কলকাতা: আজ ৩ জানুয়ারি, মঙ্গলবার। নতুন বছরে নতুন সূর্যের আলোর অপেক্ষায় সবাই। রাশি অনুযায়ী কেমন যাবে দিনটি? (Horoscope) কী বলছে আপনার গ্রহ নক্ষত্র? চলুন জেনে নেওয়া যাক।
মেষ রাশি- সম্পত্তি কেনার ভাল সময়। আপনার মায়ের স্বাস্থ্য সামান্য অবনতি হতে পারে। শত্রু চেষ্টা করলেও কোনও ক্ষতি করতে পারবে না। কাজে মিলতে পারে উন্নতি।
বৃষ রাশি- বিপদে বন্ধুর সাহায্য় পাবেন। কর্মক্ষেত্রে শত্রুর ক্ষতি করার চেষ্টা করবে। হতাশা আসতে পারে। অস্থিরতার কারণে ক্ষতির মুখোমুখি হতে পারেন।
মিথুন রাশি- প্রেমে জটিলতা আসতে পারে । সন্তানের পড়াশোনায় নজর রাখুন ।শরীর খারাপ হতে পারে। শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি- বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। তবে কাজের চাপ বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে, শুধু জেদ করা ছেড়ে দিন।
সিংহ রাশি- চলা ফেরায় সতর্ক থাকুন। শত্রুরা পরাজয় স্বীকার করবে। আপনার শরীর খারাপের সম্ভাবনা রয়েছে। তবে পরিবারের শরীর ভাল থাকবে।
কন্যা রাশি-পড়ুয়াদের জন্য দিনটা শুভ। আঘাত পাওয়ার সম্ভবনা রয়েছে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। তবে শত্রুরা বেশি ক্ষতি করতে পারবে না।
তুলা রাশি- চাকরিস্থানে উন্নতিলাভ হবে।একাধিক বন্ধু উপকারে আসবে। একটু সাবধানে চলাফেরা করা প্রযোজন। আঘাত লাগার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশি- সতর্ক থাকুন, নাহলে বুদ্ধির ভুলে কাজ হাতছাড়া হতে পারে। অবিবাহিতদের বিবাহযোগ প্রবল। বিবাহের পর আর্থিক উন্নতি বাড়বে। নিজের কথায় শত্রু বাড়বে।
ধনু রাশি- শেয়ারে অর্থ নষ্ট হতে পারে। কাজের জায়গায় শত্রুরা ক্ষতির চেষ্টা করবে। বিশেষ করে গুপ্ত শত্রু থেকে সাবধান। শরীরের যত্ন নিন।
মকর রাশি- প্রেমের বিষয়ে চাপ বাড়বে। স্ত্রীর শরীর ভাল যাবে না। সতর্ক থাকতে হবে আপনাকে। অবিবাহিতদের প্রবল বিবাহের সম্ভাবনা। বিবাহের পর ধনসম্পদ লাভ হবে।
কুম্ভ রাশি- বন্ধুদের জন্য বাড়িতে অশান্তি হতে পারে। সম্পত্তি ভাগ নিয়ে পরিবারে অশান্তি হতে পারে। লেখাপড়ায় বাধাবিঘ্নের আশঙ্কা রয়েছে। পিতা মাতার স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন।
মীন রাশি- সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা। শত্রু ক্ষতি করতে পারে। তবে কর্মে উন্নতি যোগ রয়েছে। পরীক্ষায় খুব ভাল ফল না হলেও ভাল ফল হওয়ার সম্ভাবনা রয়েছে।