মেষ থেকে মীন, বৃহস্পতিবার, লক্ষ্মীবারে বারো রাশির ভাগ্য কেমন থাকবে, দেখে নিন। 


মেষ রাশি - কালকের রাশিফল (Mesh Rashi)


ভাল কাটবে কালকের দিন। সোশাল মিডিয়া ক্ষেত্রে চাকরি করেন যাঁরা বা এই পরিষেবার সঙ্গে যুক্ত, ভাল কাটবে কালকের দিন। ভাল কভার স্টোরি পছন্দ হতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। বাড়তে পারে রক্তচাপ। ফলে বাড়তে পারে অন্যান্য সমস্যাও। ওষুধ খেতে ভুলবেন না। ব্যবসায়ীদের ব্যবসা ভাল চলবে কাল। লাভ বাড়ার সম্ভাবনা। সরকারি টেন্ডারের জন্য আবেদন করলে তাও মঞ্জুর হতে পারে। জীবনসঙ্গীর ভরপুর সহায়তা মিলবে কাল। 


বৃষ রাশি - কালকের রাশিফল (Brisha Rashi)


কর্মক্ষেত্রে কাল ভাল কাটবে আপনার দিন। বসের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। হতে পারে প্রমোশনও। স্বাস্থ্য ভাল থাকার কথা কাল। তবে স্বাস্থ্য সম্পর্কে কোনও সমস্যা দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে কথা বলুন। আরাম পাবেন। ব্যবসায়ীরা ঋণ করে থাকলে কাল শোধ করার কথা ভাবতে পারেন। একবার শুরু করলে ঋণশোধ তাড়াতাড়ি হয়ে যাবে। আইনি কোনও মামলা-মোকদ্দমা চললে ফল আপনার পক্ষেও যেতে পারে। 


মিথুন রাশি - কালকের রাশিফল (Mithun Rashi)


ভাল কাটবে কালকের দিন। চাকরির ইন্টারভিউ দিতে যদি কাল যান, সিদ্ধিদাতা গণেশকে ভক্তিভরে প্রণাম করে অবশ্যই যাবেন। সর্বকার্য সিদ্ধি হবে। ব্যবসা যাঁরা করেন, তাঁদের জন্য দিন মোটের উপর ভালই কাটবে। লাভের পরিমাণ বেশি না হলেও স্বাভাবিক থাকবে। অতি-চালাক মানুষজনের থেকে একটু দূরে থাকুন যুবক জাতক-জাতিকারা। কাল সন্তানের জন্য বাবা-মায়ের চিন্তা বাড়তে পারে। গাঁটের ব্যথায় ভুগতে পারেন বয়স্করা। 


কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi)


কর্মক্ষেত্রে নিজের কাজের ব্যাপারে সতর্ক থাকুন। সজাগ থাকুন। কোনওরকম অবহেলাকে আপনার আর আপনার কাজের মধ্য়ে আসতে দেবেন না। নয়তো আধিকারিকদের ভর্ত্সনার মুখে পড়তে হবে। ঘুম ভাল না হওয়ায় স্বাস্থ্য ভাল থাকবে না। ব্যবসায় কোনও সিদ্ধান্ত ভালভাবে না নেওয়া হলে আপনারই ক্ষতি হবে। প্রেমজীবনের কথা বললে প্রেয়সীর সঙ্গে দেখা করার প্রয়োজন হলে পরেও দিনক্ষণ ঠিক করা যেতে পারে। ছোট ছোট বিষয়ে রেগে যাবেন না। নচেৎ পরিবারে সমস্যা তৈরি হবে।


সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi)


ভাল কাটবে কালকের দিন। কর্মক্ষেত্রে কাজ না করে অন্যদের কাজের ক্ষতি করে বেড়ায় যারা, তাদের থেকে দূরে থাকাই শ্রেয়। নয়তো আপনার কাজও বাধাপ্রাপ্ত হবে। খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ নিয়ে আসুন। দিনযাপনে নিয়মানুবর্তিতা জরুরি। না হলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। গ্যাসের সমস্যায় ভুগতে পারেন। অংশীদারী ব্যবসায় সহযোগীর সাহায্য নিন। লাভ হবে। পড়ুয়াদের জন্য কালকের দিন শুভ। অধ্যাপনার সঙ্গে যাঁরা যুক্ত নিজেদের পরিশ্রমের ফল সন্তানের মধ্যে লক্ষ্য করতে পারবেন। পরিবারের সঙ্গে সময় বেশি কাটানোর চেষ্টা করুন।


কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi)


