কলকাতা: ভালো সময় আসুক না আসুক, অপেক্ষায় থাকবেন না, দেখবেন অজান্তে ভোরের আলোর মতো আপনাকে কখন ভালোবেসে জড়িয়ে ধরবে। ব্যাস, ভুলে যাবেন, আগে কী হয়েছিল, কতটা যন্ত্রনা গভীরে রয়েছে। সব এক মুহূর্তেই ম্নান। একরাশ ভালো লাগা নিয়ে আপনি দিন কাটাবেন। তাই কিছু না ভেবেই একবার দেখে নিন আজকের রাশিফল। ভাল খবর হলে আবেগে মাতবেন না, খারাপ হলে সতর্ক থাকুন, এই দুইয়ের মিশেলেই আপনার জীবন। আজ ১ নভেম্বর, মঙ্গলবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে ? কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।


মেষ- রাগ নিয়ন্ত্রনে রাখুন, অতিরিক্ত রাগ বিপদ বয়ে আনতে পারে। চাকরির স্থানে বাধা, মনের চাপ বাড়তে পারে। ব্যবসায় আয় বাড়বে। শরীর নিয়ে খেয়াল রাখুন, নয়তো কাজে অসুবিধায় পড়বেন।  পড়ুয়াদের জন্য আজকের দিনটি খুবই ভাল। 


 বৃষ- প্রিয়জনের ভালোবাসা পাবেন। অন্যের উপকার করতে গিয়ে বিপদে পড়তে পারেন। বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে।  নিজের অসুবিধার কথা সবাইকে জানাবেন না। আবেগে নিয়ন্ত্রন রাখুন, নইলে সমস্যা বাড়বে । 


মিথুন- আজ বাড়িতে অতিথি আসতে পারে। কাজের জায়গায় নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে।পরিবারের সদস্যদের শরীর নিয়ে চিন্তা বাড়বে। স্নায়বিক অসুখের কারণে কষ্ট পেতে পারেন।পরিবারে স্বাস্থ্যে নজর দিন, খরচ বাড়তে পারে।












 

সিংহ- শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বাড়াতে পারে। বাইরে বেরিয়ে সাবধান থাকবেন, সমস্যা তৈরি হতে পারেন।কাজের জায়গায় প্রাপ্তিযোগ দেখা দিতে পারে। কথার বলার সময় সতর্ক থাকুন, বুঝে বলুন। কর্মজীবনে সুযোগ ভাল আসবে। শরীর নিয়ে সতর্ক থাকুন।    




কন্যা- শারীরিক কষ্টে কাজের ক্ষতি হতে পারে, সতর্ক থাকুন। কাজের জায়গায় উন্নতি।বাইরে বেরোলে একটু সাবধানে চলাফেরা করুন। আপনার পরিবারের স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকুন।অপ্রিয় সত্যি বলতে গিয়ে অসুবিধায় পড়তে পারেন। 


তুলা- আজ ভালো উপার্জন হবে। ঝামেলায় জড়াতে পারেন। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে।  ব্যবসায় চাপ বাড়লেও, উন্নতির সম্ভাবনা রয়েছে।  ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে । 


 বৃশ্চিক- প্রেমে অশান্তি হতে পারে। পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার সুযোগ আসছে। শরীর নিয়ে সতর্ক থাকুন।  বাড়তি কথা বলা থেকে বিরত থাকুন । বহুদিনের আটকে থাকা কাজ আজ সফল হবে।  বন্ধুদের সঙ্গে বুঝে ব্যবহার করুন।  


 ধনু-  সামান্য ভুলে বড় ক্ষতির সম্ভাবনা। সন্তানদের চাকরির যোগ। আবেগ নিয়ন্ত্রণে রাখুন নইলে বিপদ বাড়বে। একাকিত্বে ভুগতে পারেন। প্রিয় জনের থেকে ভালোবাসা পাবেন। কোনও আত্মীয়র বাড়িতে ঘুড়তে যেতে পারেন। 


মকর- আইনি ঝামেলায় ফাঁসতে পারেন। সাবধানে চলাফেরা করবেন। রক্তপাত থেকে সাবধানে থাকুন।শত্রুর থেকে সাবধানে থাকুন। ব্যসায় উন্নতির সম্ভাবনা।চাকরির জন্য নতুন সুযোগ আসতে পারে। কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে। 


 কুম্ভ- আজ লটারি থেকে আয় হতে পারে। অসৎ লোকের কারণে আপনার বদনাম হতে পারে। শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।কাছের মানুষ থেকে আঘাত পেতে পারেন। আইনি ঝামেলায় জড়াতে পারেন। শরীর নিয়ে সতর্ক থাকুন।  


মীন-প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কর্মস্থানে সতর্ক থাকুন। ব্যবসায় সাফল্য আসবে। দাম্পত্যে সুখের দিন ফিরবে। বাড়তি কথা থেকে বিরত থাকুন, না হলে সমস্যায় পড়বেন।