কলকাতা : কেমন যাবে বৃহস্পতিবার ? ৯ নভেম্বর কী রয়েছে আপনার রাশিতে ? দিগন্ত জুড়ে সাফল্য নাকি আচমকাই ছন্দপতন ? গ্রহ- নক্ষত্ররা কেমন প্রভাব ফেলবে ? সপ্তাহের এই দিনটি কেমন যাবে ? চলুন জেনে নেওয়া যাক।
মেষ - আজ আপনার প্রেমে মধ্যস্থতা হতে পারে। কর্মস্থলে অবাক হওয়ার মতো কিছু হতে পারে। অবসর সময় ধ্যানে কাজে লাগান। স্বামী-স্ত্রী ভাল সময় কাটাতে পারেন।
বৃষ - ধৈর্য্য ধরুন । বিনিয়োগ ও ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বিচক্ষণতা দেখান। আজ সঙ্গী আপনার কাছে এমন প্রত্যাশা করতে পারেন যা আপনি পূরণ করতে পারবেন না। কাজের জায়গায় পেশাগত মনোভাব দেখালে প্রশংসা পেতে পারেন।
মিথুন - আপনার শিশুসুলভ উচ্ছ্বাস থাকবে। আপনার কাছে কেউ ঋণ নিয়ে থাকলে তিনি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারেন আজ। যা আপনাকে আনন্দিত করে তুলবে। হুটোপুটি করে কাউকে নিয়ে মন্তব্য করবেন না। ধাপে ধাপে পরিবর্তনে মিলবে সাফল্য। স্বামী-স্ত্রীর মধ্যে বিশ্বাসের অভাব দেখা দিতে পারে।
কর্কট - দীর্ঘদিনের অসুখ থেকে এবার সেরে উঠতে পারেন। ভালবাসা আজ দিনটাকে রঙিন করে তুলবে। তবে, পুরনো বিষয় নিয়ে রাতে প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটির সম্ভাবনাও আছে। কাজের জায়গায় সিনিয়র ও সহকর্মীদের সাহায্য আপনাকে উজ্জীবিত করে তুলবে।
সিংহ - আজ ভাই বা বোন... কারও কাছ থেকে সাহায্য বা উপকার পেতে পারেন। কারও কারও সন্ধেটা রোমান্সে ভরে উঠবে। কাজের জায়গায় চোখ-কান খোলা রাখুন। কারণ, কেউ আপনার পরিকল্পনা ভেস্তে দিতে পারে। বাড়িঘর পরিষ্কার রাখতে অবসর সময় বের করুন।
কন্যা - দিবাস্বপ্ন আপনাকে লক্ষ্যে পৌঁছে দিতে পারবে না। পরিবারের প্রত্যাশা পূরণে ঠিকঠাক নিখুঁত পদক্ষেপ নিতে হবে। বুদ্ধি করে টাকা সঞ্চয়ের দিকে এগিয়ে যাবেন। কৃতজ্ঞতা জীবনের সৌন্দর্যকে সমৃদ্ধ করে। সন্ধের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন।
তুলা - আর্থিক বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মতানৈক্য হতে পারে। অপ্রয়োজনীয় খরচ নিয়ে বাড়তে পারে উদ্বেগ। আপনার ব্যক্তিত্ব জীবনে নতুন বন্ধুত্ব এনে দেবে। সময়ের মূল্য বুঝলে, একাকী কিছুটা সময় কাটাতে ইচ্ছা হতে পারে। যা আপনার উপকারে আসবে।
বৃশ্চিক - দীর্ঘ দুশ্চিন্তা থেকে মুক্তির মুখে দাঁড়িয়ে আছেন। আজ কিছু আর্থিক লাভের জেরে মানসিক শান্তি পাবেন। দৈনন্দিন রুটিন থেকে বিরতি নিন। বন্ধুদের সঙ্গে সময় কাটান। গুরুত্বপূর্ণ বিষয় আপনি কীভাবে সামলাচ্ছেন, তা আপনার কিছু সহকর্মীর পছন্দ না-ও হতে পারে। সৃষ্টিশীল থাকবেন। খরচ নিয়ে সতর্ক থাকুন।
ধনু - কিছু অবসর সময় উপভোগ করার জন্য আজ সকাল সকাল কর্মস্থল থেকে বেরিয়ে পড়ার চেষ্টা করুন। যাঁরা জমি বিক্রি করতে চাইছেন, আজ তাঁরা ভাল ক্রেতা পেয়ে যাবেন। পরিবারের সদস্যরা পাশে দাঁড়াতে পারেন, কিন্তু প্রচুর প্রত্যাশা থাকবে তাঁদের। ব্যবসায়ীদের জন্য দিনটি অনুকূল।
মকর - ধ্যান ও যোগে আধ্যাত্মিক ও শারীরিকভাবে উপকৃত হবেন। নতুন আর্থিক চুক্তিতে মিলবে সাফল্য। আত্মীয় ও বন্ধুবান্ধবদের থেকে অপ্রত্যাশিতভাবে উপহার পেতে পারেন। ভালবাসার আগুন জ্বালিয়ে রাখুন। একাকী সময় উপভোগ করুন।
কুম্ভ -নিজের বাজেটে স্থির থাকুন। অন্যথা আর্থিক সমস্যা দেখা দিতে পারে। আপনার প্রেমিকা আজ আপনার অভাব বোধ করবেন। হঠাৎ করে তাঁর সঙ্গে দেখা করার পরিকল্পনা করুন। ব্যস্ত শিডিউল সত্ত্বেও আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করে নিতে পারবেন।
মীন - মানসিক চাপের বিরুদ্ধে লড়ার জন্য , এই সময়টা খুব গুরুতর। ধ্যান ও যোগ আপনার মানসিক সহনশীলতা বাড়াবে। আজ মায়ের দিক থেকে আর্থিকভাবে লাভবান হতে পারেন। আপনার মামা বা দাদু আপনাকে আর্থিক সহায়তার জন্য এগিয়ে আসতে পারেন। প্রেমজীবনে আনন্দ। স্বামী-স্ত্রী মিলে আজ একটা অসাধারণ সন্ধে কাটাতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।