মেডিক্যাল ক্ষেত্রের সঙ্গে যাঁরা যুক্ত দৌড়ঝাঁপ একটু বেশি করতে হবে। তবে আপনার পরিশ্রম বিফলে যাবে না। কম্পিউটারের সামনে বেশি কাজ করতে হয় যাঁদের তাঁরা চোখের যত্ন নিন। অংশীদারী ব্যবসায় যাঁরা আছেন, তাঁরা সহযোগীর সঙ্গে ব্যবসায় মুন্সিয়ানা বজায় রাখুন। লুকোছুপি করবেন না। কেরিয়ারে সফল হওয়ার জন্য নকল করবেন না। নিজের বুদ্ধি দিয়ে কাজ করলেই ভাল। জীবনসঙ্গীর সঙ্গে খোলামনে কথা বলুন। শান্তি মিলবে।


তুলা রাশি - কালকের রাশিফল (Tula Rashi)
ভাল কাটবে কালকের দিন। চাকরি যাঁরা করেন, সতর্কতা অবলম্বন করুন। বসের থেকে কড়া নির্দেশ আসতে পারে। অফিসে কাজ ফাঁকি দিয়ে মজা করায় রাশ টানতে হবে। নজর দিতে হবে পরিশ্রমে। স্বাস্থ্য নিয়ে আগাম সতর্কতা আপনার শরীরকে ভাল রাখবে। জীবনসঙ্গী আপনার ব্যবসায় সাহায্য করার সামর্থ রাখলে সেটা করুন। সহায়তা নিন। পরিবারের সঙ্গে কোনও পার্টি বা সমারোহ অনুষ্ঠানে অংশ নিতে পারেন কাল।


বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi)
কাজে ঢিলেমির ফল ভুগতে পারেন। ফলে ভর্ত্সনার শিকার হতে পারেন। অতএব দিনের শুরুটা কাজ কেন্দ্রিক হলে ভালো হবে। রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে।  স্বাস্থ্য ভাল থাকবে তবেই। ধার দিয়ে থাকলে অবশ্যই তাকে সময় সময় মনে করাতে থাকুন। যুবকদের কোনও বিবাহ অনুষ্ঠানে পুরনো বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হতে পারে।


ধনু রাশি - কালকের রাশিফল  (Dhanu Rashi)
কষ্টে কাটতে পারে কালকের দিন। কাল কোনও বিষয় নিয়ে দ্বন্দ্বে পড়তে পারেন। মনের কথা শুনবেন নাকি বাস্তব দিয়ে চলবেন, সিদ্ধান্তহীনতায় ভুগতে হতে পারে। স্বাস্থ্যের কারণে খরচ হতে পারে কাল।  তাই স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। কোনও মিটিংয়ে অংশ নিতে পারেন ব্যবসায়ীরা। কাল বাড়ির ছোটদের নিয়ে সময় কেটে যেতে পারে।


মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi)


চাকরি যাঁরা করেন ভাল কাটবে কালকের দিন। পরিশ্রমের ফল মিলবে। মাদকজাতীয় বস্তু থেকে দূরে থাকুন কাল।  ঘুম ভাল না হওয়ার কারণে অস্বস্তি থাকবে একটা। ব্যবসায়ীদের সংযোগস্থাপন আরও দৃঢ় হবে। বিক্রি বাড়বে, ফলে লাভও বাড়ার সম্ভাবনা। দায়িত্বপালনে পিছপা হবেন না।  বৈবাহিক সম্পর্ক ভাল কাটবে।  


কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi)


ভাল কাটবে কালকের দিন। কাজের চাপ বাড়বে। ফলে ক্লান্তি অনুভূত হতে পারে। ভাবনার কারণ নেই। এভাবেই উন্নতিও হবে। ফাইবার যুক্ত খাদ্য খাওয়ার কথা ভাবুন। জল বেশি খান। পেট খারাপ হতে পারে অন্যথা। পেটের গন্ডগোলও ভোগাতে পারে। ব্যবসায়ীরা কোনও মহিলা খদ্দেরের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। পড়ুয়ারা বেশি তাড়াহুড়ো করবে না। প্রতিযোগিতা পরীক্ষা দেওয়ার সময় ধৈর্য ধরা জরুরি।


মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi)
সময়ে অফিসে পৌঁছন। নয়তো আধিকারিকদের কুনজরে পড়বেন। উদাসী ভাব আপনার মানসিক অশান্তির কারণ হতে পারে। ব্য়বসায় কোনওপ্রকার অবহেলা করবেন না। নচেৎ আর্থিক লোকসান হয়ে  যাবে। যুবকেরা কোনও প্রকার ভুল করবেন না। কোনওরূপ অবহেলা আপনার ক্ষতির কারণ হবে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিষয় নিয়ে অশান্তি হতে পারে। ফলে বিঘ্নিত হতে পারে মানসিক শান্তি।


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।