কলকাতা : আজকের দিনটা কেমন যাবে ? দেখে নিন রাশিফলে।
মেষ : কাজের জায়গায় নতুন দায়িত্ব নিলে উন্নতি হবে। যদি স্বাস্থ্যবান থাকেন, নিজের সহ্যশক্তি বাড়াতে সক্ষম হবেন। সম্পত্তি সংক্রান্ত বিবাদে জড়িতে পড়তে পারেন।
বৃষ : বাড়িতে সব জিনিস সুশৃঙ্খলভাবে রাখুন। যারা নাগাড়ে অসুস্থ হয়ে চলেছেন, তাঁরা এবার সুস্থ হয়ে উঠবেন। বাড়ি সংস্কারের কাজ শুরু করার কথা এবার ভাবতে পারেন।
মিথুন : আজ দিনটি ইতিবাচক। কর্মপ্রার্থীরা ভাল সুযোগ পেতে পারেন। উদ্বেগ আপনার স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলবে।
কর্কট : দিনটি শান্ত ও এনার্জিতে পূর্ণ থাকবে। কোথায় কোথায় খরচ করছেন, তার একটা হিসাব রাখুন। কারণে, অকারণে খরচে সমস্যায় পড়তে পারেন। ছাত্রদের পক্ষে দিনটি ভাল যাবে।
সিংহ : চাকরি পরিবর্তনের ভাল সুযোগ। যখন সমস্যায় থাকবেন, তখন পরিবারের সদস্যদের সাহায্য চান। কেউ কেউ কাছেপিঠের গন্তব্যে বেড়াতে যেতে পারেন। সম্পত্তি বিক্রয়ে সাফল্য পেতে পারেন।
কন্যা : কাজের জায়গায় নিজের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। কেউ কেউ বসের বসের প্রিয় পাত্র হয়ে উঠতে পারেন। পারিবারিক জীবন উদ্বেগের হয়ে উঠতে পারে। ছাত্ররা ভাল পারফর্ম করতে পারেন।
তুলা : জীবনের বিভিন্ন দিক আনন্দ ও সাফল্য নিয়ে আসবে। যদি টাকা কোনও ইস্যু হয়, তাহলে সাবধানে এগোন। বাড়িতে চলতে থাকা উদ্বেগ কাটানোর চেষ্টা করুন।
বৃশ্চিক : আজ অনেক আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে। কর্মক্ষেত্রে লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছে যাবেন। আপনাদের মধ্যে কেউ কেউ বন্ধুদের সঙ্গে ভ্রমণে যেতে পারেন।
ধনু : কাজের জায়গায় নিজের লক্ষ্য ও প্রোমোশনের জন্য নিবেদিত থাকবেন। আজ শরীর ভাল থাকবে। একা একা ভ্রমণে বেরনোর ইচ্ছে হতে পারে।
মকর : কঠোর পরিশ্রম করলে পেশার জগতে লক্ষ্যে পৌঁছতে পারবেন। ভালবাসার মানুষের সঙ্গে আলোচনা করুন। যোগা করুন।
কুম্ভ : আজকের সকালটা মনোরম। জোরে গাড়ি চালাবেন না। রিয়েল এস্টেটে বিনিয়োগের ভাল সময়।
মীন : আপনার প্রচেষ্টায় পারিবারিক জীবনে শান্তি আসবে। ভাল খাওয়া-দাওয়া করুন। আপনাদের মধ্যে কেউ কেউ বাড়ি নির্মাণ বা সংস্কারের কাজ শুরু করতে পারেন।
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।