কলকাতা: মঙ্গলের নক্ষত্র চিত্রায় থাকবে চাঁদ। এ ছাড়া আজ চাঁদ ও মঙ্গলের মধ্যে যুতি সম্পর্ক স্থাপন হবে। এমন পরিস্থিতিতে আজ চন্দ্র মঙ্গল যোগ তৈরি হবে। গ্রহনক্ষত্রের প্রভাবে আজকের দিনটি কেমন কাটবে, কারা লাভবান হবেন আবার কাদের উন্নতি সম্ভব।
মেষ রাশি
মেষ রাশির যে জাতকরা প্রেম জীবনে আবদ্ধ তাঁদের সম্পর্ক নতুন পথে বাঁক নেবে। রোম্যান্টিক মুহর্ত কাটাবেন। কোনও বন্ধুর স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন, তাঁর জন্য টাকার বন্দোবস্ত করতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধানের সময় এসেছে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের আজকের দিনটি উন্নতিতে পরিপূর্ণ। এক সঙ্গে একাধিক কাজ হাতে এলে দুশ্চিন্তা বাড়তে পারে। ব্যবসায়ীরা তিক্ততাকে মাধুর্যে পরিণত করার কৌশলকে কাজে লাগাবেন। পারিবারিক সম্পর্কে কথা কাটাকাটি হলে পরিবারের বরিষ্ঠ সদস্যের সঙ্গে কথা বলতে পারেন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের আজকের দিনটি অত্যন্ত ফলদায়ী। ব্যবসায় নতুন সওদা সম্ভভ। জীবনসঙ্গীর জন্য কোনও উপহার ক্রয় করতে পারেন। ব্য়বসায়ীদের ধনলাভের যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে ও ভবিষ্যতের চিন্তাও কমবে। ছেলে-মেয়ের বিবাহ প্রস্তাব পেতে পারেন। সন্ধ্যা নাগাদ পরিজনদের সঙ্গে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের মন অশান্ত হতে পারে। শত্রু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন, কিন্তু তাঁদের কাজকর্মে নজর রাখলে সমস্যা এড়িয়ে যেতে পারেন। চাকরিজীবী জাতকদের ধনলাভের যোগ রয়েছে। বন্ধুদের সঙ্গে সম্পর্কে তিক্ততা আসতে পারে। বাণী নিয়ন্ত্রণে রাখতে হবে। আর্থিক দিক দিয়ে আজ মিশ্র ফলাফল পাবেন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের আজকের দিনটি লাভজনক প্রমাণিত হবে। ব্যবসায়ীরা নিজের প্রকল্পে ভালো অর্থ উপার্জন করতে পারবেন। পড়াশোনা ও আধ্যাত্মিকতার প্রতি রুচি থাকবে। নিজের কিছু কাজ বাতিল করা থেকে বিরত থাকুন, তা না-হলে সমস্যা সম্ভব। কারও ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না। কারও কাছ থেকে টাকা ধার নিয়ে থাকলে তা শোধ করতে পারবেন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকরা আজ মিশ্র পরিণাম পাবেন। চাকরিজীবী জাতকরা পার্টটাইম কাজের পরিকল্পনা করতে পারেন, তাঁদের ইচ্ছাপূরণ হবে। কর্মক্ষেত্রে বরিষ্ঠ আধিকারিকদের সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের যত্ন নিতে হবে, তা না-হলে পুরনো রোগ ফের দেখা দিতে পারে। চিকিৎসকের পরামর্শ নিন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।