কলকাতা: সান বাংলার (Sun Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'মঙ্গলময়ী মা শীতলা'-র (Mangalmayee Maa Sitala) গল্পে এবার বড়সড় অদল বদল ঘটতে চলেছে। গল্প এগিয়ে যেতে চলেছে ১২ বছর। ছোট শীতলা বড় হয়ে উঠছে। এতদিন ছোট শীতলার ভূমিকায় অভিনয় করছিলেন শুভশ্রী চক্রবর্তী। এবার বড় হওয়ার পর শীতলার ভূমিকায় দেখা যাবে দীপান্বিতা রক্ষিতকে (Dipanwita Rakshit)। দীপান্বিতা এর আগে স্টার জলসার 'তুঁতে' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। এবার তাঁকে 'মঙ্গলময়ী মা শীতলা' ধারাবাহিকে শীতলার ভূমিকাতেই দেখা যাবে। 


'মঙ্গলময়ী মা শীতলা'র গল্প এগিয়ে গেল ১২ বছর


শীতলার গল্পে আসছে বড় চমক। বড় শীতলা যে মানবী রূপে এসেছে গ্রামবাসী তা জানে না। এই গ্রামে শিবের পুজো হয়। শীতলা ধীরে ধীরে মহামায়ার আরাধনা শুরু করে। এতে গ্রামবাসীরা বিরোধিতা করতে থাকে। রোষ ঠেকাতে শীতলার দেবীত্ব ক্রমশ প্রকাশ পায়। গ্রামবাসীরা নানা রকম অলৌকিকতা দেখতে পায় শীতলার মধ্যে। গ্রামের এক ছোট বাচ্চাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে তোলে শীতলা। ধীরে ধীরে গ্রামবাসীরা শীতলাকে অন্য চোখে দেখতে শুরু করে। অন্যদিকে জরাসুরও মানবরূপে জন্ম নেয়। জরাসুরের ভূমিকায় গৌরব মণ্ডল অভিনয় করছেন। একইগ্রামে জরাসুর আর শীতলার দেখা হয়। জরাসুর শীতলার মানবীরূপ ধরতে পারে না। তাদের মধ্যে এক ভালবাসার সম্পর্ক তৈরি হয়। কিন্তু শীতলার মানবীরূপ কি বুঝতে পারবে শেষমেশ জরাসুর? শুরু হবে পুরনো শত্রুতা? নাকি শুরু হবে অন্য গল্প, জানতে হলে দেখতে হবে সান বাংলার 'মঙ্গলময়ী মা শীতলা'।


আরও পড়ুন: Shah Rukh Khan Hospitalized: হঠাৎ অসুস্থ! আমদাবাদের হাসপাতালে ভর্তি শাহরুখ খান


শীতলার চরিত্রে অভিনয়ের ব্যাপারে কী প্রতিক্রিয়া দীপান্বিতা রক্ষিতের? অভিনেত্রী বলেন, 'এই প্রথম আমি কোনও মাইথোলজিক্যাল চরিত্রে অভিনয় করছি। শীতলাকে আমি দেবী হিসেবেই জানি। কিন্তু মা শীতলাকে নিয়ে তেমন কোনও পৌরাণিক গল্প আমার জানা নেই। তাই আমাকে পরিচালকের ওপর অনেকটাই নির্ভর করতে হবে। আমি আসলে এই ধরনের চরিত্র থেকে একটু পালিয়েই বেড়াতাম। অত সাজগোজ আমার একদমই ভাল লাগে না। পৌরাণিক চরিত্রে সাজগোজের একটা বিশেষ ভূমিকা আছে। কিন্তু শীতলা করতে রাজি হলাম কারণ, শীতলাকে এখানে মানবীরূপে দেখা যাবে। অত সাজগোজের বহর নেই! ধীরে ধীরে শীতলার দেবীত্ব ফুটে উঠবে, আশা করি প্রতিদিন কাজ করতে করতে সেই ভাব ফুটিয়ে তুলতে পারব। সাজগোজটা তখন আর খুব সমস্যা হবে না।' সান বাংলায় 'মঙ্গলময়ী মা শীতলা' দেখুন প্রত্য়েকদিন সন্ধ্যা সাড়ে ৬টায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।