মেষ রাশি 


মোটের উপর ঠিকঠাক কাটবে কালকের দিন। অফিসে বজায় থাকবে প্রেম-সৌহার্দ্য। ছোট-ছোট কথায় কারো সঙ্গে ঝগড়ায় জড়াতে যাবেন না। অন্যথায় ঝামেলা বড় হয়ে দাঁড়াবে। ব্যবসায় নাম করবেন। মান-সম্মান বৃদ্ধি পাবে। কোনও কাজ একান্ত যদি না হয় অহেতুক রাগারাগি করবেন না। যুবকদের খরচ নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। ধন-সম্পত্তি নাশ হতে পারে। স্বাস্থ্য ঠিকই থাকবে কিন্তু সাবধান থাকাই ভাল। অবহেলায় বড়সড় রোগের মুখে পড়তে হতে পারে। ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিলে ভাল। 


বৃষ রাশি 


মোটের উপর ভাল কাটবে কালকের দিন। আর্থিক ক্ষেত্রে চাকরি যাঁরা করেন, তাঁদের অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। তবে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিলে অসুবিধা থেকে বেরিয়ে আসতে পারেন। ব্যবসা যাঁরা করেন, নতুন বিনিয়োগের জন্য কালকের দিন শুভ। ব্যবসা ভাল চলবে। দাম্পত্য জীবন কষ্টদায়ক হতে পারে। যুবকদের জন্য স্বাস্থ্যহানির যোগ। সমাজসেবায় বেশি সময় দিলে ভাল। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান হলে অংশ নেওয়ার চেষ্টা করুন। 


মিথুন রাশি 


মন অশান্ত থাকার সম্ভাবনা। মন শান্ত রাখার জন্য গুরুত্বপূর্ণ কোনও কাজে মনোনিবেশ করুন। আয় বাড়তে পারে, তবে খরচও একইসঙ্গে বাড়ার সম্ভাবনা। অংশীদারি ব্যবসা যাঁরা করেন, সহযোগীর সঙ্গে ঝগড়াঝাঁটিতে না জড়ানোই ভাল। বাকসংযম বজায় রাখুন। সবার সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। অ্যালার্জির সমস্যা থাকলে কাল অতি সতর্ক থাকা প্রয়োজন। বন্ধু ও অন্য সহযোগীদের থেকে পূর্ণ সহযোগিতা পাবেন কাল। 


কর্কট রাশি
কালকের দিনটি একটু কষ্টদায়ক হবে। কাজ নিয়ে উৎসাহিত থাকবেন। তবে আত্মবিশ্বাসের অভাব হতে পারে। ব্যবসায়ীরা মধুর ব্যবহার বজায় রাখুন। তাতে ব্যবসায় লাভ। যুবকরা কথায় মিষ্টত্ব বজায় রাখুন। আকর্ষণ বাড়বে। বাড়িতে শুভকাজ হতে পারে কাল। অ্যালার্জির সমস্যা থাকলে শ্বাস নিতে সমস্যা হতে পারে। ঘরোয়া টোটকায় ভরসা না করে চিকিৎসকের পরামর্শ নিন। 


সিংহ রাশি 
মোটের উপর ভাল কাটবে কালকের দিন। চাকরি যাঁরা করেন, ভাল কাটবে তাঁদেরও। অফিসে পারিবারিক আবহ থাকবে। তাতে অতি উৎসাহে কাজ সম্পন্ন করতে পারবেন। পাশে পাবেন সহকর্মীদের। প্রবল পরিশ্রমে সাফল্য পাবেন ব্যবসায়ীরা। আপনার ব্যবহারে খুশি থাকবে বাচ্চারা। আত্মীয়দের সঙ্গে সম্পত্তি ইত্যাদি নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সমাজের জন্য কাজ করেন যাঁরা, তাঁদের জন্য ভাল কাটবে দিনটি। স্বাস্থ্য ভাল নাও যেতে পারে। তবে দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগলে কাল স্বস্তি পেতে পারেন।


কন্যা রাশি


কালকের দিনটি কষ্টদায়ক হতে পারে। চাকরি যাঁরা করেন, কষ্ট পেতে পারেন তাঁরাও। কিন্তু চিন্তা করবেন না। সমস্যার সমাধান হয়ে যাবে। পরিশ্রমের ফল মিলবে। যুবক জাতক-জাতিকাদের মনে আঘাত লাগতে পারে। যাদের কারণে সমস্যায় পড়ছেন তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। বাড়িতে কোনও ঝগড়ার মতো পরিস্থিতি তৈরি হলে আপনাকে সমাধানে অনেক বড় উদ্যোগ নিতে হবে। মরশুমি আবহাওয়া বদলের কারণজনিত অসুস্থতায় ভুগতে পারেন কাল। কোনও অ্যালার্জি হতে পারে। অন্যের থেকে মান-সম্মান পেতে চাইলে তাঁদেরকেও মান-সম্মান দিতে হবে। 


তুলা রাশি
মোটের উপর ঠিকঠাক কাটবে কালকের দিন। অফিসের কাজের দরুণ বাইরে কোথাও যেতে হতে পারে। কাজের চাপ মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে। দৈনিক আয় বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের। বাড়িতে আসতে পারে অতিথি। বাড়িতে ধর্মীয় কোনও অনুষ্ঠানের আয়োজন হতে পারে। যেখানে আপনি পরিবারের সঙ্গে অধিক আনন্দ পাবেন। সামাজিক কার্যকলাপে অংশ নিয়ে ভাল থাকবে মন। খাওয়াদাওয়ার দিকে নজর দিন কাল। বদহজমের সমস্যায় ভুগতে পারেন।   


বৃশ্চিক রাশি
ভাল কাটবে কালকের দিন। সেনায় যোগ দিতে চাইলে সাফল্য পাওয়ার সম্ভাবনা। মেডিকেল ক্ষেত্র ও মেডিকেল লাইনে যাঁরা কাজ করেন, তাঁদের অনেক লাভ হতে পারে। বিনিয়োগে লাভ হওয়ার সম্ভাবনা। বড়দের কথা শুনে চলুন। না হলে তাঁদের বক্র নজরে পড়তে পারেন। কাল জীবনসঙ্গীর থেকে গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে রায় নিতে পারেন। তাঁর রায় সাফল্যের রাস্তা দেখাতে পারে। কাল জল বেশি পান করুন। পেটের সমস্যা থেকে রেহাই পাবেন। স্বাস্থ্যের জন্যও ভাল হবে। সামাজিক কাজে উৎসাহিত হবেন কাল।


ধনু রাশি


ভাল কাটবে কালকের দিন। বন্ধু-সহযোগীদের সঙ্গে এমন ব্যবহার করুন যাতে আপনার জন্য তা লাভদায়ক হয়। চাকরিতে উন্নতি হতে পারে। খুচরো ব্যবসায়ীরা মনমতো লাভ নাও পেতে পারেন। ব্যবসায়িক পরিকল্পনায় পরিবর্তন আনলে অবস্থার পরিবর্তন হতে পারে। বাড়ির বয়স্ক মহিলাদের প্রয়োজনীয়তার উপর নজর রাখুন। বেশি সময় কাটানোর চেষ্টা করুন তাঁদের সঙ্গে। কোনও কারণে অপারেশনের প্রয়োজন হলে তা নিয়েও চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন। সহযোগীর অপ্রতুলতার কারণে আপনার উপর কাজের চাপ বেশি আসতে পারে, মানসিক শান্তিও বিঘ্নিত হতে পারে। ধীরে ধীরে কাজ করুন। ক্লান্তি কেটে যাবে। 



মকর রাশি
মিশ্র কাটবে কালকের দিন। অফিসে কাজের চাপের দরুণ একটু বেশি জোর দিতে হবে। ফলে মানসিক চাপ থাকবে। ব্যবসায়ীরা নিজের ব্যবসার প্রতি পুরো ফোকাস বজায় রাখুন। হার্ডওয়্যার সম্পর্কিত ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা। নতুন ব্যবসা যাঁরা শুরু করছেন, সাবধানতা অবলম্বন করবেন। পরিবারের মধ্যে মতানৈক্য তৈরি হলে তা ঠিক করতে আপনাকে ময়দানে নামতে হতে পারে। স্বাস্থ্য নিয়ে সাবধানতা অবলম্বন করুন।  পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যান, শান্তি বজায় থাকবে। 


কুম্ভ রাশি 
কালকের দিনটি মোটের উপর মিশ্র কাটবে। অফিসে কাজের নিয়মের পালন করুন। অন্যথায় ছোট ছোট কথায় ঝগড়ার পরিস্থিতি তৈরি হবে। চিন্তা করবেন না। ব্যবসায় উন্নতি হবে। ছোট ছোট সমস্যায় বেশি ভাবুক না হয়ে তা থেকে বেরিয়ে যাওয়ার শক্তি দেখাতে হবে। পুরনো রোগ থেকে সতর্ক থাকুন। পরিবারের মধ্যে মতভেদ হতে পারে। আপনার ব্যবহারে কেটে যাবে সব। পড়ুয়াদের বৌদ্ধিক বিকাশ হবে। সন্তানের তরফ থেকে সন্তোষজনক ব্যবহার থাকবে।



মীন রাশি
ভাল কাটবে কালকের দিন। পরিবারে ও বাড়িতে মর্যাদা বজায় থাকবে। একসঙ্গে কোনও কাজ সুসম্পন্ন হবে। ব্যবসায়ীদের আর্থিক লোকসানে মন ভারাক্রান্ত থাকতে পারে। যুবক জাতক জাতিকারা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। এতে মানসিক সমস্যা কাটবে। বাড়িতে শাশুড়ি-বৌমা ঝগড়ার পরিস্থিতি থাকলে ছোট কথা বেশি বড় হতে না দেওয়াই ভাল। শান্তি বজায় রাখতে উদ্যোগ নিতে হবে। মাথাব্যথায় ভুগতে পারেন কাল। তাই বেশি চিন্তা না করাই ভাল। কোনও বন্ধু আপনার কোনও কাজে নারাজ হতে পারেন। বন্ধুকে মানানোর চেষ্টা করলেই ভাল। 
 


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।