ফেব্রুয়ারি মাসে মার্গী বৃহস্পতির বিশেষ প্রভাব থাকবে। পাশাপাশি এই মাসে সূর্য গোচর ও বুধ এবং শুক্রের যুতির প্রভাবও থাকবে। এমন পরিস্থিতিতে মেষ, মিথুন ও তুলা রাশির জাতকরা শুভ ফলাফল পাবেন এবং বিশেষ লাভ অর্জনের সম্ভাবনাও রয়েছে। আর্থিক ক্ষেত্রে উন্নতির পাশাপাশি পদ ও প্রভাব বাড়বে। 


মেষ রাশি (Aries Zodiac)


মেষ রাশির জাতকদের জন্য মাসের সূচনা অত্যন্ত ভাল। পুরনো সমস্যা থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে বুদ্ধি ও বিচক্ষণতার দ্বারা বিরোধীদের ষড়যন্ত্র বাঞ্চাল করতে পারেন। আইনি মামলায় আপনার পক্ষে সিদ্ধান্ত আসবে। স্বাস্থ্য ভালো থাকবে। চাকরিজীবী জাতকদের আয় বৃদ্ধি হবে। আবার ব্যবসায়ীরা কাঙ্খিত লাভ অর্জন করবেন। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে। 


বৃষ রাশি (Taurus Zodiac)


বৃষ রাশির জাতকদের সময় নিয়ন্ত্রণে রাখতে হবে। ভেবেচিন্তে কথা বলুন। পরিশ্রমের পরই সাফল্য ও ধন অর্জন করতে পারবেন। চাকরিজীবী জাতকরা কারও ওপর নিজের কাজ ছাড়বেন না। ব্যবসায়ীরা ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন, তা না-হলে লাভের পরিবর্তে লোকসান হবে। পুরনো রোগ পুনরায় দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। 


মিথুন রাশি (Gemini Zodiac)


মিথুন রাশির জাতকদের জন্য দিনটি সাধারণত অনুকূল থাকবে। মাসের শুরুতে বহু প্রতীক্ষিত পদোন্নতি সম্ভব। আবার দীর্ঘদিন ধরে পছন্দ মতো স্থানে বদলি বা গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভের চেষ্টা করে থাকলে সেই ইচ্ছাও এবার পূরণ হবে। এ সময় ধনলাভ ও পারিবারিক সুখ বৃদ্ধি গহে।


কর্কট রাশি (Cancer Zodiac)


কর্কট রাশির জাতকদের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে জীবনে বড়সড় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে এই রাশির জাতকদের। জীবনে আপনার ইচ্ছানুযায়ী ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। দীর্ঘদিন ধরে রোজগারের সন্ধানে রয়েছেন যে জাতকরা, তাঁরা এ মাসে সুসংবাদ পেতে পারেন। আবার ব্যবসা বিস্তারের পরিকল্পনা করছেন যে জাতকরা, তাঁদের জন্যও সময় শুভ।


সিংহ রাশি (Leo Zodiac)


সিংহ রাশির জাতকরা এই দিনে ভালো সাফল্য লাভ করতে পারেন। পদোন্নতি ও ধন লাভের যোগ রয়েছে। বরিষ্ঠ আধিকারিক ও ব্যক্তির সাহায্যে দীর্ঘদিন থেকে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। কেরিয়ার ও ব্যবসায় কাঙ্খিত সাফল্য অর্জন করতে পারবেন। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। চাকরিজীবী জাতকরা আয়ের অতিরিক্ত উৎস পাবেন।


কন্যা রাশি (Virgo Zodiac)


কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে মান-সম্মান বাড়বে। ব্যবসায়ীরা সমস্যা সত্ত্বেও ধনলাভ করতে পারবেন। জমি-বাড়ি সংক্রান্ত বিবাদের সমাধানের জন্য অধিক দৌড়ঝাপ করতে হবে। চাকরিজীবী মহিলাদের জন্য সময় কঠিন। বাড়ি ও অফিসের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হবে তাঁদের জন্য। অর্থ ব্যয়ের কারণে বাজেট ভেস্তে যেতে পারে।


তুলা রাশি (Libra Zodiac)


