ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: উলুবেড়িয়ায় সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা জুনিয়র ডাক্তারকে মারধর এবং ধর্ষণের হুমকির অভিযোগের পর বীরভূমের মহম্মদবাজারে স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই আক্রান্ত নার্স। তার রেশ কাটার আগেই বীরভূমে স্বাস্থ্যকেন্দ্রে আক্রান্ত নার্স। আর এই ঘটনাতেই এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন ওই স্বাস্থ্যকেন্দ্রেরই আশাকর্মী ও আক্রান্ত নার্সের সহকর্মী। গ্রেফতার ১। 

Continues below advertisement

তাঁর দাবি, অভিযুক্তর টার্গেট ছিল ধর্ষণ এবং খুন করা। তিনি বলেন, 'সেই ছেলেটা কোনও শত্রু নয়। ওর টার্গেট আলাদা ছিল। যে রেপ করে মার্ডার করা। ও এই মানসিকতা নিয়ে ঢুকেছিল।'

আক্রান্ত নার্সের স্বামীর অভিযোগ, বুধবার সন্ধেয় মত্ত অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে আসেন অভিযুক্ত রাজীব কাহার। বিভিন্নরকম ওষুধ চান তিনি। অভিযোগ, এই নিয়েই নার্স রিনা মণ্ডলের সঙ্গে বচসা বাধে তাঁর। বচসা চলাকালীনই অভিযুক্ত নার্সের উপর পাথর নিয়ে চড়াও হন অভিযুক্ত। 

Continues below advertisement

এই ঘটনায় নার্সের মাথা ফেটেছে। ২২টি সেলাই নিয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। রাজীব কাহার নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। মহম্মদবাজারের কাঁইজুলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এই ঘটনার পর, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে। উদ্বেগ আরও বাড়িয়েছে এই স্বাস্থ্যকেন্দ্রেরই এক আশাকর্মীর বক্তব্য। 

আক্রান্ত নার্সের সহকর্মী বলেন, 'আমাদের নতুন সেন্টার হয়েছে। সেন্টারটা এমন জায়গায় হয়েছে, ফার্স্ট ফ্লোর এরিয়া হয়েছে কিন্তু, কোনও মাঠ এরিয়া, সেখানে কোনও জনসাধারণ যাওয়া-আসা করে না। পুরো মাঠের মধ্যে সেন্টার। ওইখানে যদি কাউকে মার্ডার করে দেয়, চিৎকার করলে কেউ আসবে না। কোনও মানুষজন নেই।' 

গতবছর আর জি কর মেডিক্যালে ধর্ষণ এবং খুন করা হয় কর্তব্য়রত তরুণী চিকিৎসককে। এরপর পাঁশকুড়ার সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

সম্প্রতি উলুবেড়িয়ায় সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা জুনিয়র ডাক্তারকে মারধরের পাশাপাশি ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এবার বীরভূমের স্বাস্থ্যকেন্দ্রে নার্সকে নিগ্রহের ঘটনায় তাঁর সহকর্মী দাবি করলেন, এখানেও অভিযুক্তর টার্গেট ছিল ধর্ষণ এবং খুন। একের পর এক এসব ঘটনাকে হাতিয়ার করে, সরব হয়েছে বিজেপি। 

অভিযুক্তকে ৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে, উলুবেড়িয়ার হাসপাতালেই চিকিৎসককে 'শ্লীলতাহানি'র অভিযোগে পেনডাউন কর্মসূচি রেসিডেন্ট ডক্টর্সদের। কাল সকাল ৯ - দুপুর ২ পর্যন্ত পেনডাউন কর্মসূচি রেসিডেন্ট ডক্টর্সদের। সুরক্ষার দায়িত্বে থাকা ২ নিরাপত্তা সংস্থাকে শোকজ। 'হামলার সময় দেখা যায়নি কোনও নিরাপত্তারক্ষীকে', কেন এই ঘটনা ঘটল ৩ দিনের মধ্যে দুই সংস্থাকে রিপোর্ট তলব। চিকিৎসক নিগ্রহের ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের। ওয়ার্ডেই খুন-ধর্ষণের হুমকির অভিযোগ মহিলা চিকিৎসকের। হাসপাতালে চিকিৎসক 'নিগ্রহ', হোমগার্ড-সহ ৩জন গ্রেফতার।