কলকাতা: সোমবার, ১১ জুলাই। আজ কেমন যাবে দিনটি। কেমন হবে ব্যবসা? কোন খাতে বইবে সম্পর্ক? এক নজরে দেখে নিন আজকে আপনার রাশিফল (daily horoscope)। 


মেষ: আজ নিজেকে নতুন করে চেনার সুযোগ পাবেন। আজ নিজেকে বেশি করে সময় দিন। ব্যবসায়ীরা ক্ষতির মুখ দেখতে পারেন। বাড়িতে উৎসবের পরিবেশের জন্য মানসিক চাপ কমবে। ব্যর্থ হলেও মনের জোর হারালে চলবে না। সঙ্গীর জন্য সামাজিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।


বৃষ: আজ মানসিক চাপ এবং উত্তেজনা থাকবে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে। অতীতের সাফল্যের কথা মাথায় রেখে মনোর জোর বাড়াতে হবে আজ। ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গ উপভোগ করবেন। আপনার স্ত্রী আপনাকে সমস্ত ঝগড়া ভুলে যেতে সাহায্য করবে। আজ আধ্যাত্মিকতার কাজে মন দেওয়ার সম্ভাবনা রয়েছে।


মিথুন: আজ মনোবল বজায় থাকবে। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবেন। ঋণ নেওয়ার জন্য ভাল দিন। বাড়িতে শুভ অনুষ্ঠানে ব্যস্ততা থাকবে।  পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত করতে পারেন। স্ত্রীর সঙ্গে একটি দুর্দান্ত সময় কাটানোর সুযোগ আসবে। ভাইবোনদের সঙ্গে ঘুরতে যাওয়ার সুযোগ আসবে।


কর্কট: অতিরিক্ত ভ্রমণের কারে আজ ক্লান্ত লাগতে পারে। এক্ষেত্রে তেল মালিশ করা যেতে পারে। আজ টাকা সংক্রান্ত মামলায় আদালতের রায় আপনার পক্ষেই থাকতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ আত্মীয়র বাড়ি বা কোনও ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ আছে। আজ কোনও জিনিস চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ আপনি এবং আপনার জীবনসঙ্গী ভাল খবর পেতে পারেন।


সিংহ: আপনার প্রিয়জনরা কী চায়, সে সম্পর্কে সম্মোখ ধারণা রয়েছে আপনার। আজ বেশি অর্থ ব্যয় না করাই ভাল। প্রিয় মানুষের ব্যবহারে আজ খারাপ লাগতে পারে। আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনি একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। বাবা মায়ের পছন্দের খাবার নিয়ে আসতে পারেন।


কন্যা: কর্মক্ষেত্রে সিনিয়রদের চাপ, বাড়িতে বিবাদের কারণে আজ মানসিক চাপ থাকবে। বিনোদন,  কসমেটিক খুব বেশি খরচ করবেন না। আজ স্বপ্ন বাস্তব হতে পারে। আজ নিজের জন্য সময় থাকবে। কঠিন সময়ে জীবনসঙ্গী পাশে থাকবে।  সারাদিন নিজেকে সক্রিয় রাখুন।


তুলা: আজ আপনার কথায় কেউ আঘাত পেতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনা। আপনার সঙ্গী বিরক্ত হতে পারে। আজ নিজেকে সময় দেওয়ার সুযোগ আসবে। সন্ধেয় বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে।


বৃশ্চিক: আজ এনার্জি থাকবে নতুন কিছু করার। সময় এবং টাকার সদ্ব্যবহার করুন। নিজের ভালবাসা দিয়ে দিনটা বিশেষ করে তুলতে পারেন। গুরুত্বপূর্ণ নয়, এমন জিনিসের উপর বাড়তি নজর দেওয়ার প্রয়োজন নেই। আজ পরিমিতভাবে কথা বলুন।  


ধুন: মিশ্র আবেগ আপনার সন্ধ্যা সুন্দর হবে। আজ খুশিতে উচ্ছ্বসিত থাকবেন। আর্থিক দিক থেকে আজ কারোর উপদেশ পেতে পারেন। পরিবারের সদস্যদের নিজের সমস্যার কথা বলতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গ উপভোগ করুন।


মকর: আজ সিগারেট ত্যাগ করার সম্ভাবনা আছে। আজ ব্যবসায় কেউ সাহায্য করার ইচ্ছাপ্রকাশ করলে তা এড়িয়ে চলাই ভাল। আজ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে হতে পারে।  বাড়ি থেকে দূরে থাকলে, আপনি আপনার পরিবারকে মিস করতে পারেন।


কুম্ভ: সবাইকে সাহায্য করার পর ক্লান্ত লাগতে পারে। আর্থিক সীমাবদ্ধতা থাকতে পারে। আত্মীয়ের বাড়িতে যেতে পারেন। এক কাপ চা বা কফি সহযোগে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে।  


মীন: গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন নিতে হবে। আবেগ নিয়ন্ত্রণ করা সব সময় সহজ নাও হতে পারে। প্রেম জীবন নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। সঠিক মনোভাব বজায় রেখে কাজ করতে হতে পারে। স্ত্রীর উপস্থিতিতে আজ দিনটি ভাল কাটেব।