স্ত্রীর জন্য কষ্ট থেকে উদ্ধার পেতে পারেন বৃষ রাশির জাতকেরা, দেখুন কেমন যাবে আপনার আজকের দিন
আজ কর্মস্থানে সম্মান পাবেন। গোপন কোনও রোগ থেকে সাবধান। ব্যবসার দিকে খরচের জন্য চাপ বৃদ্ধি। ঋণ থেকে মুক্তির সুযোগ। ব্যবসার দিকে কোনও ভুল হবার সম্ভাবনা। শত্রু থেকে সাবধান। কোনও আশা নষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। স্ত্রীর আবদার পূরণ না করতে পারায় বিবাদ বৃদ্ধি। সন্তানের জন্য কোনও সামাজিক বদনাম বাড়তে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভাল সময়ের জন্য শান্ত থাকুন। স্ত্রীর জন্য কোনও কষ্ট থেকে উদ্ধার। ব্যবসার জন্য খরচ বৃদ্ধি। নিজের চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার। চিকিৎসার খরচ বাড়তে পারে। প্রেমের প্রতি ঘৃণা আসতে পারে। শরীরের কোনও ক্ষত থেকে রোগ বাড়তে পারে। যারা বিদেশে থাকেন তাদের জন্য ভাল সুযোগ আসতে চলেছে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি।
কর্মস্থানে আন্তরিকতার জন্য বাহবা পেতে পারেন। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করতে হতে পারেন। আজ আপনার অজান্তেই আপনি কাউকে অসন্মান করে ফেলতে পারেন। দূর ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। কলেজের ছাত্রছাত্রীদের জন্য শুভ সময়। মেয়েদের গোপন রোগে ভোগান্তি। হারিয়ে যাওয়া কোনও কিছু পেয়ে যেতে পারেন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হবার আনন্দ বাড়তে পারে। সন্তান নিয়ে কোনও সমস্যা বাড়তে পারে।
বেশি জনসমক্ষে আজ না থাকাই ভাল। বিপদ হতে পারে। সঙ্গীত চর্চায় অগ্রগতি। সন্তানদের নিয়ে দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। মনে কোনও রূপ সংশয় থাকলে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করুন। কাউকে উপকার করতে গিয়ে ব্যবসায় ক্ষতি। দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা থাকবে। বড়দের সঙ্গে আলোচনায় লাভবান। বাড়িতে কোনও ভাল খবর আসতে পারে।
ব্যবসায় বেশি ঝুকি নেওয়ার আগে সতর্ক হন। ঘরে বাইরে প্রতিকুল অবস্থা কেটে যেতে পারে। সন্তানের ব্যপারে ভাবনা চিন্তায় একটু জোর দিন। তেজি মনোভাব ঝেড়ে ফেলুন।, স্বামীস্ত্রী চেষ্টায় কোনও সমস্যার সমাধান । বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে পারে । শরীরে কোনও ক্ষত স্থান থেকে চিন্তা বাড়তে পারে। আপনার মধুর ব্যবহারে সুনাম পাবেন। অর্থ নিয়ে চাপ বাড়তে পারে। বিদেশে বন্ধুর খবর না পাওয়ার জন্য চিন্তা। বন্ধুদের থেকে ভাল সুযোগ পেতে পারেন।
প্রিয়জনের কাছে অপমান থেকে সাবধান থাকুন। আজ ব্যবসায় ভাল করে নজর না দিলে ক্ষতি হতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে আপনার বিবাদ বাধতে পারে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে । আজ সকল কাজে আপনি স্ত্রীকে সঙ্গে পাবেন। পাওনা আদায় করতে কারও সঙ্গে অশান্তি হতে পারে। উচ্চশিক্ষিত দের জন্য খুব ভাল দিন। গুরুজনদের শরীর নিয়ে ব্যস্ত হতে হবে। পুরনো কোনও ক্ষতস্থানের পুনরাবৃত্তি হতে পারে। আজ আপনি পরিবারে প্রচুর সন্মান পাবেন। আপনার যুক্তি পূর্ণ তর্কে শত্রু হার মানবে।
শরীর নিয়ে কোনও কষ্ট পাবার জন্য কাজের ক্ষতি। আজ কোনও অশুভ কিছু থেকে সাবধান। কর্মস্থানে সমস্যা বাড়তে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। আত্মীয়ের সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিবাদ। কর্মস্থানে কোনও বিবাদ নিয়ে চিন্তা। সামাজিক সুনাম আসতে পারে। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা। প্রেমের দিকে কোনও ভাল খবর পাবার জন্য আনন্দ।
অতিরিক্ত কাজের জন্য স্ত্রীকে সময় দিতে না পারায় বিবাদ। বাজে কোনও কাজ আপনার দ্বারা হতে পারে। সহকর্মীর সঙ্গে বিবাদের জন্য মনোকষ্ট। পড়াশোনার জন্য শুভ পরিবর্তন ,ব্যবসার ব্যাপারে চাপ ও চিন্তা বাড়তে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসার খরচ বাড়তে পারে। দুপুরের পরে বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটাতে পারেন।
কোনও কাজে আজ প্রতারিত হতে পারেন। কর্মস্থানে এমন কিছু কাজ করবেন, যার জন্য গৌরব বৃদ্ধি হতে পারে। আজ মিত্ররা গুপ্ত ভাবে শত্রুর কাজ করতে পারে। গরিবদের কিছু উপকার করুন। অতিরিক্ত রোগের জ্বালায় মানসিক ক্লেশ বাড়তে পারে। আজ কোনও কারসাজির শিকার হতে পারেন। দম্ভের জন্য ক্ষতি হতে পারে। দুপুরের পরে কোনও খারাপ কাজ করতে হতে পারে।
বাড়িতে অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পাবার জন্য অর্থ চাপ বাড়তে পারে। প্রতিবেশীর জন্য কোনও কাজ উদ্ধার। অনেক দিনের আশা পূরণ। প্রেমের দিকে গুরুজনের সঙ্গে বিবাদ বাড়তে পারে। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে, কাজের ভাল সুযোগ কাজে লাগান। বাজে কোনও চিন্তার কারণে মনোকষ্ট। লটারি থেকে কিছু আয়।
আজ নতুন কোনও কাজের জন্য প্রচুর খরচ হতে পারে। প্রেমের জন্য দুঃখ বৃদ্ধি। একাধিক পথে আয় করতে গিয়ে পুলিশের চাপ। কাজের ব্যাপারে উদ্বেগ কমাবার চেষ্টা করুন। অহেতুক ক্রোধ বাড়তে পারে। ব্যবসায় ভাল সুযোগ নিয়ে আলোচনা। আর্থিক ব্যাপারে সাহায্য মেলার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। পেটের সমস্যা থেকে সাবধান।
অতিরিক্ত বিলাসিতা বা খাদ্যের জন্য অর্থ খরচ। কোনও সিদ্ধান্ত নিতে গিয়ে গুরুজনদের সঙ্গে মতবিরোধ। ব্যবসার দিক মোটামুটি চলবে। সন্তানদের দিকে নজর দেওয়া প্রয়োজন। অক্লান্ত পরিশ্রমের পর ব্যবসায় উন্নতির যোগ। সম্ভ্রান্ত কোনও লোকের সঙ্গে দেখা হওয়ায় বিশেষ লাভ। নিজের পাওনা আদায় হতে পারে। অপ্রিয় সত্যি না বলাই শ্রেয়। দিনটি আজ খুব একটা ভাল যাবে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -