কলকাতা : শুক্রবারের ভাগ্য কেমন কাটবে আপনার? দেখে নিন আজকের রাশিফল



মেষ রাশি- গাড়ি কেনাবেচার পরিকল্পনা করতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে কোন কারণে কলহ বাধতে পারে। ছোটখাটো আঘাত লাগার আশঙ্কা। কারও উপকার করতে গিয়ে হেনস্থা হতে হবে। কাজের জন্য সন্তানদের নিয়ে দূরে যেতে হবে। বড় কোনও ভুল করতে গিয়ে বন্ধুর জন্য সামলে নেবেন।


বৃষ রাশি- ব্যবসায় প্রচুর লাভের আশা রাখতে পারেন। খারাপ খাবার খাওয়ায় পেটের সমস্যা হতে পারে। কোনও ভাল কাজে সুনাম প্রাপ্তি হতে পারে। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে। নতুন বন্ধুর সঙ্গে পরিচয় ঘনিষ্ঠ হতে পারে। ব্যক্তিগত কারণে কর্মস্থানে অশান্তি বাধতে পারে। 


মিথুন রাশি- বাড়তি কিছু খরচের জন্য চিন্তা বাড়তে পারে। ঝুঁকি রয়েছে, এমন কাজ না করাই ভাল। নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। সম্মান প্রাপ্তির যোগ।


কর্কট রাশি- বাড়তি কথা আজ বিবাদ ঘটাতে পারে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি লাভ। পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি। বাড়িতে কোনও অতিথি আসার যোগ


সিংহ রাশি- দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে। ভ্রমণের ব্যবস্থা হতে পারে। লোকের সঙ্গে যোগাযোগ ভাল হবে। উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে কর্মে কোনও প্রকার সাহায্য পেতে পারেন। অংশিদারী ব্যবসায় খুব ভাল ভাবে নজর রাখুন।


কন্যা রাশি- কেনাবেচা করার জন্য দিনটি শুভ। বয়স্কদের কথা মেনে চললে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। কোনও জিনিসপত্র হারাতে পারে। কর্মস্থানে কোনও প্রকার বাধা আসতে পারে। কারও শরীরের সমস্যা নিয়ে ব্যস্ত হতে হবে। কাজের পরিধি বাড়তে পারে। বাড়িতে তুচ্ছ কারণে তুমুল অশান্তি বাধতে পারে।


তুলা রাশি- ব্যবসায় চাপ আসতে পারে। অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি পাওয়ায় অসুস্থ হওয়ার আশঙ্কা। সন্তানদের চাকরির খবর পেতে পারেন। উকিলদের জন্য সামনে শুভ সময়। ভাই-বোনের অশান্তিতে কোনও অপর ব্যক্তির দ্বারা সমঝোতা হতে পারে। লেনদেনের কাজ নিয়ে সময় কেটে যাবে।


বৃশ্চিক রাশি- কাজের চাপ বাড়তে পারে। বাড়িতে পুজোপাঠ নিয়ে আনন্দ। বয়সে বড় কোনও ব্যক্তির সঙ্গে অযথা তর্ক করবেন না। ব্যবসায় ভাল ফলের আশা করা যায় ও সঞ্চয়ের যোগ আছে। 


ধনু রাশি- দুশ্চিন্তা বাড়তে পারে। ব্যবসায় নতুন করে অর্থ বিনিয়োগ করবেন না। উচ্চপদস্থ ব্যক্তির জন্য কর্মস্থানে বিপন্মুক্ত হতে পারেন। প্রিয় ব্যক্তির কাছ থেকে কটু কথা শুনতে হতে পারে। দাম্পত্য জীবন খুব ভাল যাবে না।


মকর রাশি- অতিরিক্ত আবেগ ক্ষতিকর হতে পারে। সম্পত্তি নিয়ে গুরুজনের সঙ্গে বিবাদ বাধতে পারে। মাথা ঠান্ডা রেখে এ সপ্তাহে সব কাজ করতে হবে, না হলে বিপদ ঘটতে পারে। কোনও নতুন খবর মনে আনন্দ বাড়াতে পারে।


কুম্ভ রাশি- ভাইবোনের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। সঙ্গীতশিল্পীদের শুভ সময়। সাহসের সঙ্গে শত্রুর মোকাবিলা করুন, জয় নিশ্চিত। এ সপ্তাহে প্রচুর খরচ বাড়তে পারে। বন্ধুর কারণে কোনও প্রকার সমস্যার আশঙ্কা। অতিরিক্ত পরিশ্রমে দুর্বলতা ও অবসাদ আসতে পারে। 


মীন রাশি- কর্মস্থানে অশান্তি বাধতে পারে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা ঠিক থাকবে না। ব্যবসায় জট থাকলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা। ক্রোধ সংযত করা দ্রুত প্রয়োজন। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।