সৌভাগ্য বৃদ্ধি হবে তুলা রাশির জাতকদের। পরিকল্পিত কাজ সম্পন্ন করতে পারবেন। কাজ ও ব্যবসায় উন্নতি হবে এই রাশির জাতকদের। পরিবারের কোনও সদস্যের সঙ্গে সম্পর্কযুক্ত সুসংবাদ পেতে পারেন। বহুদিন ধরে আটকে থাকা অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন। কোনও বিশেষ কাজ সম্পন্ন করার ক্ষেত্রে ভাই-বন্ধুদের সঙ্গে সাহায্য পাবেন। প্রেম সম্পর্কের জন্যও এই মাসটি অনুকূল। প্রেম সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হবে। প্রেম বিবাহের জন্য পরিবারের সদস্যরা রাজি হতে পারেন।


বৃশ্চিক রাশি (Scorpio Zodiac)


বৃশ্চিক রাশির জাতকরা মিশ্র ফলাফল পাবেন। কাঙ্খিত সহযোগিতা না-পাওয়ায় হতাশ হবেন। কাজের কারণে অবসাদ বাড়তে পারে। কোনও অসুস্থতার কারণে চিন্তিত হবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আইনি মামলা থেকে স্বস্তি পাবেন। হঠাৎই কাজের চাপ বাড়বে। এই কাজ সম্পন্ন করার জন্য অতিরিক্ত পরিশ্রম ও চেষ্টা চালাতে হবে।


ধনু রাশি (Sagittarius Zodiac)


ধনু রাশির জাতকরা প্রত্যাশা অনুযায়ী সাফল্য লাভ করতে পারবেন। তবে অতি উৎসাহিত হবেন না। পরীক্ষা ও প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন যে ছাত্রছাত্রীরা তাঁরা কাঙ্খিত সাফল্য অর্জন করতে পারেন। রোজগারের সন্ধানে রয়েছেন যাঁরা, তাঁরা এবার সাফল্য অর্জন করতে পারেন। চাকরিজীবী জাতকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। বিদেশে ব্যবসা ও কেরিয়ার গড়ে তোলার চেষ্টা করছেন যে জাতকরা, তাঁদের পথে আগত বড়সড় বাধা দূর হবে।


মকর রাশি (Capricorn Zodiac)


মকর রাশির জাতকদের জন্য দিনটি শুভ। ছোট-বড় সমস্ত সমস্যা সহজেই দূর করতে পারবেন। সমস্ত বাধা ও বিঘ্ন দূর হওয়ায় সাফল্য ও অর্থলাভ করতে পারেন। চাকরিজীবী জাতকরা আয়ের অতিরিক্ত উৎস পাবেন। সঞ্চিত ধন বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্র ও পরিবারে সৌভাগ্য, মান-সম্মান লাভ করতে পারবেন। আপনার সিদ্ধান্ত সকলের দ্বারা প্রশংসিত হবে।


কুম্ভ রাশি (Aquarius Zodiac)


কুম্ভ রাশির জাতকদের ওঠাপড়ায় ভরে থাকবে। কর্মক্ষেত্রে কোনও গাফিলতি করবেন না, তা না-হলে আধিকারিকরা রেগে যেতে পারেন। কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে সতর্ক থাকুন। ব্যবসায়ীরা ভালো মুনাফা অর্জন করবেন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সফল হবে। সুখ-সুবিধার বস্তু ক্রয় করবেন। কমিশন ও লক্ষ্য নির্ভর কাজ করার জন্য সময় শুভ।


মীন রাশি (Pisces Zodiac)


মীন রাশির জাতকরা মিশ্র ফলাফল পাবেন। ভেবেচিন্তে অর্থ ও সময় ব্যয় করুন। তা না-হলে অযথা কষ্ট হতে পাপে। মাসের শুরুতে কোনও বড়সড় অভিজ্ঞতা অর্জন করতে পারেন। যার ফলে কর্মক্ষেত্র ও পরিবারে মান-সম্মান পাবেন। দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন যাঁরা, তাঁরা মাসের শুরুতে কোনও বড়সড় প্রস্তাব পেতে পারেন।



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে