আগে ঠিক করে নেওয়া জরুরি। তবেই লক্ষে পৌঁছনো সম্ভব। কঠোর পরিশ্রমের ফলে প্রশংসিত হতে পারেন।


কুম্ভ- অলসতায় শুভ যোগ হাতছাড়া হওয়া সম্ভাবনা। প্রিয়জনের সঙ্গে সম্পর্কে দূরত্ব বাড়তে পারে। সহকর্মীদের কূটচালে অফিসে অপমানিত হওয়ার আশঙ্কা। সঙ্গীর অহেতুক চাহিদায় মানসিক যন্ত্রণা দেখা দিতে পারে।


মীন- স্বাস্থ্যের দিকে নজর না দেওয়ার ফলে সমস্যা বৃদ্ধি। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা দরকার। মধুর বাক্য ও ব্যবহারের জন্য প্রশংসিত হতে পারেন। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন।