কলকাতা: কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল জেনে নিন

মেষ রাশি- আজ কাজের থেকে একটু সময় বের করুন। সেই সময়টা পরিবারের সঙ্গে কাটান। মানসিকভাবে ভাল থাকবেন। যদিও কোনও আত্মীয়ের থেকে টাকা ধার করে থাকেন, তাহলে যে কোনও পরিস্থিতিতে তা ফেরানোর জন্য তৈরি থাকুন। পরিবারের লোকজন একজায়গায় মিলিত হতে পারেন, যার মনোযোগের কেন্দ্রে আপনিই থাকবেন। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। 

বৃষ রাশি - আজ সবদিক দিয়েই শরীর-স্বাস্থ্য ভাল থাকবে। এমন কাজ এড়িয়ে চলুন যা আপনাকে সহজেই ক্লান্ত করে দেয়। এদিন আর্থিক লাভ হতে পারে। যদিও তাড়াহুড়ো করার কারণে সুযোগ হাতছাড়াও হতে পারে। ব্যবসায়ীরা নতুন কোনও ব্য়বসার সুযোগ পেতে পারেন। যাঁরা বিবাহিত, এদিন তাঁদের জীবনে একাধিক ভাল ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। 

মিথুন রাশি- নিজের মনে সন্দেহ পুষে রাখলে নিজেই সমস্যায় থাকবেন। এদিন আপনার আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। রোজগারের ভাল যোগ রয়েছে। সামাজিক কোনও কাজে যোগ দিতে পারেন। কোনও কাজে ব্যর্থ হলেও মন খারাপ করবেন না, সেখান থেকে শিক্ষা নিন। কর্মক্ষেত্রে সুসম্পর্ক নেই এমন কেউ আপনার উপকার করতে পারেন এদিন। 

কর্কট রাশি-  এদিন ছোটখাট কোনও ভ্রমণের সুযোগ রয়েছে। মেপে বিনিয়োগ করলে সেখান থেকে ভাল লাভ মিলতে পারে। সঙ্গীর সঙ্গে সমস্যা হতে পারে এমন কোনও বিষয়ে আলোচনা করবেন না। কর্মক্ষেত্রে এদিন ভাল দিন। ভাল কোনও কাজ করতে পারেন। সকালের দিকে সঙ্গীর সঙ্গে ঝামেলা হলেও সন্ধের পর থেকে খুব ভাল কাটবে।

সিংহ রাশি - এদিন কারও কারও অবসর সময় ভাল কাটবে। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। সেক্ষেত্রে আর্থিক টানাপড়েন দেখতে হতে পারে। পরিবারের পাশে থাকুন, কারও মনে আঘাত দেবেন না। আপনার কোনও পরিকল্পনা ফলপ্রসূ করতে পাশে থাকবেন আপনার সঙ্গী। 

কন্যা রাশি- গুরুজনের আশীর্বাদ পাবেন। আগের বেশ কিছুদিন ধরে করা আপনার পরিশ্রমের ফল এবার মিলতে শুর করবে। ছোটখাট দ্বন্দ্ব থাকলেও প্রেমের সম্পর্ক মোটের উপর ভালই যাবে। যাঁরা শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত তাঁরা নিজেদের দক্ষতা দেখানোর ভাল সুযোগ পাবেন। পারিবারিক সমস্যার কারণে দাম্পত্য জীবনে প্রভাব পড়বে।

তুলা রাশির - এদিন নানা কারণে ব্যস্ততার মধ্যে দিন কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে। কারও জন্য অতিরিক্ত খরচ করতে পারেন এদিন। পারিবারিক কোনও অনুষ্ঠান আয়োজন করতে পারেন এদিন। পুরনো কোনও সমস্যা নিয়ে ঝামেলা করবেন না, কাছের মানুষকে ক্ষমা করে দিন। এদিন ব্যবসায়ীরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। ঘনিষ্ঠ কারও থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। 

বৃশ্চিক রাশি - এদিন খেলাধুলোয় সময় কাটাতে পারেন। কঠিন সময় এলে খরচ বাড়তে পারে, সেই সময়ের কথা ভেবে আগেভাগেই সঞ্চয় শুরু করুন। তাহলে কঠিন সময়ে বেশি ভোগান্তি হবে না। অযথা খরচ করবেন না। আপনার ব্যবহারে বাকিরা খুশি হবে। ঠিকমতো কাজ করতে গেলে আগেভাগেই সব পরিকল্পনা করে রাখুন। 

ধনু রাশি- মনে ক্ষোভ পুষে রাখবেন না। দুঃখ বয়ে বেড়াবেন না। ঈর্ষাকাতরও হবেন না। তাতে আখেরে আপনারই ক্ষতি হবে। নিজের মনের কথা কারও সঙ্গে খোলাখুলি আলোচনা করলে মন ভাল থাকবে। আয়ের নতুন সুযোগ আসতে পারে এদিন। ঘনিষ্ঠ কারও জন্য ব্যক্তিগত স্তরে কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে কোনও কোনও সহকর্মীর সমালোচনা শুনতে হতে পারে। 

মকর রাশি- ব্য়বসায়ীদের কেউ কেউ এদিন ক্ষতির মুখে পড়তে পারেন। তবে চিন্তা করবেন না। সহজেই খারাপ সময় কেটে যাবে। তবে ব্যবসায় লাভ দেখতে গেলে নতুন করে বিনিয়োগ করতে হতে পারে। বন্ধুদের নিয়ে ভাল সময় কাটাতে পারেন এদিন। সঙ্গীর ব্য়বহারে আঘাত লাগতে পারে।

কুম্ভ রাশি- যা পরিকল্পনা রয়েছে, তা বাস্তবে পূরণ করতে হলে পরিশ্রম প্রয়োজন। শুধুমাত্র স্বপ্ন দেখলে হবে না। তা পূরণ করার জন্য় খাটতে হবে। ঘনিষ্ঠ কারও সঙ্গে সমস্যা হতে পারে। তার জন্য আইনি বিবাদেও জড়াতে পারেন আপনি। কাজের চাপ বাড়তে পারে। তার জন্য পরিবারে সময় কম দিতে পারেন। বিয়ের কথাবার্তা পাকা হতে পারে।

মীন রাশি- আজ উৎসাহ-উদ্দীপনায় ভরপুর থাকবেন। সময়ের আগেই কাজ শেষ করতে পারবেন। বিনোদন সংক্রান্ত কোনও বিষয়ে অতিরিক্ত খরচ করবেন না। নতুন চাকরির খবর মিলতে পারে অথবা ব্যবসা সংক্রান্ত যোগাযোগ হতে পারে। ছোটখাট বিষয়ে সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। 

আরও পড়ুন: কিডনিতে পাথর জমার সমস্যা এড়াতে প্রতিদিনের জীবনে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি