কলকাতা: কেমন যাবে আজকের দিন, দেখে নিন আপনার রাশিফল
মেষ রাশি- খাবারের মান নিয়ে সতর্ক থাকুন। অকারণে অতিরিক্ত মানসিক চাপ নেবেন না, কোনওরকম স্ট্রেস নেবেন না। খরচের দিকে নজর রাখুন নয়তো ভবিষ্যতে সমস্যায় পড়বেন। কাজ নিয়ে কোনওরকম চিন্তায় থাকতে পারেন। ঘনিষ্ঠ কারও জন্য সময় বাঁচিয়ে রাখুন। অভিজ্ঞ কারও থেকে পরামর্শ পেলে তা নিজের কাজে ব্যবহার করতে পারেন।
বৃষ রাশি- নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। কারও সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকুন। কাওকে এমন কথা বলবেন না যাতে তাঁর খারাপ লাগতে পারে। সঙ্গীর সাহায্যে আর্থিক টানাপড়েন কাটিয়ে উঠতে পারবেন। বিকেলের দিকে কোনও সুখবর পেতে পারেন। ঘনিষ্ঠ কারও কথা মনে পড়তে পারে। কর্মক্ষেত্রে সব সহকর্মীদের সাহায্য় পাবেন না। প্রয়োজনে নিজের পরিকল্পনা বদল করুন। আপনার কোনও ব্যবহারে আপনার সঙ্গীর খারাপ লাগতে পারে।
মিথুন রাশি- অতিরিক্ত উত্তেজনা আপনার স্বাস্থ্যের জন্য ভাল নয়। আপনার শরীর খারাপ হতে পারে। নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখুন। পিতা-মাতার কাছ থেকে সঞ্চয় নিয়ে পরামর্শ পেতে পারেন। সেইমতো চলতে পারেন। কাজের চাপের জন্য মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়তে পারেন। আপনার কাজের জন্য অফিসের পরিস্থিতি ভাল হবে।
কর্কট রাশি- কোনও সৃষ্টিশীল কাজে মন দিন। মানসিকভাবে ভাল থাকবেন। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। কিন্তু খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, সেই কারণেই আপনার পরিকল্পনা হোঁচট খাবে। বন্ধুবান্ধবদের উপেক্ষা করবেন না। কিছুটা সময় বের করে সামাজিক বৃত্তে মেলামেশা করুন। সঙ্গীর সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কথা বলার সময়েও সতর্ক থাকুন।
সিংহ রাশি- চোখের সমস্যা থাকলে সতর্ক হোন। সাবধানে থাকুন। আটকে থাকা টাকা হাতে আসতে পারে। পরিবারের সদস্যরা আপনার কাছ থেকে কিছু চাইতে পারেন। কোনও বাধা এলেও ঘাবড়ে যাবেন না। ব্যবসায়ীদের নতুন কোনও ব্যবসায়িক যোগাযোগ হতে পারে।
কন্যা রাশি- কোনও বন্ধুর স্বার্থপর ব্যবহার আপনাকে কষ্ট দিতে পারে। মানসিক ভাবেও ধাক্কা লাগতে পারে। রিয়েল এস্টেটে লগ্নি করতে পারেন। পড়াশোনা বা কেরিয়ারে সঙ্গে সামাজিক বৃত্তে মেলামেশা, অবসর সময় কাটানোর বিষয়টিরও ভারসাম্য বজার রাখুন। ঘনিষ্ঠ কেউ পাশে না থাকায় একা লাগতে পারে। ঝগড়া হলেও কড়া কথা বলবেন না।
তুলা রাশি- কিছুদিন ধরে খুব মানসিক চাপে রয়েছেন। এখন কিছুটা অবসর সময় কাটান। কোথাও ঘুরে আসতে পারেন। নিজের পছন্দের কোনও কাজ করতে পারেন। এদিন কোনও কারণে খরচ বেশি হতে পারে। ঘনিষ্ঠ কারও সঙ্গে ভাল সময় কাটাতে পারেন। পুরনো সম্পর্কের কেউ জীবনে উঁকি দিতে পারে।
বৃশ্চিক রাশি- স্বাস্থ্যের দিক থেকে এদিনটা ভাল যাবে। জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি আপনাকে আত্মবিশ্বাস জোগাবে। নতুন কোনও আর্থিক চুক্তি হতে পারে, আপনার হাতে নতুন অর্থরাশি আসতে পারে। নিজের রাগ-দুঃখের উপর নিয়ন্ত্রণ রাখুন। কর্মক্ষেত্রে সবরকম সাহায্য পাবেন। কাজের ক্ষেত্রে এগোতে পারবেন। এদিন আপনার সামাজিক মেলামেশা পছন্দ নাও হতে পারে।
ধনু রাশি- নিজের জীবনের দিকে খেয়াল রাখুন। বিনিয়োগের দিকে নজর দিন। তবে তার আগে বিশেষজ্ঞের থেকে ভালভাবে পরামর্শ নিন। নিজের সম্পর্কে কোনও গোপন কথা কাউকে বলে দেবেন না। আপনার পরিকল্পনা আপনার সঙ্গীর ভাল লাগবে। এদিন ভ্রমণের জন্য ভাল দিন নয়।
মকর রাশি- নতুন কিছু শেখার ভাল দিন এটি। আপনার বয়স যাই হোক। আপনার বয়স শেখায় বাধা হবে না। সন্দেহজনক কোনও জায়গায় বিনিয়োগ করবেন না। প্রেমের সম্পর্ক এদিন ভাল যাবে। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। যা করতে পারবেন না, সেই কথা রাখবেন না। অবসর সময়টা বাড়ির লোকের সঙ্গেই কাটান।
কুম্ভ রাশি- প্রতিদিনের রুটিনের বদল করতে পারেন। কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারেন। কারও সাহায্য় ছাড়াই রোজগার বৃদ্ধি হবে আপনার। সন্ধেয় জীবনসঙ্গী বা পরিবারের লোকের সঙ্গে কাটান। কোনও বিতর্কিত আলোচনায় যোগ দেবেন না। নিজের লক্ষ্যপূরণের জন্য কোনও কাজ হাতে আসতে পারে। সঙ্গীকে একান্ত সময় উপহার দিতে পারেন।
মীন রাশি- অতিরিক্ত স্বপ্ন দেখা ভাল নয়। ভাল কোনও দিকে নিজের সময় দিন। আর্থিক কোনও চিন্তার জন্য পরিবারে উদ্বেগ হতে পারে। আত্মীয়তার টানাপড়েন ঠান্ডা মাথায় মেটান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিজের কাজ দেখিয়ে তুষ্ট করতে পারবেন। পড়ুয়ারা এদিন একটু আলসেমি দেখাতেই পারে। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা।
আরও পড়ুন: রাশিতে বুধের স্থান পরিবর্তন, আগামী ২ মাস ভাগ্যে লক্ষ্মীলাভ ৫ রাশির