কলকাতা: আধার কার্ডের (Aadhar Card) সঙ্গে রেশন কার্ড (Ration Card) সংযুক্ত না হলেও আর সমস্যা নেই। খুব সহজেই আপনার হাতে এসে যাবে রেশন। তবে এর জন্য জেনে নিতে হবে একটি ছোট্ট নিয়ম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ‘ফর্ম ১৫’ (Form 15) নামের একটি নতুন পদ্ধতি চালু করতে চলেছেন। তার মাধ্যমে আপনার হয়ে অন্য লোক, যাকে আপনি মনোনীত করবেন, তিনি রেশন তুলতে পারবেন এবং পৌঁছে দিতে পারবেন আপনার হাতে। কীভাবে হবে এই সমাধান জেনে নিন। 


ফর্ম ১৫- র মাধ্যমে আপনি আপনার পরিচিত দু’জনকে মনোনীত করতে পারবেন, যাঁরা আপনার হয়ে রেশন তুলতে পারবেন। এক্ষেত্রে একটা বিষয়ে বিশেষ ভাবে নজর দিতে হবে। মনে রাখতে হবে আপনি যে দোকান থেকে রেশন তোলেন, ওই দুই ব্যক্তিকেও সেই দোকানের গ্রাহক হতে হবে এবং অতি অবশ্যই দু’টি আলাদা পরিবারের সদস্য হতে হবে। তাহলেই আপনি ফর্ম ১৫- র মাধ্যমে ওই দুই নির্দিষ্ট ব্যক্তিকে মনোনীত করতে পারবেন যাঁরা আপনার পরিবর্তে রেশন তুলতে পারবেন। এই ফর্ম ১৫ অনলাইনেও জমা দেওয়া যাবে। কিংবা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরেও জমা দিতে পারেন গ্রাহক।


 






এবার জানা দরকার ডিজিটাল রেশন কার্ড এবং আধার কার্ড সংযুক্ত করার ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে 


১। হয়তো আপনি আধার কার্ডের জন্য আবেদন করেছেন, কিন্তু এখনও হাতে পাননি। কবে পেতে পারেন তাও জানতে পারেননি। 


২।  এছাড়াও হতে পারে হয়তো আধার কার্ড তৈরির সময় আপনার আঙুলের ছাপ মিলছে না।


উক্ত সমস্যাগুলি দেখা দিলে আপনি ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করার ক্ষেত্রে অসুবিধায় পড়তে পারেন। তবে এবার আধার এবং রেশন কার্ড সংযুক্ত না হলেও সমাধানের ব্যবস্থা রয়েছে। রাজ্যবাসী যাতে রেশন পাওয়া থেকে বঞ্চিত না হন, সেই জন্যই চালু হচ্ছে এই নতুন নিয়ম ফর্ম ১৫। অর্থাৎ আপনার আধার কার্ড না থাকলে কিংবা আধার কার্ড এবং ডিজিটাল রেশন কার্ডের সংযুক্তিকরণ সঠিকভাবে না হলেও আপনি অন্যের মারফত রেশন পেতে পারবেন।


আরও পড়ুন- মেয়ের বিয়ের চাপ কমবে ! ৫১,০০০ টাকা দেবে সরকার