How To Buy Used Cars: অনেক সময় কম বাজেটের কারণে পুরনো গাড়ির দিকে ঝোঁকে ক্রেতারা। কেউ কেউ অবশ্য পুরনো গাড়িতে 'হাত পাকিয়ে' নতুন গাড়ি কেনার কথা ভাবেন।সেই ক্ষেত্রে কম দাম দেখেই পুরনো গাড়ি কিনবেন না। ব্যবহৃত গাড়ি কেনার আগে দেখে নিন এই বিষয়গুলি।


গাড়ি ভালোভাবে চেক করুন


ব্যবহৃত গাড়ি কেনার আগে একবার ভাল করে যাচাই করে নিতে হবে। এই যাচাই পদ্ধতির মাধ্যমে আপনি গাড়ির ত্রুটিগুলি সম্পর্কে জানতে পারবেন। পরে সেই অনুযায়ী আপনি গাড়িটির জন্য কতটা ব্যয় করতে হবে তার মূল্যায়ন করতে পারবেন।


আরসি বুক চেক করুন


একটি ব্যবহৃত গাড়ি কেনার আগে অবশ্যই এর RC যাচাই করে নিন, যাতে আপনি গাড়ি সংক্রান্ত সব বিবরণ জানতে পারবেন। এতে গাড়িটি বিক্রি করা ব্যক্তি এর আসল মালিক কিনা তাও জানা যাবে। এর সঙ্গে আপনি গাড়ির চালান ও বকেয়া ট্যাক্স সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবেন। যাতে পরবর্তীতে আপনার কোনও সমস্যা না হয় সেই বিষয়ে আগে থেকেই সজাগ হোন।


রেকর্ড সার্ভিস চেক


একটি ব্যবহৃত গাড়ি কেনার আগে এর পরিষেবা রেকর্ডটি ভালভাবে পরীক্ষা করুন। এই তথ্য আপনাকে দুর্ঘটনা বা গাড়ির প্রতিস্থাপিত অংশ সম্পর্কে তথ্য দেবে। যা গাড়ির নির্ভরযোগ্যতা বাড়াতে সাহায্য করে।


বিমার বিষয়ে চেক করুন


গাড়ির বিমা রেকর্ডটিও পরীক্ষা করে দেখুন। এই কাজ করলে গাড়ি আগে কোনও দুর্ঘটনার কবলে পড়েছে কিনা তা জানতে পারবেন। এর মাধ্যমে গাড়ির আসল মূল্যও জানা যাবে।


গাড়ি চালিয়ে বুঝে নিন অবস্থা 


একটি পুরনো গাড়ি কেনার আগে, প্রথমে এটি চালান পরীক্ষা করে নেওয়াটাই ভাল। যদি সম্ভব হয় তবে এটি একজন মেকানিককে দিয়ে পরীক্ষা করান। গাড়ির ইঞ্জিনের শব্দ ও অন্যান্য অংশ থেকে আসা শব্দগুলি গাড়ির অবস্থা সম্পর্কে অনেকাংশে ধারণা দেয়।


আরসি ট্রান্সফার করাতে হবে


আপনি যখনই একটি ব্যবহৃত গাড়ি কিনবেন, প্রথমে এর আরসি ট্রান্সফার করে নিন, যাতে আপনাকে পরবর্তীতে মালিকানা সংক্রান্ত কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়।


আরও পড়ুন : Six Airbag in Cars: জীবন রক্ষাকারী গাড়ি বলা যেতে পারে এই গাড়িগুলিকে, জেনে নিন কী বিশেষত্ব রয়েছে


Car loan Information:

Calculate Car Loan EMI