কলকাতা: কী রয়েছে রাশিফলে? কী ইঙ্গিত পাওয়া যাবে? দিনের শুরুতে এমন প্রশ্ন হামেশাই অনেকের মনে আসে। তাঁদেরে জন্যই রইল দৈনন্দিন রাশিফল।


মেষ:  দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে আসছেন। হয়তো মনে হচ্ছে তাতে কোনও লাভ হচ্ছে না। ভেঙে পড়বেন না। ধৈর্য ধরুন, আগামী কিছুদিনের মধ্যে পরিশ্রমের ফল পাবেন। 


বৃষ : নিজের জন্য সময় বের করুন। পুরনো কোনও হবি থাকলে তা নতুন করে শুরু করতে পারেন। অথবা নতুন কোনও হবি অভ্যাস করতে পারেন।  


মিথুন : পরিবারকে সময় দিন। কাছের কোনও ব্যক্তির উপকার করতে চাইলে একটু সময় নিন। তাঁকে তাঁর পরিকল্পনা জিজ্ঞেস করুন, তারপরে প্রয়োজন মতো সাহায্য করুন।


কর্কট : আগে কোনও ভুল থেকে শিক্ষা নেবেন। অযথা মন খারাপ করে থাকবেন না, ভুল শুধরে নেওয়ার চেষ্টা করাই ভাল। আগে ভুল শুধরে নিলে ভাল ফলও মিলবে। 


সিংহ : সমালোচনা শুনবেন কিন্তু বেশি গুরুত্ব দেবেন না। সমালোচকদের সন্তুষ্ট করার জন্য নিজের উপর বেশি চাপ না আনাই ভাল। শুভানুধ্যায়ীদের সঙ্গে সময় কাটান। পছন্দের কারও সঙ্গে ভাল সময় কাটতে পারে।   


কন্যা :  সবকিছু আপনার মনের মতো করে না চলতেই পারে। তার জন্য ভেঙে পড়বেন না। সেটাকে একা ছেড়ে দেওয়াই ভাল। কোনও সমস্যা আপনার সমাধানের বাইরে হলে তার জন্য বেশ চিন্তা করবেন না। 


তুলা : অতিরিক্ত গায়ে পড়া লোকজন এড়িয়ে চলুন। নিজের জীবনে কারও অতিরিক্ত হস্তক্ষেপ কখনই মেনে নেওয়া উচিত না। ঝগড়া করবেন না। নরম ব্যবহার করে কাজ হাসিল করুন ।


বৃশ্চিক : আপনার ঘনিষ্ঠ কেউ বা পরিবারের কোনও সদস্য তাঁর লক্ষ্যপূরণে সমর্থ হবেন বা তাঁর কোনও কাজে সাফল্য আসবে। নিজের জন্য সময় বের করুন। পছন্দের সঙ্গীর সঙ্গে ভাল মুহূর্ত কাটাতে পারেন।


ধনু : কাউকে আড়াল করা বা কারও বিপদে সাহায্য করা ভাল উদ্যোগ। তবে যা করবেন আগে ভেবেচিন্তে করবেন। কারণ এমন কোনও ঘটনা আড়াল করতে হতে পারে যা আদতে প্রকাশ্যে আসবেই। অথবা এমন কোনও কাজে পাশে দাঁড়াতে হবে যা এমনিতেই ব্যর্থ হবে।


মকর : আপনি কঠিন চ্যালেঞ্জ নিতে ভালবাসেন। সেগুলি অতিক্রমও করেন। মনের জোর রাখুন। প্রতিদিন কোনও না কোনও ক্ষেত্রে নতুন উচ্চতা ছোঁওয়া আপনার প্য়াশন। 


কুম্ভ : কোনও সঙ্গীর বিষয়ে সন্দেহ বা হতাশা জাগতে পারে। তবে সেটিকে পাত্তা দেবেন না। সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। আপনার সঙ্গে তাঁর বোঝাপড়াতেও কোনও সমস্যা হবে না।  


মীন : নিজের প্রয়োজন সম্পর্কে আন্দাজ রাখুন। সব একসঙ্গে হাতে আসে না। সব একসঙ্গে পাওয়ার চেষ্টা করাও উচিত নয়। যতটুকু প্রয়োজন, আপাতত ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকুন।