বৃহস্পতিবার । বাঙালির লক্ষ্মীবার। এই দিনটা সকলের মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করেন। গ্রহ নক্ষত্রের বিচারে এদিন কারও অর্থলাভ ঘটবে  প্রচুর। কাউকে আবার একটু মেপে পা ফেলতে হবে। চলুন দেখে নিই কী বলছে বৃহস্পতিবারের রাশিফল। 


মেষ রাশি


বৃহস্পতিবার দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটি বিশেষ দিন হতে চলেছে। আপনি কি দীর্ঘদিন ধরে কোনও কাজের পরিকল্পনা করছেন ? তাহলে মা লক্ষ্মীকে স্মরণ করে শুরু করে দিতে পারেন কাজটি।  মার্কেটিং এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে কর্মরত ব্যক্তিদের জন্য এই দিনটি শুভ। এদিন গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখতে পারলেই ভাল। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে।


বৃষ রাশি


বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল সমস্যাপূর্ণ দিন হতে চলেছে।  স্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন। ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন। ক্ষতির কারণ হতে পারে। চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করবেন।


মিথুন রাশি


মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল দিনটি ভালোই। ফেলে রাখা কাজ শেষ হবে।  আপনার ভাইদের সহায়তা কাজে আসবে। পরিবারের কোনো সদস্যের বিয়ে নিয়ে আলোচনা ফলপ্রসূ হতে পারে। পার্থিব সুখ ভোগের উপায় বৃদ্ধি পাবে। পরিবারে সুখ থাকবে । স্ত্রীর জন্য উপহার আনতে পারেন।


কর্কট রাশি 


কর্কট রাশির জাতকদের সম্মান বৃদ্ধি পেতে চলেছে। আইনি বিষয়ে জয়লাভ করবেন। মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখুন। রক্তের সম্পর্ক আরও মজবুত হবে। পরিবারে কোনো ঝগড়া-বিবাদ চলমান থাকলে একসঙ্গে বসে সমাধান করার চেষ্টা করতে পারেন।  টাকা ধার করবেন না এদিন। 


সিংহ রাশি


সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল দিনটি ভাল কাটবে। ধর্মীয় কাজে মন দিন।   পরিবারের সদস্যরা খুশি হবেন।  জীবনসঙ্গীর জন্য সময় বের করুন। দূরত্ব বাড়তে পারে।  সামাজিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা সম্মান পেতে পারেন।


কন্যা রাশি 


কন্যা রাশির জাতকরা বৃহস্পতিবার কোনো বিতর্ক থেকে দূরে থাকুন।  পরিবারের সদস্যরা আপনার উপর বিরক্ত হবেন। সন্তান যদি আপনার কাছে কিছু চায়, আপনি অবশ্যই তা পূরণ করবেন।   ব্যবসায়িক পরিকল্পনা সফল হতে পারে।  সাবধানে যানবাহন ব্যবহার করতে হবে।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।